ব্লগJob Circularsভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | আবেদন শুরু ৬ অক্টোবর

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | আবেদন শুরু ৬ অক্টোবর

প্রিয় চাকরির প্রার্থীগন আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ২ হাজার ৫২৪ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সংশোধিত এই ভূমি অফিস নিয়োগ বিজ্ঞপ্তিতে একই বছরের ১৪ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত হওয়া অন্য আরেকটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা নিম্নলিখিত পদগুলোতে একবার আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এই পদগুলো হল –

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর; ড্রাইভার; নাজির কাম ক্যাশিয়ার; অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক; পেশকার; রেকর্ড কিপার; খারিজ সহকারী; যাচ মোহরা; কপিস্ট কাম বেঞ্চ সহকারী; অফিস সহায়ক এবং চেইনম্যান। তবে নতুন প্রার্থীরা এই পদগুলো সহ এই নিয়োগ বিজ্ঞপ্তির বাকীপদগুলোতে আবেদন করতে পারবেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত-

মোট পদ সংখ্যা: ২ হাজার ৫২৪ টি
আবেদন শুরুর তারিখ: ২৬ নভেম্বর, ২০২৪ তারিখ (সকাল ১০:০০ ঘটিকা)
আবেদনের শেষ তারিখ: ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ (বিকাল ০৫:০০ ঘটিকা)
অনলাইনে আবেদনের লিঙ্ক: http://dlrs.teletalk.com.bd/

এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

19 জনের মতামত “ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | আবেদন শুরু ৬ অক্টোবর

  1. পরিক্ষা কবে হবে অফিস সহায়ক এর? ২য় এসএমএস আসবে কবে?

    1. এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছেনা। পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়া মাত্র আমরা নোটিশের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিবো।

      ধন্যবাদ।

    1. এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছেনা। পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়া মাত্র আমরা নোটিশের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিবো।

      ধন্যবাদ।

    1. এক্সাম কবে নাগাদ হতে পারে তা এখনো ঘোষণা আসেনি।

    1. পরীক্ষা বাতিল নিয়ে অফিসিয়াল কোন ঘোষণা আসেনি। কোন প্রকার ঘোষণা এলে আমরা আমাদের পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানিয়ে দিব।

  2. আমি অফিস সহায়ক এ আবেদন করছি এখন ও এসএমএস আসেনি না আসলে আমি কিভাবে পরীক্ষা দিব বা এডমিট ডাউনলোড করব যদি জানাতেন

    1. আবেদনের পর কনফার্মেশন মেসেজ না এলে কাইন্ডলি যেখান থেকে আবেদন করেছিলেন সেখানে রিচেক করে দেখুন আপনার আবেদনটি ঠিকভাবে সম্পন্ন হয়েছিল কিনা।

  3. রেকর্ড কিপার; খারিজ সহকারী পদে পরীক্ষা কি শুধু রিটেন হবে না কি প্রিলি ও রিটেন দুইটাই হবে?

    1. ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ অধিদপ্তরে কর্মচারি নিয়োগ বিধিমালা ২০২৩ অনুযায়ী সকল পদের নিয়োগ পরীক্ষার জন্যই চাকরি প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তবে বিশেষ কিছু টেকনিক্যাল পদের জন্য প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

      বিস্তারিত জানতে কাইন্ডলি লিঙ্কে দেয়া আর্টিকেলটি চেক করুন- https://web.livemcq.com/blog/vumi-record-o-jorip-odhidoptor-job-preparation-online/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।