ব্লগRoutine১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। কয়েক দফা পেছানোর পর পিএসসির সর্বশেষ ঘোষণা অনুসারে, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ভালোভাবে রিভিশন করতে গেলে এই সময়টা দেখতে দেখতেই কেটে যাবে। তাই এখন সময়ের হিসাব ধরে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

আপনাদের প্রস্তুতির আরো গোছানো ও সময়োপযোগী করার জন্য Live MCQ অ্যাপে চলমান রুটিনগুলো নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। এরই অংশ হিসেবে ১০০ দিনে বিসিএসের প্রস্তুতির নতুন রুটিন দেওয়া হচ্ছে। এই রুটিনে থাকছে প্রতি সপ্তাহে একটি সাবজেক্ট ফাইনাল টেস্ট (বিষয়ভিত্তিক সম্পূর্ণ সিলেবাস) এবং সাপ্তাহিক সম্পূর্ণ সিলেবাস পরীক্ষার আগে ২টি টপিকভিত্তিক প্রস্তুতি টেস্ট।

এই রুটিনটি মূলত চাকরিজীবী কিংবা ব্যস্ত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—যারা ইতোমধ্যে ১–২ বার বিসিএস সিলেবাস শেষ করেছেন, একসাথে এক সাবজেক্ট শেষ করে প্রস্তুতি নিতে চান এবং যাদের পরীক্ষার জন্য শুধুমাত্র উইকেন্ড ফ্রি থাকে।

১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে

  • মোট পরীক্ষার সংখ্যা: ৩৬টি
  • লাইভ পরীক্ষা শুরু: ১৪ জুন, ২০২৫
  • মোট ভিডিও ক্লাস ও লেকচার PDF: ১০০০+
  • আর্কাইভের প্রশ্ন: ৫ লাখ+ (অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ)
  • 24/7 Career Consultancy!
  • স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুম—সহ অসংখ্য স্টাডি-সহায়ক প্রিমিয়াম ফিচার!

Live MCQ সাবজেক্ট কেয়ার বাটনে বিসিএস পরীক্ষার সকল সাবজেক্টের উপর ভিডিও ক্লাস ও লাইভ পরীক্ষা রয়েছে।

১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড

১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

নিয়মিত বই পড়ার পাশাপাশি কোনো বাটনের পড়া না হলেও প্রশ্ন এবং ব্যাখ্যা দেখে রাখলে অনেক বিষয় মনে থাকবে। প্রিলিমিনারিতে ১–২টা প্রশ্নও অবিশ্বাস্য রকম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে—তাই পাশ/ফেল নিয়ে বেশি না ভেবে পরীক্ষা দিতে থাকুন।

আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দেবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।