বিসিএস সংক্রান্ত সকল প্রশ্ন এবং উত্তর

চাকরির প্রত্যাশী প্রার্থীদের কাছে বিসিএস একটি সপ্নের নাম। তাই বিসিএস সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কৌতূহলেরও শেষ নেই। অনেকেই বিসিএস সংক্রান্ত অনেক বিষয় নিয়ে বিভ্রান্তিতে থাকেন। প্রতিনিয়ত এমন অনেক অজানা বিষয় নিয়ে চাকরির প্রার্থীগণ আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। আপনাদের সকল কনফিউশন দূর করতে আজকের ব্লগে আমরা বিসিএসের খুঁটিনাটি নানান প্রশ্ন উত্তরসহ আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি এই আর্টিকেলটি পড়ার পর সহজেই অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন।

প্রশ্ন: বিসিএস (BCS) এর পূর্ণরূপ কি?

উত্তর: বিসিএস এর পূর্ণরূপ Bangladesh Civil Service (বাংলাদেশ সরকারী কর্ম কমিশন)।

প্রশ্ন: বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল?

উত্তর: ১৯৭৩ সালে।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার কে?

উত্তর: মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম।

প্রশ্ন: বিসিএস ক্যাডারের বেতন কত?

উত্তর: প্রত্যেক বিসিএস ক্যাডারই সরকারি বেতন স্কেল ৯ম গ্রেডে (২২০০০ – ৫৩০৬০ টাকা) থেকে তার কর্মজীবন শুরু করেন। পরে বিভিন্ন সময় পদোন্নতি এবং বদলির মাধ্যমে এই বেতন স্কেলের আরও উন্নতি হয়। বেতন ছাড়াও এই সার্ভিসে আরও নানান সুযোগ সুবিধা থাকে।

প্রশ্ন: বিসিএস ক্যাডার হতে কত বছর লাগে?

উত্তর: বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা সম্পন্ন হবার পর চুড়ান্ত ফলাফল পর্যন্ত সমগ্র প্রক্রিয়া সম্পন্ন হতে ১.৫ থেকে ৫ বছর পর্যন্ত সময় লাগে।

প্রশ্ন: কোন ক্যাডার সবচেয়ে ভালো?

উত্তর: বিসিএস ক্যাডার সার্ভিসের কোন ক্যাডার সবচেয়ে ভালো তা যাচাই করা একটু কঠিন। কারন একেক জনের কাছে ভালোর সংজ্ঞা একেক রকম। তবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, ক্ষমতা ইত্যাদি দিক বিবেচনা করে পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, কাস্টমস, ট্যাক্স, অডিট এই ক্যাডারগুলোকে এগিয়ে রাখা হয়।

প্রশ্ন: বোথ ক্যাডার কি?

উত্তর: বোথ ক্যাডারের অর্থ হচ্ছে উভয় ক্যাডার। যদি কোন প্রার্থী একই সাথে জেনারেল এবং টেকনিক্যাল / প্রফেশনাল উভয় পদের ক্যাডার গুলো চয়েস করে বিসিএস এর ফরম পূরণ করেন তাহলে সেটিকে বোথ ক্যাডার বা উভয় ক্যাডার চয়েস বলা হয়।

প্রশ্ন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে কি বিসিএস দেয়া যায়?

উত্তর: হ্যাঁ।

প্রশ্ন: বিসিএসে আবেদনের বয়সসীমা কত?

উত্তর: ২১ থেকে ৩২ বছর।

প্রশ্ন: বিসিএস পরীক্ষা কতবার দেওয়া যায়?

উত্তর: আপনি ৩২ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দিতে পারবেন (পূর্বে বিশেষ কোটাধারী পরীক্ষার্থীরা ৩২ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দিতে পারতো।

প্রশ্ন: বিসিএস পরীক্ষা কত বছর পর পর হয়?

উত্তর: সাধারণত প্রতি বছরই বিসিএস ক্যাডার নিয়োগ করবার লক্ষ্যে পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরীক্ষা পরিচালনা করে থাকে।

প্রশ্ন: বিসিএস পরীক্ষা দিতে কত পয়েন্ট লাগে?

উত্তর: বিসিএস পরীক্ষা দিতে কোন নির্দিষ্ট পয়েন্ট বা জিপিএ প্রয়োজন পরে না। প্রার্থীর এস.এস.সি, এইচ.এস.সি এবং অনার্স এই ৩ টি পর্যায়ে একাধিক তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণির ফলাফল না থাকলেই বিসিএস পরীক্ষা দেওয়ার শিক্ষাগত যোগ্যতা অর্জন করবেন।

প্রশ্ন: বিসিএস পরীক্ষার বিষয়সমূহ কি?

