প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। ১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। ১০০ দিনে বিসিএসের প্রস্তুতির জন্য এই রুটিনে প্রতি সপ্তাহে সাবজেক্ট ফাইনাল আকারে ১টি করে পরীক্ষা হয়। এই রুটিনে সাবজেক্ট ফাইনালের আগে সম্পূর্ণ বিষয়টিকে ভেঙে দুইটি পরীক্ষা নেয়া হবে। প্রতি সপ্তাহেই যথারীতি একটি করে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনেকেই একসাথে এক সাবজেক্ট সম্পন্ন করে প্রস্তুতি নিতে স্বাচ্ছদ্যবোধ করে থাকেন। যারা ইতোমধ্যে ১/২ বার বিসিএসের সিলেবাস সম্পন্ন করেছেন বা চাকরির পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আদর্শ প্রস্তুতির মাধ্যম হতে পারে এই রুটিনটি। তাছাড়া বিষয়ভিত্তিক প্রস্তুতির পরীক্ষাগুলো নতুন বা পুরাতন সকলেই অংশ নিতে পারেন। লাইভ পরীক্ষা দিয়ে পরবর্তীতে ফলাফল প্রকাশের পর উত্তর ও ব্যাখ্যা দেখে রাখুন। এতে নিজের ভুলগুলো দেখার পাশাপাশি নতুন তথ্য জানতে পারবেন, যা আপনার প্রস্তুতিকে আরো শক্তিশালী করে তুলবে।

আমাদের পরামর্শ থাকবে, এই বাটনের সকল পরীক্ষায় অংশগ্রহনের পাশাপাশি অন্যান্য বাটন যেমন – সাপ্তাহিক ফ্রি মডেল টেস্ট, নতুনদের বিসিএস প্রস্তুতি (২০০ দিনে পুরো সিলেবাস), বিষয়ভিত্তিক মিক্সড প্রস্তুতি (১৪০ দিনে পুরো সিলেবাস) প্রভৃতি বাটনের পরীক্ষাগুলোতে যত বেশি সম্ভব অংশ নিন। ফলাফল দেওয়ার পর অবশ্যই ব্যাখ্যাসহ পুরো প্রশ্নপত্রটি দেখে নিবেন।

১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-
  • মোট পরীক্ষার সংখ্যা: ৩৫টি।
  • লাইভ পরীক্ষা শুরু: ২ নভেম্বর, ২০২৪
  • মোট ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF: ৬১৫টি।
  • আর্কাইভের প্রশ্ন: ৪.২ লাখ [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
Live MCQ সাবজেক্ট কেয়ার বাটনে বিসিএস পরীক্ষার সকল সাবজেক্টের উপর ভিডিয়ো ক্লাস ও লাইভ পরীক্ষা রয়েছে।

১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড

১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন 

নিয়মিত বই পড়ার পাশাপাশি কোন বাটনের পড়া না হলেও প্রশ্ন এবং ব্যাখ্যা দেখে রাখলে কিছু ব্যাপার মাথায় থেকে যাবে। প্রিলিমিনারিতে ১/২টা প্রশ্নও অবিশ্বাস্য রকমের গুরুত্বপূর্ণ হয়ে উঠে। তাই, পাশ ফেল নিয়ে এতো না ভেবে পরীক্ষা দিতে থাকবেন।

আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দিবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
Install Live MCQ App