৪৩তম বিসিএস থেকে প্রাইমারির প্রধান শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১১১ জন

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৩তম বিসিএস থেকে প্রাইমারির প্রধান শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১১১ জন এর তালিকা প্রকাশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ তবে পদ সল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১১১ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
সুপারিশকৃত প্রার্থীগণকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার ২য় শ্রেণি হিসেবে বেতন স্কেল-২০১৫ অনুসারে ১২তম গ্রেডভুক্ত (টাকা ১১৩০০-২৭৩০০/-) নির্ধারিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে বলেও জানানো হয়।