উত্তর: প্রিলি – বিসিএস প্রিলিমিনারি সিলেবাস অনুসারে বিষয়গুলো হল – বাংলা (ভাষা ও সাহিত্য), ইংরেজি (ব্যাকরণ ও সাহিত্য), গণিত, মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান- (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন)।

লিখিত – বাংলা, ইংরেজি, গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি , বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি এবং প্রফেশনাল ক্যাডারের ক্ষেত্রে পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হয়ে থাকে।

প্রশ্ন: বিসিএস পরীক্ষা পদ্ধতি কেমন?

উত্তর: প্রিলিমিনারি, লিখিত, ভাইবা।

প্রশ্ন: বিসিএস পরীক্ষায় কী ক্যালকুলেটর ব্যবহার করা যায়?

উত্তর: বিসিএস পরীক্ষায় সকল ধরনের যান্ত্রিক সরঞ্জাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যেমন- ঘড়ি, মোবাইল ফোন বা সাইন্টিফিক ক্যালকুলেটর ইত্যাদি । শুধু লিখিত পরীক্ষায় গাণিতিক যুক্তি বিষয়ে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যায়।

প্রশ্ন: বিসিএস ক্যাডার কয়টি?

উত্তর: বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস ক্যাডার সর্বমোট ২৬ টি। পূর্বে বিসিএস ক্যাডারের সংখ্যা আরও বেশি থাকলেও কিছু ক্যাডার বিলুপ্ত হয়ে বর্তমানে এই সংখ্যা ২৬ টি হয়েছে।

প্রশ্ন: বিসিএস প্রিলিতে পাস মার্ক কত?

উত্তর: বিসিএস প্রিলিতে কোন নির্দিষ্ট পাস মার্ক নেই। আছে “কাট মার্ক।” ধরুন, কোন এক বিসিএস প্রিলিতে মোট ১০০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এর মধ্য থেকে বিপিএসসি (পিএসসি) সর্বোচ্চ ৫০ জন পরীক্ষার্থীকে পাশ করানোর সিদ্ধান্ত নিলো। এখন মেধা তালিকার ৫০তম অবস্থানে যিনি থাকেন তার প্রাপ্ত নাম্বারকেই “কাট মার্ক” বলে। এই কাট মার্ক প্রতি বছরই পরিবর্তিত হয়।

প্রশ্ন: নন ক্যাডার কি গেজেটেড?

উত্তর: হ্যাঁ।

প্রশ্ন: বিসিএসে নেগেটিভ মার্ক কত?

উত্তর: বিসিএসে নেগেটিভ মার্ক ০.৫।

প্রশ্ন: বিসিএস পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: বিভাগীয় ৮ টি শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।

প্রশ্ন: সাধারণ ক্যাডার কি?

উত্তর: বিসিএস ক্যাডার সার্ভিসের যে পদগুলোর মধ্যে সকল বিভাগ থেকে অধ্যয়ন করা শিক্ষার্থীরা আবেদন করতে পারেন, অর্থাৎ যে পদগুলোর জন্য কোন বিশেষ বিষয়ে পড়াশোনা দরকার পরে না সেই ক্যাডার গুলোকে সাধারণ ক্যাডার বলা হয়।

প্রশ্ন: কোন কোন সাবজেক্টে প্রশাসন ক্যাডার আছে?

উত্তর: যেহেতু বিসিএস প্রশাসন ক্যাডার একটি জেনারেল ক্যাডার। তাই বিসিএস পরীক্ষায় আবেদনের যোগ্য যে কেউই প্রশাসন ক্যাডারে আবেদন করতে পারবেন। প্রশাসন ক্যাডারের জন্য কোন বিশেষ বিষয়ে পড়াশোনা করার প্রয়োজন নেই।

প্রশ্ন: প্রফেশনাল ক্যাডার কি?

উত্তর: মূলত পেশাদার ক্যাডারদেরই প্রফেশনাল ক্যাডার বলা হয়। আপনি যে বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী অর্জন করেছেন বিসিএস ক্যাডার সার্ভিসে যদি আপনি নিজের বিষয়ের সাথে সম্পর্কিত কোন ক্যাডার পদের জন্য আবেদন করেন তাহলে সেটিকে প্রফেশনাল ক্যাডার হিসেবে বিবেচনা করা হয়। প্রফেশনাল ক্যাডারের সাথে টেকনিক্যাল ক্যাডারও সম্পর্কিত রয়েছে। স্বাস্থ্য ক্যাডার, শিক্ষা ক্যাডার, প্রকৌশলী এসব ক্যাডারই প্রফেশনাল ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারের অন্তর্ভুক্ত।

প্রশ্ন: বিসিএস প্রিলির কত দিন পর লিখিত পরীক্ষা হয়?

