ব্লগJob Circularsবাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত

বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত

প্রিয় চাকরি প্রার্থীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে বিশাল সংখ্যক শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ২০২৫ সালভিত্তিক সাব ইন্সপেকটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৫ অক্টোবর ২০২৪ তারিখে থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে যা ২০ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

সাব ইন্সপেক্টর পদে আবেদনের যোগ্যতা:

বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৯-২৭ বছরের মধ্যে হতে হবে। (তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য)
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম স্নাতক ডিগ্রি
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (শিক্ষানবিশকাল শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে)

শারীরিক যোগ্যতা:

বিবরণপুরুষ প্রার্থীনারী প্রার্থী
উচ্চতামেধা কোটার ক্ষেত্রে শারীরিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি; বা ১.৬৭৬৪ মিটারকমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার
বুকের মাপস্বাভাভিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২৮ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটারপ্রযোজ্য নয়
ওজনবয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে।বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি৬/৬৬/৬

এক নজরে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত | এস আই নিয়োগ বিজ্ঞপ্তি

সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগের প্রক্রিয়া সাধারনত ৬ টি ধাপে হয়ে থাকে এবং প্রতিটি ধাপ সফলভাবে অতিক্রম হওয়ার পরেই একজন প্রার্থী চূড়ান্তভাবে মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত হন। ধাপগুলো হল –

১। প্রথমে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান এবং ডিগ্রী বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং প্রার্থীক দৈহিক উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা (Physical Endurance Test – PET) এর জন্য বাছাই করা হয়।

২। দ্বিতীয় ধাপে প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার (Physical Endurance Test – PET) তে উত্তীর্ণ হতে হয় এবং পরবর্তী ধাপে অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়।

৩। তৃতীয় ধাপে প্রার্থীকে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী পরিবর্তী ধাপ অর্থাৎ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়।

৪। চতুর্থ ধাপে প্রার্থীকে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রগন করতে হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হন।

৫। পঞ্চম ধাপকেই বাছাই প্রক্রিয়ার শেষ ধাপ বলে বিবেচনা করা হয় অর্থ্যৎ এই ধাপে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থী পরবর্তী ধাপ অর্থাৎ মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন প্রাপ্ত হয়।

৬। সফলতার সাথে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন সহ অন্যান্য সুবিধাদি প্রদানের শর্তে শিক্ষানবিশ ক্যাডেট / সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্র পদে নিয়োগ প্রাপ্ত হয়।

উপযুক্ত পুরুষ ও নারী প্রার্থীরা http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে সাব ইন্সপেক্টর অব বাংলাদেশ পুলিশ বা এস আই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আরও দেখুন: ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত হওয়া সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তাত্বিক পরীক্ষার প্রশ্ন

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী

প্রথম ধাপ:

 http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test-এর জন্য আবেদন ফরম পূরণ করতে হবে।

২। অনলাইনে আবেদনের সময়সীমা ০৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ ১০.০০ ঘটিকা হতে ২০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে;

৩। আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি USER ID পাবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ) টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে;

৪। অনলাইন আবেদন ফরমে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে

আপলোড করতে হবে;

৫। আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;

৬। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে; ২.১.৭ অনলাইনে আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহিত হবে না।

দ্বিতীয় ধাপ:

প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে;

প্রথম এসএমএস (SMS): SIP<space>USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে; Example: SIP ABCDEF

Reply: “Applicant’s Name”, TK 40/- will be charged as service charge for PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Application. Your PIN NUMBER is xxxxxxxxxx (10 digits). To pay fee, type SIP<space>YES<space>PIN NUMBER & Send to 16222.

দ্বিতীয় এসএমএস (SMS): SIP<space>YES<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

Example: SIP YES XXXXXXXXXX

Reply: Congrats! “Applicant’s Name”, Your payment has been completed successfully for the application of PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Examination 2024. USER ID is (ABCDEF) and PASSWORD is (xxxxxxxxxx).

