৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল । 49th BCS Written Exam Result

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক গৃহীত গত ১০ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) (49th Special BCS Education) পরীক্ষায় ১২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন। ৪৯তম স্পেশাল বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর, ২০২৫ তারিখ থেকে শুরু হবে বলেও জানানো হয়েছে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে জানানো হবে।
পিএসসির তথ্যানুসারে এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন। সে হিসেবে প্রতিটি পদের বিপরীতে গড়ে ৪৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। এ বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারের মোট ৬৮৩টি পদে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। চলতি বছরের ২১ জুলাই, ২০২৫ তারিখে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিলো। বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীর হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ। পরীক্ষায় মোট অংশগ্রহন করেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী।
বিষয়ভিত্তিক উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা:
| বিষয় | উত্তীর্ণ |
| বাংলা | ৯৯ |
| ইংরেজি | ১০২ |
| রাষ্ট্রবিজ্ঞান | ৯৬ |
| দর্শন | ৫০ |
| অর্থনীতি | ৬৬ |
| প্রাণিবিদ্যা | ৩০ |
| ইতিহাস | ৫০ |
| সমাজকল্যাণ | ৪১ |
| রসায়ন | ৫০ |
| ইসলাম শিক্ষা | ৪৩ |
| ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ৫১ |
| পদার্থবিদ্যা | ৪০ |
| সমাজবিজ্ঞান | ৩০ |
| গণিত | ৫৯ |
| ভূগোল | ৫০ |
| হিসাববিজ্ঞান | ৫১ |
| মার্কেটিং | ২০ |
| ব্যবস্থাপনা | ৪৯ |
| ফিন্যান্স ও ব্যাংকিং | ৩৫ |
| মনোবিজ্ঞান | ২০ |
| কৃষিবিজ্ঞান | ১৩ |
| পরিসংখ্যান | ২৯ |
| সংস্কৃত | ১৪ |
| গার্হস্থ্য অর্থনীতি | ২৮ |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ৪৪ |
| খাদ্য ও পুষ্টি | ৫ |
| শিক্ষা | ১৫ |
| উদ্ভিদবিদ্যা | ৩৯ |
| মোট উত্তীর্ণ | ১২১৯ |



