ব্লগJob Circularsসমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রিয় চাকরি প্রার্থীগণ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ ৯ জুন ২০২৪ তারিখ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করে সমাজসেবা অধিদতপ্তর। এই নিয়োগে সর্বমোট ২০৯ টি শূন্য পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদ টি সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

  • আবেদন শুরুর তারিখঃ ১২ জুন ২০২৪
  • আবেদন জমাদানের শেষ তারিখঃ ৩ সেপ্টেম্বর ২০২৪
  • অনলাইনে আবেদনের লিংকঃ http://dss.teletalk.com.bd
  • আবেদনের বয়সসীমাঃ ১৮-৩০ বছর (বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথীলযোগ্য)
  • পরীক্ষার ফীঃ ২২৩ টাকা (সার্ভিস চার্জ সহ)

সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে আবেদনের যোগ্যতাঃ

(ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

(খ) ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রীধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

এক নজরে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আরও দেখুনঃ ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

উল্লেখ্য যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদ টি সরকারি বেতন স্কেল ১ম গ্রেডের অন্তর্ভুক্ত। পূর্বে ২৬ জুন ২০২৩ তারিখে সর্বপ্রথম এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। পরবর্তীতে বিভিন্ন সময় এই বিজ্ঞপ্তি টি সংশোধন করা হয়। সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভূক্ত।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

118 জনের মতামত “সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

  1. পরীক্ষা কি ঢাকা হবে নাকি চট্টগ্রাম জানাবেন একটু

    1. নিজ জেলায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।

      1. ১। আচ্ছা সমাজসেবা (ইউনিয়নে) পরিক্ষার বিগত সালের পশ্ন এবং উত্তর কোন বইতে পাবো?
        ২। আমি চাই আপনারা সমাজসেবা (ইউনিয়নের) জন্য আলাদা করে একটি কোর্স করান।
        ৩। আপনাদের এপসটি খুবই ভালো তবে ফ্রিতে যে সিটগুলো দিচ্ছেন সেগুলা হাতে লেখার কারণে বুঝতে অসুবিধা হয়। দয়া করে সেগুলা টাইপিং করে ধাপ অনুযায়ী লিখে দিবেন।

        1. ১। সমাজসেবা অধিদপ্তর এর সমাজকর্মী (ইউনিয়ন) পদের বিগত বছরের পরীক্ষাগুলোতে ৭০ নাম্বারের MCQ পরীক্ষা হয়েছে।
          বাংলা – ২০; ইংরেজি – ২০; জিকে – ১৫, গণিত – ১৫.
          বাজারের প্রচলিত প্রসিদ্ধ মানের যেকোনো প্রশ্নব্যাংক ফলো করতে পারেন।
          ২। যেহেতু এটি ১৬ তম গ্রেডে পড়ছে আপনি Live MCQ অ্যাপের ১৩-২০ তম গ্রেডের চলমান রুটিন ফলো করে সেখান থেকে আপনার প্রস্তুতি নিতে পারেন।
          ৩। আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
          ক্লাসের লেকচারের যে পিডিএফ গুলো দেয়া হয় সেখানে স্যাররা মূলত হাতে লিখে থাকেন এবং সেগুলো পিডিএফ আকারে দেয়া হয়, এছাড়া অন্যান্য পিডিএফ টাইপ করেই দেয়া হয়ে থাকে।

          প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে সহযোগিতার প্রয়োজনে অনুগ্রহ করে সরাসরি Live MCQ পেইজে মেসেজ দিন।
          অথবা, কল করুন: 01701-377322

          1. পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই ব্যাপারটি এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছেনা।

            পরীক্ষা সম্পর্কে কোন আপডেট পাওয়া গেলে আমরা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবো।

            ধন্যবাদ।

          2. এই পরিক্ষা টা কি হয়েছিল?
            আমি এপ্লাই করেছিলাম,কিন্তু পরিক্ষার কোনো পাইনি। কেই জেনে থাকলে জানাবেন, প্লিজ।

          3. না ভাইয়া। পরীক্ষার তারিখ ঘোষণা করা হয় নি।

          1. এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়েবসাইট কিংবা হেল্পলাইনে যোগাযোগ করে দেখতে পারেন।

          1. এই ব্যপারে এখনো কোন আপডেট আসেনি ভাইয়া।

          1. ইউনিয়ন সমাজকর্মী পদের মূল পরীক্ষার তারিখ ঘোষণা করা হয় নি। পরীক্ষার তারিখ ঘোষণা করা হলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ।

        2. পরিক্ষার তারিখ হয়েছে

          1. পরীক্ষার তারিখ ঘোষণা হলে পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে আপডেট জানিয়ে দেয়া হবে।

