ব্লগBCS CircularJob Circulars৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ । 49th Special BCS (Education) Circular 2025

৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ । 49th Special BCS (Education) Circular 2025

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। এই বিসিএসের এর মাধ্যমে সরকার শিক্ষাখাতে ৬৮৩ জন নতুন শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। ২১ থেকে ৩২ বছরের মধ্যে প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। ২১ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও দেখুন: বিসিএস সংক্রান্ত সকল প্রশ্ন এবং উত্তর জানুন
আরও দেখুন: ৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন – সম্পূর্ণ গাইডলাইন

৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য:

  • পদ সংখ্যা: ৬৮৩টি।
  • আবেদনের সময়সীমা: ২২ জুলাই – ২২ আগস্ট, ২০২৫
  • আবেদনের বয়সসীমা: ২১ – ৩২ বছর [১ জুলাই, ২০২৫ থেকে]
  • আবেদন ফি: ২০০ টাকা [কোটা থাকলে – ৫০ টাকা]
  • আবেদনের লিঙ্ক: http://bpsc.teletak.com.bd/

৪৯তম বিশেষ বিসিএস শিক্ষা বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন । 49th Special BCS Education Circular 2025

৪৯তম বিসিএস (শিক্ষা) ২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি প্রত্যাহার সংক্রান্ত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি

৪৯তম স্পেশাল বিসিএস [শিক্ষা]-এর ফরম পূরণের নির্দেশনা

পরীক্ষার কাঠামো: কীভাবে মূল্যায়ন হবে?

মোট নম্বর: ৩০০

  • লিখিত (MCQ) পরীক্ষা: ২০০ নম্বর
  • মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর

লিখিত (MCQ Type) পরীক্ষার বিষয়ভিত্তিক বণ্টন (সর্বমোট- ২০০ নম্বর):

  • সাধারণ বিষয়সমূহ: ১০০ নম্বর

  • সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়: ১০০ নম্বর

পরীক্ষার সময়: ২ ঘণ্টা
নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে

লিখিত পরীক্ষা (MCQ Type) অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ

৪৯তম বি.সি.এস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (MCQ Type)-২০২৫ সালের অক্টোবর মাসের ১ম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

প্রস্তুতির সঠিক সময় এখন!

  • যারা শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার গড়তে চান, এখনই সঠিক সময় প্রস্তুতি শুরু করার।
  • সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন।
  • বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন।
  • MCQ অংশে সময় ম্যানেজমেন্ট অনুশীলন করুন।

শেষ কথা

৪৯তম স্পেশাল বিসিএস ২০২৫ শিক্ষা ক্যাডারে চাকরি প্রার্থীদের জন্য একটি গোল্ডেন অপারচুনিটি। সময় অপচয় না করে, এখনই প্রস্তুত হন এবং স্বপ্নের সরকারি চাকরির পথে এগিয়ে যান Live MCQ এর সাথে।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

61 জনের মতামত “৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ । 49th Special BCS (Education) Circular 2025

  1. IER (শিক্ষা ও গবেষণা ইন্সিটিউট, Faculty of Education) থেকে B.Ed(Hon’s) করা, কোনো শিক্ষার্থীর ৩০০মার্কস এর পদার্থ, রসায়ন, গণিত থাকলে, এই বিষয়গুলো তেওঁ কী আবেদন করতে পারব?
    কোন পদের জন্য আবেদন করতে পারবো?

    একটু বিস্তারিত বললে বললে খুবই উপকৃত হবো

    1. সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়কোড থাকলে আপনি আবেদন করতে পারবেন। অনুগ্রহ করে সার্কুলার থেকে শিক্ষাগত যোগ্যতার কোড চেক করুন।

      1. প্রিপারেশ নাই তেমন
        কোন সিলেবাস দিবে কি নাকি নরমাল বিসিএস এর মতই যেকোন জায়গা থেকে প্রশ্ন থাকবে?