উত্তর: প্রিলিমিনারি পরীক্ষা শেষ হবার পর বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য গড়ে মোটামুটি ৬-৭ মাস সময় হাতে পাওয়া যায়।

প্রশ্ন: বিসিএস প্রস্তুতি নিতে কতদিন লাগে?

উত্তর: যতো আগে বিসিএস প্রস্তুতি শুরু করতে পারবেন ততোই আপনার জন্য ভালো হবে। অনার্স ভর্তির পর থেকেই প্রস্তুতি নেয়া শুরু করে দিন। কোন কারণে সেটা সম্ভব না হলে Live MCQ-এর ২০০ দিন, ১৪০ দিন, ১০০ দিন এবং শেষ পর্যায়ের প্রস্তুতি হিসাবে ৩৫ দিনের রুটিন ফলো করলে যথাযথভাবে সিলেবাস শেষ করবার মাধ্যমেও প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।

প্রশ্ন: বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় কি কি টেস্ট করানো হয়?

উত্তর: বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় সাধারণত প্রার্থীর ওজন, উচ্চতা, বক্ষের মাপ, দৃষ্টিশক্তির পরীক্ষা, মূত্র পরীক্ষা ইত্যাদি করানো হয়। যার মধ্যে কিছু রুটিন টেস্ট থাকে যেখানে সাধারণত প্রার্থীর রক্তচাপ, হেপাটাইটিস, এইচআইভি টেস্ট করানো হয়।

প্রশ্ন: বিসিএস শিক্ষা ক্যাডার যোগ্যতা কি?

উত্তর: বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাধারণত যেসকল যোগ্যতা প্রয়োজন যেমন শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বয়সসীমা, নাগরিকত্ব এই সকল যোগ্যতাই শিক্ষা ক্যাডার হওয়ার যোগ্যতার জন্য প্রযোজ্য। তবে যেহেতু শিক্ষা ক্যাডার একটি প্রফেশনাল ক্যাডার এবং প্রার্থীর স্নাতক পর্যায়ে অধ্যয়নকৃত বিষয়ের উপর এটি নির্ভর করে সেহেতু প্রার্থী কোন বিষয়ে তার স্নাতক বা সমমানের ডিগ্রী অর্জন করেছেন সেটিও একটি যোগ্যতা। কারন সকল বিষয়ের জন্য শিক্ষা ক্যাডার পদ টি থাকে না।

প্রশ্ন: ৪৭তম বিসিএস পরীক্ষা কবে হতে পারে?

উত্তর: ২০২৫ সালের মে বা জুন মাসে।

প্রশ্ন: বিসিএস প্রিলি ও লিখিত পরীক্ষার সময়সীমা কত ঘণ্টা হয়ে থাকে?

উত্তর: ২ ঘণ্টা ও ৬ বিষয়ে ২১ ঘণ্টা ।

প্রশ্ন: বিসিএস,ব্যাংক ও ননক্যাডার এগুলোতে হিজাব পরিহিত ছবি গ্রহণযোগ্য কি না?

উত্তর: হ্যা গ্রহণযোগ্য। হিজাব পরিহিত ছবি কোনো সমস্যা হবে না।

প্রশ্ন: Fazil (Bachelor of Theology and Islamic Studies) এবং Kamil (Hadith) দিয়ে কি বিসিএস Apply করতে পারবো? বোথ ক্যাডারে পারব কি?

উত্তর: জ্বি, পারবেন।

প্রশ্ন: Last drawn salary তে কি ব্যাসিক স্যালারি এমাউন্ট দিবো নাকি ওভারঅল স্যালারি দিতে হবে?

উত্তর: Basic স্যালারি লিখবেন।

প্রশ্ন: বিসিএস আবেদনে ছবি ফোনে তুলে এডিট করে আবেদন করছি, কোন অসুবিধে হবে কি?

উত্তর: ছবি ক্লিয়ারলি বুঝা গেলে কোনো সমস্যা হবে না।

প্রশ্ন: MPO স্কুল এর শিক্ষক হহলে Employment Status এ কোনটা সিলেক্ট করবো?

উত্তর: Private Organization.

প্রশ্ন: নার্সরা কি বিসিএসে আবেদন করতে পারবে আর নার্সদের সাবজেক্ট ক্যাডার নেই কেন?