  2. পরীক্ষা কোথায় হবে?
    কবে হতে পারে পরীক্ষা?
    কাইন্ডলি জানায়েন।

    1. নিজ জেলায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। আর পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই ব্যাপারটি এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছেনা।

      পরীক্ষা সম্পর্কে কোন আপডেট পাওয়া গেলে আমরা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবো।

      ধন্যবাদ।

        1. প্রস্তুতির ক্ষেত্রে আপনি বোর্ড বইয়ের পাশাপাশি বাজারে প্রচলিত ভালো মানের গাইডবইগুলো ফলো করতে পারেন। এছাড়া বর্তমানে আমাদের অ্যাপে ১৪-২০তম গ্রেডের প্রস্তুতির জন্য রুটিন অনুযায়ী পরীক্ষা চলমান আছে। অনুগ্রহ করে Live MCQ অ্যাপের Exam Section > ৯ম-২০তম গ্রেডের প্রস্তুতি অপশনের বাটনের রুটিন ও আর্কাইভ বিস্তারিত দেখে নিতে পারেন।

          কোন সমস্যা হলে Live MCQ পেইজে মেসেজ দিয়ে জানাবেন।

          পেইজে মেসেজ দিতে ক্লিক করুন – https://m.me/livemcq

          অথবা, কল করুন:
          📱 01701-377322

        2. আমি এই ফরম ফিলাপ করে টাকা প্রে করেছি কিন্তু আমার নাম্বার এ এসএমএস আসছে না কেন

          1. অনুগ্রহ করে সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ বিষয়ে যোগাযোগ করুন।

      1. নিজ জেলায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।

  3. লিখিত পরীক্ষা কি এমসিকিউ হবে।

    1. লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।
      এছাড়া ১১-২০ তম গ্রেডের লিখিত পরীক্ষার কোর্স ও সাজেশন শীঘ্রই আমাদের অ্যাপে চালু হচ্ছে। অনুগ্রহ করে আমাদের অফিসিয়াল পেইজ ও গ্রুপের নোটিশ খেয়াল রাখুন।
      ধন্যবাদ।

  4. আসসালামু আলাইকুম, কি কি বিষয়ে পরীক্ষা হবে, এবং লিখিত পরীক্ষা হবে নাকি শুধু মৌখিক পরীক্ষা হবে দয়া করে একটু জানাবে

    1. সমাজসেবা অধিদপ্তর এর সমাজকর্মী (ইউনিয়ন) পদের বিগত বছরের পরীক্ষাগুলোতে ৭০ নাম্বারের MCQ পরীক্ষা হয়েছে।
      বাংলা – ২০; ইংরেজি – ২০; জিকে – ১৫, গণিত – ১৫.
      পরীক্ষার সময় – ১ ঘণ্টা।

  5. এটা কি ইউনিয়ন ভিত্তিক শূন্যপদের ভিত্তিতে নেবে?
    আমার ইউনিয়নে পদ খালি না থাকলে আবেদন করা যাবে??

    1. ইউনিয়নে খালি পদ না থাকলে অন্য ইউনিয়নে পোস্টিং হবে।

  6. আমি চাকরিটা চায় , আমি অনেক গরীব মানুষ দয়া করে চাকরিটা চায়

    1. সার্কুলার অনুয়ায়ী আবেদনের যোগ্যতা অনুসারে আবেদন করতে পারেন।
      অনলাইনে আবেদনের লিংকঃ http://dss.teletalk.com.bd

      বর্তমানে আমাদের অ্যাপে ১৪-২০তম গ্রেডের প্রস্তুতির জন্য রুটিন অনুযায়ী পরীক্ষা চলমান আছে। অনুগ্রহ করে Live MCQ অ্যাপের Exam Section > ৯ম-২০তম গ্রেডের প্রস্তুতি অপশনের বাটনের রুটিন ও আর্কাইভ বিস্তারিত দেখে নিতে পারেন।

      কোন সমস্যা হলে Live MCQ পেইজে মেসেজ দিয়ে জানাবেন।

      পেইজে মেসেজ দিতে ক্লিক করুন – https://m.me/livemcq

      অথবা, কল করুন:
      📱 01701-377322

  7. কি কি বিষয় পরীক্ষা হতে পারে, আর প্রশ্নের ধরন কেমন হতে পারে?

