প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। কয়েক দফা পেছানোর পর পিএসসির সর্বশেষ ঘোষণা অনুসারে, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ভালোভাবে রিভিশন করতে গেলে এই সময়টা দেখতে দেখতেই কেটে যাবে। তাই এখন সময়ের হিসাব ধরে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

আপনাদের প্রস্তুতির আরো গোছানো ও সময়োপযোগী করার জন্য Live MCQ অ্যাপে চলমান রুটিনগুলো নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। এরই অংশ হিসেবে ১০০ দিনে বিসিএসের প্রস্তুতির নতুন রুটিন দেওয়া হচ্ছে। এই রুটিনে থাকছে প্রতি সপ্তাহে একটি সাবজেক্ট ফাইনাল টেস্ট [বিষয়ভিত্তিক সম্পূর্ণ সিলেবাস] এবং সাপ্তাহিক সম্পূর্ণ সিলেবাস পরীক্ষার আগে ২টি টপিকভিত্তিক প্রস্তুতি টেস্ট।

এই রুটিনটি মূলত চাকরিজীবী কিংবা ব্যস্ত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। যারা ইতোমধ্যে ১-২ বার বিসিএস সিলেবাস শেষ করেছেন, যারা একসাথে এক সাবজেক্ট শেষ করে প্রস্তুতি নিতে চান এবং যাদের পরীক্ষার জন্য শুধুমাত্র উইকেন্ড ফ্রি থাকে।

১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-

  • মোট পরীক্ষার সংখ্যা: ৩৬টি।
  • লাইভ পরীক্ষা শুরু: ১৪ জুন, ২০২৫
  • মোট ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF: ১০০০+
  • আর্কাইভের প্রশ্ন: ৫ লাখ+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
  • 24/7 Career Consultancy!
  • স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুম-সহ অসংখ্য স্টাডি সহায়ক প্রিমিয়াম ফিচার!
Live MCQ সাবজেক্ট কেয়ার বাটনে বিসিএস পরীক্ষার সকল সাবজেক্টের উপর ভিডিয়ো ক্লাস ও লাইভ পরীক্ষা রয়েছে।

১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড

১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন 

নিয়মিত বই পড়ার পাশাপাশি কোন বাটনের পড়া না হলেও প্রশ্ন এবং ব্যাখ্যা দেখে রাখলে কিছু ব্যাপার মাথায় থেকে যাবে। প্রিলিমিনারিতে ১/২টা প্রশ্নও অবিশ্বাস্য রকমের গুরুত্বপূর্ণ হয়ে উঠে। তাই, পাশ ফেল নিয়ে এতো না ভেবে পরীক্ষা দিতে থাকবেন।

আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দিবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
Install Live MCQ App