উত্তর: বিএসসি ইন নার্সিং সম্পন্ন করার পর বিসিএস পরীক্ষায় আবেদন করা যায়।

প্রশ্ন: প্রিলিতে বিসিএসে ইংরেজি ভার্সনে পরীক্ষা দিয়ে, রিটেনে কি বাংলা ভার্সনে পরীক্ষা দেওয়া যাবে?

উত্তর: লিখিত পরীক্ষায় বাংলা বা ইংরেজি যে ভাষা সংক্রান্ত বিষয় তা উক্ত ভাষাতেই উত্তর দিতে হবে। আর অন্য সকল বিষয় গুলাতে বাংলা বা ইংরেজি যে কোন এক বিষয়ে দেওয়া যাবে। তবে একই বিষয়ের পরীক্ষায় একাধিক ভাষা ব্যবহার করা যাবে না (উদ্ধতি বা অনিবার্য টেক্সট ব্যতিত)।

প্রশ্ন: আইন বিভাগে পড়ে কি জেনারেল আর টেকনিক্যাল/প্রোফেশনাল ক্যাডারে আবেদন করা যায়?

উত্তর: আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য কোনো টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার নেই।

প্রশ্ন: বিসিএস আবেদন ফরম পূরণে ভুল করেছি, কিভাবে সংশোধন করবো?

উত্তর: ফি জমা দেয়ার পর পুনরায় বিসিএস আবেদন ফরম সংশোধন করার সুযোগ নেই। যদি ফি জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে ৭২ ঘন্টার মধ্যে আবেদন বাতিল হয়ে যাবে। পরবর্তীতে নতুন করে ফরম পূরণ করলে নতুন একটি ইউজার আইডি পাবেন। উক্ত আইডি ব্যবহার করে ফি জমা দিবেন।

প্রশ্ন: তিন বছর মেয়াদি ডিগ্রি (পাস কোর্স) করে কি বিসিএস দেওয়া যায়?

উত্তর: বিসিএস এর বিজ্ঞপ্তি অনুসারে উচ্চমাধ্যমিকের পর প্রার্থীর স্নাতক পর্যায়ে চার বছর মেয়াদি কোর্স থাকতে হবে। এক্ষেত্রে ৩ বছর মেয়াদি ডিগ্রি পাস কোর্সের পর প্রার্থীকে অবশ্যই মার্স্টার্স সম্পন্ন করতে হবে।

প্রশ্ন: বিসিএসের মৌখিক পরীক্ষায় একটি বোর্ডে কতজন সদস্য থাকে?

উত্তর: সাধারণত ৩ জন থাকে।

প্রশ্ন: বিসিএসের মৌখিক পরীক্ষায় মনোবিজ্ঞানীর কাজ কী?

উত্তর: বিসিএসের মৌখিক পরীক্ষায় মনোবিজ্ঞানীর কাজ-

  • মৌখিক পরীক্ষার সময় অনেক প্রার্থীই অত্যধিক মানসিক চাপে থাকেন। একজন মনোবিজ্ঞানী প্রার্থীর মানসিক অবস্থা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী প্রশ্ন করতে পারবেন।
  • একজন মনোবিজ্ঞানী প্রার্থীর ব্যক্তিত্ব, নেতৃত্বের গুণাবলী, সামাজিক দক্ষতা ইত্যাদি মূল্যায়ন করতে পারবেন।
  • সরকারি কর্মকর্তাদের বিভিন্ন চাপের মুখোমুখি হতে হয়।
  • মনোবিজ্ঞানী প্রার্থীর মানসিক স্থিতিশীলতা এবং চাপ সামলানোর ক্ষমতা যাচাই করতে পারবেন, ইত্যাদি।
প্রশ্ন: বিসিএসে আবেদনের যোগ্যতা কী?

উত্তর: প্রার্থীর শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় শ্রেণী (3rd Class) থাকলে বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবেন না।

প্রশ্ন: আমার ওজন ৪২ কেজি। আমি কি আবেদন করতে পারব?

উত্তর: বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সকল ক্যাডারে ৪৯.৯৯ কেজি (পুরুষ) ও ৪৩.৫৪ কেজি (নারী) এবং পুলিশ ও আনসার ক্যাডারের ক্ষেত্রে ৫৪.৫৪ কেজি (পুরুষ) ও ৪৫.৪৫ কেজি (নারী) ওজন থাকতে হবে। তবে মেডিকেল পরীক্ষা নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হওয়ার ফলে এ সময়ের মধ্যে নির্ধারিত ওজনে যাওয়ার পর্যাপ্ত সময় পাবেন।

Install Live MCQ App