৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

প্রিয় চিকিৎসক বন্ধুগণ, ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। আপনারা জানেন সম্প্রতি ৪৮তম স্পেশাল বিসিএস [স্বাস্থ্য]-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৩ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে এবং চলতি বছরের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১১ জুলাইয়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সুতরাং, হাতে প্রস্তুতির জন্য একেবারেই সময় কম।
স্পেশাল বিসিএসে লিখিত পরীক্ষা থাকে না—প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলেই সরাসরি ভাইভায় অংশগ্রহণ করা যায়। প্রিলির ফল ভাইভার সঙ্গে যুক্ত হয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে। ৪৮তম বিসিএসের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাই ৪৮তম স্পেশাল বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য গোছানো ও সুন্দর প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অতি অল্প সময়ে সাজানো প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপের স্পেশাল বিসিএস বাটনে ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন প্রকাশিত হয়েছে। লাইভ পরীক্ষা, ক্লাস, গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস, ৪২ ও ৩৯তম স্পেশাল বিসিএসের আর্কাইভ, সার্বক্ষণিক মেন্টর সাপোর্টের সমন্বয়ে এই স্টাডিপ্ল্যান সাজানো হয়েছে।
৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিনে থাকছে
- মোট লাইভ পরীক্ষা: ৫৯টি
- — সাধারণ অংশের পরীক্ষা: ২৭টি (সাবজেক্ট ফাইনালসহ)
- — মেডিকেল অংশের পরীক্ষা: ২৭টি (সাবজেক্ট ফাইনালসহ)
- — ২০০ মার্কের ফুল মডেল/মক টেস্ট: ৫টি
- লাইভ পরীক্ষা শুরু: ১ জুন, ২০২৫
- মোট ভিডিও ক্লাস: ২৬৫টি (রেকর্ডেড: ২২৮ — জেনারেল: ২০০, মেডিকেল: ২৮)
- নতুন ক্লাস: ৩৭টি (জেনারেল: ১৫, মেডিকেল: ২২)
- স্পেশাল বিসিএস আর্কাইভের প্রশ্ন: ১৫,০০০+
- সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট
৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন PDF Download
৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Section → রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
আশা করি নতুন এই স্টাডি প্ল্যান আপনার ৪৮তম স্পেশাল বিসিএসের প্রস্তুতিকে শাণিত করে এক ধাপ এগিয়ে নিতে সহায়তা করবে। ৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] প্রস্তুতি হোক দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে!