    1. সমাজসেবা অধিদপ্তর এর সমাজকর্মী (ইউনিয়ন) পদের বিগত বছরের পরীক্ষাগুলোতে ৭০ নাম্বারের MCQ পরীক্ষা হয়েছে।
      বাংলা – ২০; ইংরেজি – ২০; জিকে – ১৫, গণিত – ১৫.
      পরীক্ষার সময় – ১ ঘণ্টা।

    1. বাংলা – ২০; ইংরেজি – ২০; জিকে – ১৫, গণিত – ১৫ এই ৭০ নাম্বারের MCQ পরীক্ষা হবে।

    1. Teletak এর চার্জসহ আবেদন ফি ২২৩ টাকা। আপনি অনুগ্রহ করে বিজ্ঞপ্তির ৫ নং এর ঙ নাম্বার কলামটি বিস্তারিত দেখে নিতে পারেন।

  8. আবেদন করার সময় intermediate এর সার্টিফিকেট লাগবে নাকি শুধু মৌখিক পরীক্ষার সময়? আর যশোর জেলার student রা কি আবেদন করতে পারবেন? Kindly জানাবেন প্লিজ

    1. আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় উল্লেখিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

      যশোর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

      যে সকল জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই।
      রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি।
      তবে, এতিম ও শারিরীক প্রতিবন্ধী কোটার প্রার্থী আবেদন করতে পারবেন।

  9. আবেদন করার সময় intermediate এর সার্টিফিকেট লাগবে নাকি শুধু মৌখিক পরীক্ষার সময় লাগবে?

    1. আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় উল্লেখিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে

  10. পাশ মার্ক কত??
    আর ভুল উত্তরের জন্য কি মার্ক কাটা যাবে প্লিজ একটু জানাবেন🥲

    1. পাশ মার্ক নয় কাটমার্কের ভিত্তিতে পাস করানো হবে।

  11. পরীক্ষা কী লিখিত হবে নাকি টিক হবে।
    জানাবেন প্লিজ।

    1. সমাজসেবা অধিদপ্তর এর সমাজকর্মী (ইউনিয়ন) পদের বিগত বছরের পরীক্ষাগুলোতে ৭০ নাম্বারের MCQ পরীক্ষা হয়েছে।
      বাংলা – ২০; ইংরেজি – ২০; জিকে – ১৫, গণিত – ১৫.
      পরীক্ষার সময় – ১ ঘণ্টা।

    1. সমাজসেবা অধিদপ্তর এর সমাজকর্মী (ইউনিয়ন) পদের বিগত বছরের পরীক্ষাগুলোতে ৭০ নাম্বারের MCQ পরীক্ষা হয়েছে।
      বাংলা – ২০; ইংরেজি – ২০; জিকে – ১৫, গণিত – ১৫.
      পরীক্ষার সময় – ১ ঘণ্টা।

    2. এটা কি সরকারি চাকরি,যদি কোন ডিফেন্সে চাকরিরত থাকে করনীয় আর বিবাহিতরা কি আবেদন করতে পারবে অবশ্যই বলবেন

      1. জি সরকারী চাকরি। আবেদন করা যাবে। কোনো সমস্যা নেই।

  12. Very good post and impressive response by LiveMcq.
    আমার একটা প্রশ্ন ছিলো, এই পোস্টের চাকরিতে আনুমানিক জয়েনিং হতে কত দিন সময় লাগে?

    1. এটা এখন বলা যাচ্ছে না। সমাজসেবা অধিদপ্তরের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তবে, এই বছরের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

  13. আমার একটা প্রশ্ন ছিলো, এই পোস্টের চাকরিতে আনুমানিক জয়েনিং হতে কত দিন সময় লাগে?

    1. এটা এখন বলা যাচ্ছে না। সমাজসেবা অধিদপ্তরের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তবে, এই বছরের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
      ধন্যবাদ।

      1. এখানে শিক্ষাগত যোগ্যতা এইচ,এস,সি পাশ চেয়েছে আমি যদি অনার্স পাশ দেই তাহলে কি কোনো প্রব্লেম হবে।

      1. যেকোনো চাকরির পরীক্ষায় যে বিষয়গুলো থেকে প্রশ্ন হয়, সে বিষয়গুলোই পড়তে হবে। আপনি চাইলে বোর্ড বই বা বাজারের সমৃদ্ধ মানের যেকোনো গাইড ফলো করতে পারেন। আলাদা করে কোনো সিলেবাস দেয়া নেই।
        বিগত বছরের জব সলিউশন গুরুত্ব সহকারে পড়ুন।

