৯ম-১২তম গ্রেডে পিএসসি নন ক্যাডার এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের জন্য সুখবর! বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) ২৯ম-১২তম গ্রেডে পিএসসি নন ক্যাডার এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। এবার ৩৫ ক্যাটাগরির টেকনিক্যাল, ট্যাকনিক্যাল/প্রফেশনাল, নন-টেকনিক্যাল (৬ষ্ঠ-১২তম গ্রেড) পদে মোট ৩৫৬৫ জনকে নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া প্রার্থীগণ নিজস্ব শিক্ষাগত যোগ্যতা অনুসারে এক বা একাধিক পদেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রতি পদের জন্য আলাদা করে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
এক নজরে নিয়োগের মূল তথ্যসমূহ:
| বিষয় | বিবরণ |
| নিয়োগকারী সংস্থা | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) |
| পদ সংখ্যা | ৩৫৬৫ |
| গ্রেড | ৯ম, ১০ম, ১১তম ও ১২তম |
| পদ ক্যাটাগরি | ৩৫ ক্যাটাগরি (টেকনিক্যাল, প্রফেশনাল ও নন-টেকনিক্যাল) |
| বেতন স্কেল | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী |
| আবেদন শুরুর তারিখ | ২১ সেপ্টেম্বর ২০২৫ (দুপুর ১২টা থেকে) |
| আবেদন শেষ তারিখ | ২০ অক্টোবর ২০২৫ (সন্ধ্যা ৬টা পর্যন্ত) |
| ফি প্রদানের শেষ সময় | ২৩ অক্টোবর ২০২৫ (সন্ধ্যা ৬টা পর্যন্ত) |
৯ম-১২তম গ্রেডে পিএসসি নন ক্যাডার এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
কোন কোন বিভাগে নিয়োগ হবে?
এই বিজ্ঞপ্তির আওতায় বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণ করা হবে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচার, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, জনপ্রশাসনসহ আরও অনেক মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম–১২তম গ্রেড এ বেতন ও অন্যান্য ভাতা পাবেন।
| গ্রেড | বেতন সীমা |
| ৯ম গ্রেড | ২২,০০০ – ৫৩,০৬০ টাকা |
| ১০ম গ্রেড | ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা |
| ১১তম গ্রেড | ১২,৫০০ – ৩০,২৩০ টাকা |
| ১২তম গ্রেড | ১১,৩০০ – ২৭,৩০০ টাকা |
যোগ্যতা ও শর্তাবলী
- আবেদনকারীদের স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর অথবা টেকনিক্যাল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
- নির্দিষ্ট কিছু পদে কাজের অভিজ্ঞতা আবশ্যক।
- বয়সসীমা: ০১ আগস্ট ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩০ বছর (মুক্তিযোদ্ধা/কোটা প্রার্থীদের জন্য ৩২ বছর)।
আবেদন প্রক্রিয়া
- অনলাইনে আবেদনের লিংক: bpsc.teletalk.com.bd
- নির্ধারিত ফর্ম (BPSC Form–5A) পূরণ করতে হবে।
- প্রতিটি পদের জন্য আলাদা ফি জমা দিতে হবে।
- আবেদনপত্র জমা দেওয়ার পর অবশ্যই ডাউনলোড কপি সংরক্ষণ করতে হবে।
নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের পদে আবেদনপত্র অনলাইনে পূরণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- প্রার্থীরা একাধিক পদে আবেদন করতে পারবেন, তবে প্রতিটি পদের জন্য আলাদা রেজিস্ট্রেশন ফি দিতে হবে।
- কোনো ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে।
- বিস্তারিত বিজ্ঞপ্তি ও পদ তালিকা পাওয়া যাবে BPSC–এর অফিসিয়াল ওয়েবসাইটে
শেষ কথা
এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের চাকরিপ্রত্যাশীদের জন্য একটি বড় সুযোগ। ৯ম থেকে ১২তম গ্রেডের ৩৫৬৫টি পদে নিয়োগ দেওয়া হবে, যা যোগ্য প্রার্থীদের জন্য স্বপ্ন পূরণের দ্বার উন্মুক্ত করবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করুন।