        1. স্পেশাল বিসিএসের জন্য সিলেবাস অলরেডি দেয়া হয়েছে। Live MCQ অ্যাপের পিডিএফ সেকশনের “রুটিন, সিলেবাস ও কারিকুলাম” অপশনটি চেক করে দেখুন।

  2. সংশ্লিষ্ট বিষিয়ের সিলেবাস কি রিটেনের সিলেবাস হবে? গণিতের ১০০ নম্বরের সিলেবাস কিভাবে পাব?

    1. পিএসসি থেকে নতুন সিলেবাস দেয়া হলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। ধন্যবাদ।

  3. কয়েক জায়গায় দেখলাম ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা শিক্ষার্থী ৪৯তম বিশেষ বিসিএসে অংশ নিতে পারবে। এই কথাটি কতটুকু সত্য ? সত্য হলে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (code 338) থেকে পাস করা শিক্ষার্থী কোন সাবজেক্টের জন্য ট্রাই করবে? একটু জানালে উপকৃত হব।

    1. Bio-Medical Engineering থেকে আবেদনের সুযোগ নেই ভাইয়া।

  4. বিসিএস যাত্রায় আমি নতুন আমার প্রশ্ন হচ্ছে

    সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় বলতে আসলে কি বুঝায়?

    আমার ক্ষেত্রে প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদের জন্য শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড ৩০৬ এর বিপরীতে লিখিত পরীক্ষার পদ সংশ্লিষ্ট বিষয় কোড ৮৯২।

    সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়ে ১০০ নম্বর এর প্রস্তুতির জন্য কী করব বুঝতেছি নাহ

    1. প্রভাষক ক্যাডারের সংশ্লিষ্ট বিষয় হচ্ছে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – বিষয়ের উপর ১০০ মার্ক থাকবে।
      এর জন্য পিএসসি কর্তৃক আলাদাভাবে সিলেবাস প্রদান করা হবে। সিলেবাস প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের পেইজ ও গ্রুপের পোস্টের মাধ্যমে জানানো হবে। কাইন্ডলি নিয়মিত পোস্টগুলো খেয়াল রাখুন।

      1. ICT এর জন্য EEE থেকে পাশ করা যারা তারা আবেদন করতে পারবে?

          1. শিক্ষা প্রশাসন বিভাগ থেকে অনার্স কমপ্লিট করা। আমি কি আবেদন করতে পারবো?

          2. অনুগ্রহ করে সার্কুলারে উল্লিখিত বিষয় কোড দেখুন।

    1. না ভাইয়া। সিলেবাস প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

    1. প্রভাষক (ইংরেজি) শূন্য পদের সংখ্যা – ৫০ টি। আর প্রিলিতে ২০০ মার্কের মধ্যে (১০০ মার্ক) সাবজেক্টিভ MCQ থাকবে।

    1. সর্বনিম্ন সিজিপিএ ২.০০ হলেই আবেদন করা যাবে।

      1. সার্কুলারে সাবজেক্ট কোড সহ বিষয়ের নাম উল্লেখ করা আছে; যারা ৪৯তম বিসিএসে আবেদন করতে পারবেন। অনুগ্রহ করে আপনার বিষয় কোডটি উল্লেখ আছে কিনা মিলেয়ে দেখুন।

    2. Bsc Information and communication Engineering sunject (Code 374) theke 49th bcs e apply korte parbo?

  5. প্রাণিবিদ্যার ১০০ নম্বরের সিলেবাস টা কিভাবে পাবো?

    1. অনুগ্রহ করে Live MCQ অ্যাপের PDF Section থেকে ” রুটিন, সিলেবাস ও কারিকুলাম” অপশনটি চেক করুন। সিলেবাস পেয়ে যাবেন।

      1. এপ্লাইড কেমিস্ট্রি কি কেমিস্ট্রির আন্ডারে আবেদন করতে পারবে?

