৪৮তম বিসিএস সহকারী সার্জন এর সংরক্ষিত ৩৮০টি পদের ফলাফল

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস সহকারী সার্জন এর সংরক্ষিত ৩৮০টি পদের ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত ৪৮তম বিশেষ বিসিএস এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায় ও আদেশের মাধ্যমে ৪৮তম বিশেষ বিসিএস এর আওতাধীন সহকারী সার্জন এর ৩৮০টি সংরক্ষিত পদে মনোনীত প্রার্থী নির্বাচন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয় যে, দুজন প্রার্থীর দাখিলকৃত কাগজপত্রে ঘাটতি থাকায় বাতিলকৃত দুজন প্রার্থীর স্থানে নতুন দুজন প্রার্থী মনোনীত করা হয়েছে। এছাড়াও বিএমডিসির সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকার কারণে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ৩২ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য কিছু বিশেষ নির্দেশনাসমূহ:
১. বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা–২০১৪ অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত ঘোষণা এবং সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর সরকার আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করবে।
২. যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত রয়েছে, কমিশন নির্ধারিত তারিখের মধ্যে প্রয়োজনীয় সনদ, তথ্য বা নথি উপস্থাপনের নির্দেশ যথাসময়ে তাদের জানানো হবে।
৩. সাময়িকভাবে মনোনীত কোনো প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য প্রদান, গুরুত্বপূর্ণ তথ্য গোপন, জাল বা বিকৃত সনদ দাখিল, কিংবা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিতে অনিয়ম করে থাকে, তাহলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
৪৮তম বিসিএস সহকারী সার্জন এর সংরক্ষিত ৩৮০টি পদের ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি





