ব্লগJob Circularsপল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Polli Unnoyon Board Job Circular 2024

পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Polli Unnoyon Board Job Circular 2024

প্রিয় চাকরি প্রার্থীগণ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে ২১ ক্যাটাগরিতে সর্বমোট ৪২৪ টি শূন্য পদে ২০২৪ সালভিত্তিক পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১১ জুলাই ২০২৪ তারিখে এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করে সংস্থাটি। একই দিনে সংস্থাটি ২ টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৮ ক্যাটাগরিতে ৩৩৪ টি শূন্য পদে এবং দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ৩ ক্যাটাগরিতে ৯০ টি শূন্য পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য আহবান জানায় সংস্থাটি।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

  • চাকরির ধরন: সরকারি
  • বেতন স্কেল: ৯ম থেকে ২০তম গ্রেড
  • ক্যাটাগরি: ২১ টি
  • শূন্য পদের সংখ্যা: ৪২৪ টি
  • আবেদন শুরুর তারিখ: ১৫ জুলাই ২০২৪ ইং সকাল ১০:০০ ঘটিকা
  • আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৪ ইং বিকাল ৫:০০ ঘটিকা
  • অনলাইনে আবেদনের লিংক: http://brdb.teletalk.com.bd/
  • আবেদন ফী: ৫৫৮ টাকা
পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২
পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ১
  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

11 জনের মতামত “পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Polli Unnoyon Board Job Circular 2024

  1. কর্মকর্তা পদের প্রস্তুতির জন্য কোনো ভিডিও বা pdf আছে আপনাদের??

    1. Live MCQ অ্যাপের Video Section ও PDF Section এ সকল চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কমন টপিকের উপর বিষয়ভিত্তিক ক্লাস ও পিডিএফ রয়েছে।
      আপনি চাইলে উক্ত ক্লাস ও লেকচার ফলো করে আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতি সম্পন্ন করতে পারেন।

      প্রস্তুতি সংক্রান্ত সহযোগিতার প্রয়োজনে সরাসরি Live MCQ পেইজে মেসেজ দিন।
      অথবা, কল করুন: 01701377322

  2. অস্থায়ী বলতে কি বুঝানো হয়েছে?

    1. অস্থায়ী হচ্ছে যেপদগুলো প্রাথমিকভাবে অস্থায়ী থাকবে, পরবর্তীতে শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তাহলে চাকরি স্থায়ী হবে।

        1. যেহেতু একাধিক পদে আবেদনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই সেক্ষেত্রে একাধিক পদের আবেদনের সময় আপনার পছন্দ অনুযায়ী পদ প্রথম চয়েস লিস্টে রেখে এরপর পরবর্তী পদ দিয়ে আবেদন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।