  6. স্যার বিষয়ভিত্তিক কোশ্চেন টা কি বাংলা ভার্সন এ হবে নাকি ইংলিশ ভার্সন এ হবে ??( ইকোনোমিক্স )

  7. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য কম্পিউটার সায়েন্সের সিলেবাস ইংলিশে দেয়া হয়েছে। পোস্ট রিলেটেড ১০০ কুইশ্চেন কি বাংলায় হবে নাকি ইংলিশে?

    1. এই বিষয়ে পিএসসি থেকে কোন স্পষ্ট নির্দেশনা দেয়া হয়নি।
      তবে ধারণা করা হচ্ছে সিলেবাস যে ভার্সনে দেয়া হয়েছে সেই ভার্সনেই পরীক্ষা হতে পারে।

  8. আসসালামু আলাইকুম
    স্যার আমার বয়স ১৪/১০/১৯৯৩ আমি কি আবেদন করতে পারবো

    1. ওয়ালাইকুম আসসালাম।
      তারিখ অনুযায়ী আপনার চলমান বয়স ৩১ বছর ১৮ মাস।
      আপনি আবেদন করতে পারবেন।

    1. ৪৯তম স্পেশাল বিসিএস [শিক্ষা] – ২০২৫ এর পূর্ণাঙ্গ সিলেবাস!
      [জেনারেল ও সাবজেক্ট সংশ্লিষ্ট সিলেবাস]!
      🔗 পিডিএফ লিঙ্ক: https://go.livemcq.com/49th-bcs-sllabus

  9. মার্কেটিং এর বিষয়ভিত্তিক প্রশ্ন কি ইংরেজিতে হবে?

    1. নিশ্চিত বলা যাচ্ছেনা। তবে সম্ভাবনা আছে।

  10. সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক সাবজেক্টের প্রশ্ন কি শুধু ইংরেজিতে হবে?

    1. এই বিষয়ে পিএসসি এখনো কোন স্পষ্ট নির্দেশনা দেয়নি, তবে সিলেবাস অনুযায়ী ফলো করলে সাবজেক্টিভ পার্ট ইংরেজিতে হওয়ার সম্ভাবনা আছে।

  11. ৪৯ বিসিএস এর আবেদনের ক্ষেত্রে অনার্স এর পাসিং ইয়ার কি হবে? যেখানে সেশন ছিল ১৪-১৫ এবং ফলাফল পাই ২০১৯ সালে।

    1. আপনার ফাইনাল পরীক্ষা যে বছরে অনুষ্ঠিত হয়েছে সেটিই পাসিং ইয়ার হবে।

    1. অনুগ্রহ করে BPSC এর ওয়েবসাইট থেকে ইন্সট্রাকশন লিঙ্ক চেক করে কোড দেখে নিন।

      ইন্সট্রাকশন লিঙ্ক- https://bpsc.gov.bd/…/05c99…/Instructions_49th%20BCS.pdf

    1. টেক্সটাইলে কয়েকটি বিষয় কোড রয়েছে। অনুগ্রহ করে আপনার বিষয়ের কোড সার্কুলারে আছে কিনা চেক করে দেখুন।

  12. ৪৯ তম স্পেশাল বিসিএসে আবেদন করার সময় কোন ভাষায় পরীক্ষা দিতে চাই, বাংলা নাকি ইংরেজি এমন কোন অপশন তো পেলাম না। অপশন কি নাই এবার?

  13. বিয়ষ ভিত্তিক যে ১০০ নাম্বারের এমসিকিউ হবে এটা কি বাংলায় হবে না ইংরেজীতে? আমার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান ।

    1. পিএসসি কর্তৃক বিষয়টি নিশ্চিত করে বলা হয় নি। প্রশ্নের ভাষা বাংলা/ইংরেজি যেকোনোটিই হতে পারে। ধন্যবাদ।

  14. আসসালামুআলাইকুম। আমি বর্তমানে এমবিবিএস করছি কিন্ত চিকিৎসা পেশায় আগ্রহ নেই। যদি এমবিবিএসের পর অর্থনীতিতে মাস্টার্স করি বিসিএস শিক্ষা ক্যাডার অর্থনীতির প্রভাষক পদে আবেদন করতে পারব কি ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।