২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন | Bank Exam Preparation Routine for 2023

প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই সুস্থ আছেন, পড়াশুনার সাথে আছেন। Live MCQ অ্যাপের ব্যাংক নিয়োগ প্রস্তুতি বাটনে ২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন প্রকাশিত হয়েছে। আপনারা জানেন, ইতোমধ্যে ব্যাংক নিয়োগের প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিনে পরীক্ষা চলমান রয়েছে।
২০২৩ সাল ভিত্তিক সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার (১৫৫৪ পদ), অফিসার জেনারেল (৯৯৭ পদ), ক্যাশ অফিসার (১২৬২ পদ) এবং অফিসার আরসি (২৩৩ পদ) আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকের প্রায় ৪০০ শূন্যপদ রয়েছে। এরইমধ্যে ২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ পরীক্ষার সিনিয়র অফিসার পদের প্রবেশপত্র ডাউনলোড শেষ হয়েছে।
আশা করা যাচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা অক্টোবর/নভেম্বর ২০২৫-এর মধ্যেই অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যেই Live MCQ অ্যাপে শুরু হচ্ছে — “২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির ৮৫ দিনের পূর্ণাঙ্গ রুটিন”! এই রুটিন সাজানো হয়েছে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকার্স সিলেকশন কমিটি প্রণীত সর্বশেষ সিলেবাস অনুসারে। এছাড়া, Live MCQ-এর ব্যাংক প্রস্তুতি প্যাকেজ অথবা যেকোনো একটি প্রিমিয়াম প্যাকেজ থাকলে এই রুটিনের সকল পরীক্ষাগুলো সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবেন।
২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন এ থাকছে-
- লাইভ পরীক্ষা শুরু: ১৯ জুলাই, ২০২৫
- মোট লাইভ পরীক্ষা: ৩৬টি।
- বিষয়ভিত্তিক পরীক্ষা ⎯ ২৫টি,
- ফুল মডেল টেস্ট ⎯ ১১টি [প্রতি মঙ্গলবার]
- এছাড়া ব্যাংক লং কোর্স ও অন্যান্য স্পেশাল ব্যাংক কোর্সের পরীক্ষাগুলো ফ্রি থাকবে।
- ব্যাংক প্রস্তুতি ক্লাস ও PDF: ৩৭টি
- আর্কাইভের ইউনিক প্রশ্ন: প্রায় ২৫,০০০+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
যেসব পরীক্ষার জন্য এই রুটিন প্রযোজ্য:
- বাংলাদেশ ব্যাংক – সহকারী পরিচালক (জেনারেল)
- বাংলাদেশ ব্যাংক – অফিসার ও ক্যাশ অফিসার (জেনারেল)
- যেকোনো ব্যাংকের – সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসার
- টেকনিক্যাল পোস্টের জেনারেল অংশের প্রস্তুতিও হয়ে যাবে
আরো থাকছে:
- ব্যাংক ম্যাথ ও English সাবজেক্ট কেয়ার ক্লাসও পরীক্ষা,
- সাম্প্রতিক ও বিগত বছরের ব্যাংক জব সল্যুশন পরীক্ষা,
- ব্যাংক টপিকগুরু, স্মার্ট সার্চ, কুইজ মাস্টার ইত্যাদি প্রিমিয়াম সার্ভিস,
- Daily NewsPicker, Weekly Bulletin, মাসিক সাম্প্রতিক সমাচার ও ব্যাংকের জন্য স্পেশাল সাম্প্রতিক PDF
- সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট ইত্যাদি।
২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন
২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন | Bank Exam Preparation Routine
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
দ্রষ্টব্য: Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
প্যাকেজের বিস্তারিত:
▶︎ ব্যাংক প্যাকেজ মূল্য: ৭৯৮/- টাকা
▶︎ মেয়াদ: ১ বছর।
▶︎ যেকোনো বার্ষিক বা ষাণ্মাসিক প্রিমিয়াম প্যাকেজে রুটিনে অন্তর্ভুক্ত সকল PDF এবং পরীক্ষা ফ্রি
শেষ কথা:
Live MCQ অ্যাপের এই ৮৫ দিনের প্রস্তুতি রুটিন আপনার ব্যাংক জব প্রস্তুতিতে গতি আনবে বলে আমাদের বিশ্বাস। এখনই রুটিন অনুসারে প্রস্তুতি শুরু করুন।