হেল্পলাইন:

১। যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস (SMS) পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করতে পারবে;

ক. USER ID জানা থাকলে SIP<space>HELP<space>USER<space>USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

Example: SIP HELP USER ABCDEF

খ. PIN NUMBER জানা থাকলে SIP<space>HELP<space>PIN<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

Example: SIP HELP PIN xxxxxxXXXX

২। অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ নম্বরে কল করে প্রথমে ৮ অতঃপর ১-এ Press করে এজেন্টের মাধ্যমে এবং প্রয়োজনে অন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর হতে ০১৫০০১২১১২১ নম্বরে সরাসরি কল করে সহযোগিতা নেয়া যাবে।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

32 জনের মতামত “বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত

  1. আমরা যারা অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা দিয়েছি, রেজাল্ট পাবলিশ হয়নি এখনো, তারা কি অ্যাপেয়ার্ড দিয় আবেদন করতে পারবোনা?

    1. এস আই পদে অ্যাপেয়ার্ড দিয়ে আবেদনের সুযোগ নেই। অনার্সের রেজাল্ট পাবলিশের পর আবেদন করতে পারবেন।

  2. এইনিয়োগ টা কোন কোন জেলার লোক আবেদন করতে পারবে

    1. যেহেতু সার্কুলারে নির্দিষ্ট কোনো জেলার বিষয়ে উল্লেখ নেই,সেক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  3. ৫ ফুট ৬ ইন্চি উচ্চতার জন্য ওজন কত হলে ভাল হয়

    1. উচ্চতা থাকলেই হয়; ওজন নির্দিষ্টভাবে উল্লেখ করা নেই। তবে আপনার স্থুলতা না থাকলে কোনো সমস্যা হবে না।

    2. আমার উচ্চতা ৬ ফুট,,, তবে আমার ওজন উচ্চতা এর তুলনায় অনেক কম । সিলেক্টেড হওয়ার সুযোগ আছে ?

      1. বাকি সকল দিক ঠিক থাকলে আপনার উচ্চতার সাথে ওজনের কিছুটা পার্থক্য হলেও আশা করি সমস্যা হবেনা।

  4. আমার ডিগ্রি কম্পলিট,,আমি কি আবেদন করতে পারব?

    1. সংশ্লিষ্ট ওয়েবসাইট হতে উক্ত সার্কুলারটি আপডেট করা হয় নি তাই ২০২৩ এর সার্কুলার দেখতে পাচ্ছেন।
      আপনি Application Form এ ক্লিক করে আবেদন সম্পন্ন করে নিতে পারেন।

  5. আসসালামুয়ালাইকুম।
    আমি অনলাইন আবেদন করতে চাই কিন্তু এখন ১৫ই অক্টোবর আমি কি আবেদন করতে পারবো

    1. জি আপনি আজ আবেদন করতে পারবেন। আবেদন শেষ তারিখ ২০ অক্টোবর, ২০২৪ পর্যন্ত।

    1. অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে।

    1. আবেদনের যোগ্যতা অনুযায়ী অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে।

    1. আবেদনের সময়সীমা ২০ অক্টোবর, ২০২৪ অবধি ছিল।

    1. সার্কুলারে সাঁতার নিয়ে কোন শর্ত উল্লেখ করা হয়নি।

  6. আস্সালামুআলাইকুম, আশা করি ভালো আছেন স্যার, 2025 সালে নতুন নিয়োগ (এসআই) সংক্রান্তে কোন তথ্য থাকলে জানাবেন দয়া করে এবং আপনাদের মাধ্যমে কোন কোসিং করার ব্যবস্থা আছে কিনা এ বিষয়ে একটু জানাবেন।

    1. ওয়ালাইকুম আসসালাম।
      এস.আই. নিয়োগ ২০২৫ এর সার্কুলারে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। নতুন করে সার্কুলার প্রকাশিত হলে আমাদের Live Written অ্যাপে কোর্স দেয়া হবে। আপনি এখন থেকে প্রস্তুতি শুরু করতে চাইলে বিগত সালের প্রশ্নপত্রগুলো ফলো করতে পারেন। ধন্যবাদ।

  7. ভায়া, আমি ৩বছর মেয়াদি ডিগ্রি পাস কোর্স পড়সি, এবার ফাইনাল মানে ৩য় বর্ষে,
    আমি কি রেজাল্ট এর পর এসআই এর জন্য আবেদন করতে পারব?

    1. এটি ২০২৫ সালে এস আই পদে নিয়োগের লক্ষ্যে ২০২৪ সালের প্রকাশিত সার্কুলার। এ বিজ্ঞপ্তি অনুসারে এখন আবেদনের সুযোগ নেই। ইতোমধ্যে ২০২৫ এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়ে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ চলছে। পরবর্তী সার্কুলার প্রকাশিত হলে যোগ্যতা অনুসারে আবেদন করতে পারবেন।
      ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।