প্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদের আপনারা জেনে আনন্দিত হবেন যে, দীর্ঘ প্রতীক্ষিত ৪৭তম বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। ২৮ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে থেকে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হয়েছে৷ যা বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত চলমান থাকার কথা ছিলো।
পরবর্তীতে আজ ২১ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে ৪৭তম বিসিএস এর অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়ে, আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পিএসসির একজন কর্মকর্তা জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে বলেছেন জুলাই সরকার পতনের আন্দোলনে অনেকের পরীক্ষা পিছিয়েছে আবার অনেকের ফলাফল আটকে গেছে। তারা যেনো আবেদন করতে পারেন মূলত এসকল বিষয় বিবেচনা করেই ৪৭তম বিসিএস আবেদন এর সময়সীমা বাড়িয়েছে পিএসসি। তবে এরপর আর সময়সীমা বাড়ানো হবেনা বলেও জানান তিনি।
বিসিএস পরীক্ষায় আবেদন করার যোগ্যতা অনুযায়ী শুধুমাত্র যোগ্য প্রার্থীগণই এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। ২০২৫ সালের মে অথবা জুন মাসে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা ৪৭তম বিসিএস সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
তবে এর পূর্বে ৪৭তম বিসিএসের আবেদন গত ১০ ডিসেম্বর শুরু হবার কথা থাকলেও সরকারি চাকরিতে আবেদন ফি কমানো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় গত ৯ ডিসেম্বর বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৭তম বিসিএসে আবেদন কার্যক্রম স্থগিত করা হয়েছিলো। পরবর্তীতে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে পিএসসি কর্তৃপক্ষের দেয়া পুনঃবিজ্ঞপ্তি অনুসারে আবেদন কার্যক্রম শুরু করার পরবর্তী তারিখ নিশ্চিত করা হয়।
আরও দেখুন: ৪৭তম বিসিএস আবেদন ফরম পূরণের নিয়ম
আরও দেখুন: ৪৭ তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন
আরও দেখুন: বিসিএস ক্যাডার চয়েস লিস্ট যেভাবে সাজাবেন | বিভিন্ন ক্যাডারের সুযোগ সুবিধা
৪৭তম বিসিএস সার্কুলারের বিস্তারিত
মোট শূন্য পদের সংখ্যা: ৩ হাজার ৪৮৭ টি
আবেদন শুরু: ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ
আবেদন শেষের তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ
আবেদনের যোগ্যতা: বিসিএস পরীক্ষায় আবেদনের যোগ্যতা দেখুন
অনলাইনে আবেদনের লিংক: http://bpsc.teletalk.com.bd/
এক নজরে ৪৭তম বিসিএস সার্কুলার টি দেখুন
৪৭তম বিসিএস সংশোধিত বিজ্ঞপ্তি
৪৭তম বিসিএস অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি
উল্লেখ্য যে বেশ কিছুদিন ধরে ৪৭ তম বিসিএস সার্কুলার নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে একটি গুঞ্জন চলছিলো। সেই সময়ে পিএসসি এর সূত্র থেকে জানানা হয় যে যথা সময়েই ৪৭তম বসিএস সার্কুলার টি প্রকাশ করা হবে। পূর্বে ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএস এর সার্কুলার প্রকাশ করেছিল পিএসসি। উক্ত বিসিএসে ৩১৪০ টি শূন্য পদের জন্য এই বিজ্ঞপ্তি টি প্রকাশ করা হয়েছিল।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ:
৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট ২০২৫ সালের মে অথবা জুন মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি:
- প্রার্থীদের ২০০ (দুইশত) নম্বরের একটি Multiple Choice Question (MCQ) Type প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২ (দুই) ঘণ্টা;
- এই পরীক্ষায় মোট ২০০ (দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে, ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে;
- প্রিলিমিনারি টেস্টের MCQ উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি কোন প্রার্থী বা তার প্রতিনিধিকে কোনভাবেই প্রদর্শন করা হবে না এবং উক্ত টেস্টের নম্বর কোন প্রার্থী বা তাঁর প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না;
- প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুন:নিরীক্ষণ বা পুন:পরীক্ষণের সুযোগ থাকবে না;
- প্রিলিমিনারি টেস্টের প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিয়ে দিতে হবে।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়সমূহ এবং মানবন্টন
বিষয়ের নাম | নম্বর বন্টন |
---|---|
বাংলা ভাষা ও সাহিত্য | ৩৫ |
ইংরেজি ভাষা ও সাহিত্য | ৩৫ |
বাংলাদেশ বিষয়াবলি | ৩০ |
আন্তর্জাতিক বিষয়াবলি | ২০ |
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা | ১০ |
সাধারণ বিজ্ঞান | ১৫ |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | ১৫ |
গাণিতিক যুক্তি | ১৫ |
মানসিক দক্ষতা | ১৫ |
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন | ১০ |
মোট নম্বর | ২০০ |
আরও দেখুন: ১০-৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান
আরও দেখুন: বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস
আরও দেখুন: বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন
BCS ki application kora jabe
২৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
স্থায়ী ঠিকানা ও ভোটার এরিয়া ভিন্ন হলে কি প্রবলেম হবে??
কোন সমস্যা হবে না।
৪৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নেয়ার জন্য সেরা বইয়ের লিস্ট দিলে ভালো হতো তাহলে একটা ধারণা পাওয়া যেত
https://web.livemcq.com/blog/bcs-preparation/
কাইন্ডলি উপরের লিঙ্কে দেয়া ব্লগটি চেক করুন।
সেখানে বিসিএস প্রস্তুতি সংক্রান্ত সকল গাইডলাইন পেয়ে যাবেন।
শুভকামনা।
ami shongshodhoni biggoptir agee apply koresi …jehetu shongshodhone pod o coder poriborton hoise tai amar apply ki batil hoise naki ..notun kore apply korte hobe naki jante chassi
আপনার আবেদন হয়ে গেছে। নতুন করে আবার আবেদন করার প্রয়োজন নেই। ধন্যবাদ।