৪৩তম বিসিএস নতুন প্রজ্ঞাপন জারি । বাদ পড়েছেন ১৬৮ জন প্রার্থী

প্রিয় চাকরির প্রার্থীগণ ৪৩তম বিসিএস নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। নতুন প্রজ্ঞাপন অনুসারে বাদ পড়েছেন ১৬৮ জন প্রার্থী। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৬ জন, পররাষ্ট্র ক্যাডারে ৩ জন এবং পুলিশ ক্যাডারে ৮ জন প্রার্থী বাদ দেওয়া হয়েছে বলে জানা যায়। ৪৩তম বিসিএস নতুন প্রজ্ঞাপন অনুসারে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন মোট ১,৮৯৬ জন প্রার্থী। গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে পিএসসি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর পূর্বে ৪৩ বিসিএস থেকে ২,১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। পরবর্তীতে ১৫ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ২,০৬৪ জন প্রার্থী নিয়োগ দেওয়া হয় এবং বিভিন্ন ক্যাডারে ৯৯ জন প্রার্থীর সুপারিশ বাতিল করা হয়। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে মোট বাদ পড়েছেন ২৬৭ জন প্রার্থী।



