সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি

প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনাদের জন্য সুসংবাদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যাতীত নন-ক্যাডার পদ এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত / আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষার ফি পুনঃনির্ধারন করা হয়েছে। ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে তথ্যটি নিশ্চিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অধীনে থাকা অর্থ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী নতুন পরীক্ষা ফি
| পদের গ্রেড | পরীক্ষা ফি হার (টাকা) |
|---|---|
| ৯ম গ্রেড বা তদুর্ধ (নন ক্যাডার) | ২০০/- (দুইশত টাকা) |
| ১০ম গ্রেড | ২০০/- (দুইশত টাকা) |
| ১১তম থেকে ১২তম গ্রেড | ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) |
| ১৩তম গ্রেড | ১০০/- (একশত টাকা) |
| ১৭তম – ২০তম গ্রেড | ৫০/- (পঞ্চাশ টাকা) |
| সকল গ্রেড (অনগ্রসর নাগরিক) | ৫০/- (পঞ্চাশ টাকা) |
এক নজরে প্রজ্ঞাপন (DFlip)
পুনঃনির্ধারিত ফি সংক্রান্ত শর্তাবলি
- ক) টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে পরীক্ষা ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০% কমিশন হিসেবে টেলিটককে প্রদান করা যাবে এবং কমিশনের ১৫% ভ্যাট দিতে হবে। উদাহরণ: ১৩–১৬ গ্রেডে নির্ধারিত ১০০ টাকার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ টাকা কমিশন এবং ১.৫ টাকা ভ্যাট—সর্বোচ্চ আদায়যোগ্য মোট = ১০০ + ১০ + ১.৫ = ১১২ টাকা।
- খ) টেলিটক কর্তৃক ফি গ্রহণের পরবর্তী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদান করবে; প্রতিষ্ঠানটি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনে নিজস্ব হিসাবে জমা করতে পারবে)।
- গ) অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষা ফি চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে; স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারে গ্রহণ করতে পারবে।
- ঘ) পরীক্ষা ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৩-ডিজিট প্রাতিষ্ঠানিক কোড ও নতুন ৭-ডিজিট অর্থনৈতিক কোড
1422326এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে। - ঙ) কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালান (টিআর ফরম) ব্যবহার করলে “প্রাতিষ্ঠানিক কোড (৪ অঙ্ক) – পরিচালনা কোড (৪ অঙ্ক) – অর্থনৈতিক কোড (২০৩১)” স্কিমে জমা করতে হবে।



