প্রিয় চাকরি প্রার্থীগন আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ২ হাজার ৫২৪ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সংশোধিত এই ভূমি অফিস নিয়োগ বিজ্ঞপ্তিতে একই বছরের ১৪ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত হওয়া অন্য আরেকটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা নিম্নলিখিত পদগুলোতে একবার আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এই পদগুলো হল –
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর; ড্রাইভার; নাজির কাম ক্যাশিয়ার; অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক; পেশকার; রেকর্ড কিপার; খারিজ সহকারী; যাচ মোহরা; কপিস্ট কাম বেঞ্চ সহকারী; অফিস সহায়ক এবং চেইনম্যান। তবে নতুন প্রার্থীরা এই পদগুলো সহ এই নিয়োগ বিজ্ঞপ্তির বাকীপদগুলোতে আবেদন করতে পারবেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত:
মোট পদ সংখ্যা: ২ হাজার ৫২৪ টি
আবেদন শুরুর তারিখ: ৬ অক্টোবর ২০২৪ তারিখ (সকাল ১০:০০ ঘটিকা)
আবেদনের শেষ তারিখ: ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ (বিকাল ০৫:০০ ঘটিকা)
অনলাইনে আবেদনের লিংক: http://dlrs.teletalk.com.bd/
পরিক্ষা কবে হবে অফিস সহায়ক এর? ২য় এসএমএস আসবে কবে?
এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছেনা। পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়া মাত্র আমরা নোটিশের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিবো।
ধন্যবাদ।
Jaj mohorar exam Kobe hobe sms Kobe asbe
এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছেনা। পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়া মাত্র আমরা নোটিশের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিবো।
ধন্যবাদ।
Great 13 Exjam when
এক্সাম কবে নাগাদ হতে পারে তা এখনো ঘোষণা আসেনি।
Exam batil hobe naki
পরীক্ষা বাতিল নিয়ে অফিসিয়াল কোন ঘোষণা আসেনি। কোন প্রকার ঘোষণা এলে আমরা আমাদের পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানিয়ে দিব।
Akhono sms keno astece na
আপনি মূলত কোন মেসেজের কথা বলছেন?
Akhono sms ASE na keno
আপনি মূলত কোন SMS এর কথা বলছেন?
Exam ar sms
এখনো পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি।
আমি অফিস সহায়ক এ আবেদন করছি এখন ও এসএমএস আসেনি না আসলে আমি কিভাবে পরীক্ষা দিব বা এডমিট ডাউনলোড করব যদি জানাতেন
আবেদনের পর কনফার্মেশন মেসেজ না এলে কাইন্ডলি যেখান থেকে আবেদন করেছিলেন সেখানে রিচেক করে দেখুন আপনার আবেদনটি ঠিকভাবে সম্পন্ন হয়েছিল কিনা।
Dicombar ki exam ar sms asbe
রেকর্ড কিপার; খারিজ সহকারী পদে পরীক্ষা কি শুধু রিটেন হবে না কি প্রিলি ও রিটেন দুইটাই হবে?
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ অধিদপ্তরে কর্মচারি নিয়োগ বিধিমালা ২০২৩ অনুযায়ী সকল পদের নিয়োগ পরীক্ষার জন্যই চাকরি প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তবে বিশেষ কিছু টেকনিক্যাল পদের জন্য প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিস্তারিত জানতে কাইন্ডলি লিঙ্কে দেয়া আর্টিকেলটি চেক করুন- https://web.livemcq.com/blog/vumi-record-o-jorip-odhidoptor-job-preparation-online/