ব্লগJob Circularsপ্রাথমিক শিক্ষক নিয়োগ ২য় ধাপের পরীক্ষার তারিখ ২০২৪

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২য় ধাপের পরীক্ষার তারিখ ২০২৪

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২য় ধাপের পরীক্ষার তারিখ ২০২৪ প্রাথমিক শিক্ষক নিয়োগ ২য় ধাপের পরীক্ষার তারিখ primary 2nd step exam date 2024

আজ ২৫ জানুয়ারি, ২০২৪ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সহকারি শিক্ষক নিয়োগ ২০২৩” এর ২য় গ্রুপের (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ) আওতায় থাকা জেলাসমূহে লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ ২য় ধাপের পরীক্ষা আগামী ০২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।

এই বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, আগামী ২৬ জানুয়ারি, ২০২৪ থেকে উক্ত বিভাগের আওতাধীন জেলাসমূহের পরীক্ষার্থীগণ admit.dpe.gov.bd-ওয়েবসাইট থেকে ব্যক্তিগত Username ও Password অথবা এসএসসি পরীক্ষার রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই বিষয়ে তথ্য জানিয়ে যথাসময়ে প্রার্থীদের আবেদনে উল্লেখ করা মোবাইল নম্বরে ০১৫৫২-১৪৬০৫৬-এই নম্বর থেকে এসএমএস পাাঠানো হবে।

পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীকে অবশ্যই এডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি এবং নিজের মূল জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড পরীক্ষার হলে সাথে রাখতে হবে।

এছাড়া এই বিজ্ঞপ্তিতে ২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত সময়কালে অনুষ্ঠিতব্য পরীক্ষার জন্য পরীক্ষার্থীদেরকে সকাল ০৮:৩০ ঘটিকার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। পরীক্ষার কেন্দ্রে কোন পরীক্ষার্থী কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রানিক হাতঘড়ি বা যেকোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস, জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড ছাড়া অন্য কোন প্রকার ডেবিট কার্ড অথবা অন্য কোন কার্ড বা এ জাতীয় বস্তু সাথে রাখতে পারবেন না। যদি কারো কাছে এমন কিছু পাওয়া যায় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা থেকে বহিস্কার করা সহ তার বিরুদ্ধে প্রচলিত আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে বলেও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এক্ষেত্রে উল্লেখ থাকে যে, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের আওতাভুক্ত জেলাসমূহের পরীক্ষার্থীরা তাদের নিজ জেলাতেই এই পরীক্ষায় অংশ নেবার সুযোগ পাবেন এবং ২য় গ্রুপের পরীক্ষাটিতে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩৯,৪৪৩ জন।

Primary 2nd Step Admit Card Download Link: http://dpe.teletalk.com.bd/admitcard/

Admit Card Available from: 26-01-2024

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।