ব্লগDefault Category১৬৪টি পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫

১৬৪টি পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠপর্যায়ের দপ্তরসমূহে নিয়োগের লক্ষ্যে গত ২৪ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ১৫৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

এর মধ্যে, সহকারি লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদে ১২২ জন, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (Stenographer Cum Computer Operator) পদে ৯৪ জন, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক (Upper Division Assistant Cum Accountant) পদে ১২৯৯ জন এবং সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (Steno Typist Cum Computer Operator) পদে ২৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।