    1. আপনি বোর্ড বইয়ের পাশাপাশি বাজারে প্রচলিত ভালো মানের গাইডবইগুলো ফলো করতে পারেন। এছাড়া বর্তমানে আমাদের অ্যাপে ১৪-২০তম গ্রেডের প্রস্তুতির জন্য রুটিন অনুযায়ী পরীক্ষা চলমান আছে। অনুগ্রহ করে Live MCQ অ্যাপের Exam Section > ৯ম-২০তম গ্রেডের প্রস্তুতি অপশনের বাটনের রুটিন ও আর্কাইভ বিস্তারিত দেখে নিতে পারেন।

      কোন সমস্যা হলে Live MCQ পেইজে মেসেজ দিয়ে জানাবেন।

      পেইজে মেসেজ দিতে ক্লিক করুন – https://m.me/livemcq

      অথবা, কল করুন:
      📱 01701-377322

  14. Ami eibar sss diye chi but choto bela theke eisob somaj seba kaj amr priyo kintu ssc te result khrap er karone venge porsi ami ki eita job ta korte parbo

    1. না, পারবেননা। সমাজকর্মী পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই যেকোন স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে।

      ধন্যবাদ।

      1. mcq tiklei ki viva? Naki r o dhap ache?

        Anumanik koi mash por Ai exam hote pare Jodi July porjnto Apply kora jai?

        Feni Ba Ctg Thke Apply kora jabe?

        1. সাধারণত MCQ তে টিকলে Viva এর মাধ্যমে পরীক্ষাটি নেয়া হয়।
          এটা এখন বলা যাচ্ছে না। সমাজসেবা অধিদপ্তরের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তবে, এই বছরের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
          ফেনী বা চিটাগাং থেকে আবেদন করতে পারবেন।

          যে সকল জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই।
          রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি।
          তবে, এতিম ও শারিরীক প্রতিবন্ধী কোটার প্রার্থী আবেদন করতে পারবেন।

          প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে সহযোগিতার প্রয়োজনে অনুগ্রহ করে সরাসরি Live MCQ পেইজে মেসেজ দিন।
          অথবা, কল করুন: 01701-377322

    1. পাশ মার্ক নয় কাটমার্কের ভিত্তিতে পাস করানো হবে।

  15. কোন ইউনিয়নে কত খালি পদ আছে সেটা কিভাবে দেখব?

    1. কোন ইউনিয়নে কত খালি পদ আছে সেটি জানার সুযোগ নেই। এই নিয়োগে সর্বমোট ২০৯ টি শূন্য পদে জনবল নিয়োগ প্রদান করা হবে।

        1. পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই ব্যাপারটি এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছেনা।

          পরীক্ষা সম্পর্কে কোন আপডেট পাওয়া গেলে আমরা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবো।

    1. কোন ইউনিয়নে কত খালি পদ আছে সেটি জানার সুযোগ নেই। এই নিয়োগে সর্বমোট ২০৯ টি শূন্য পদে জনবল নিয়োগ প্রদান করা হবে।

  16. কোন কোন জেলা আবেদন করতে পারবে না? গোপালগঞ্জ কি পারবে?

    1. জি পারবে।
      যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

    2. আচ্ছা ইউনিয়ন সমাজকর্মী চাকরির ডিউটি টাইম কতটুকু?? প্রতিদিন কতঘণ্টা কাজ করা লাগে??আর এই চাকরি করে কি অনার্সে পড়াশোনা চালানো সম্ভব??

      1. সকল সরকারি চাকরির ন্যায় ৮ ঘণ্টা।

        আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির প্রস্তুতি চালিয়ে নেয়া সম্পূর্ণই আপনার আগ্রহ ও পরিশ্রমের উপর নির্ভর করছে।
        বিসিএস হোক বা অন্য কোন জব, সব চাকরির প্রস্তুতির ক্ষেত্রেই আপনাকে সময় দিতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে। আপনার চাকরির পাশাপাশি যে সময়টুকু পাচ্ছেন তার যথাযথ ব্যবহারের মাধ্যমে ইনশা-আল্লাহ ভালো মানে প্রস্তুতি নিতে পারবেন।

    1. চাকরি শেষে কি কি সুবিধা পাওয়া যাবে কিনা তা মূলত নির্ভর করে সংশ্লিষ্ট নিয়ম ও নীতিমালার উপর। সাধারণত সরকারী চাকরিতে অবসরকালীন বিভিন্ন সুবিধা থাকে যেমন পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি।

  17. Howdy! This is my first visit to your blog! We are a team of volunteers and starting a new initiative in a community in the same niche. Your blog provided us valuable information to work on. You have done a outstanding job!

    1. যারা সমাজসেবা অধিদপ্তরে আগে থেকেই চাকরি করছেন তারাই বিভাগীয় প্রার্থী।

    1. নিজ জেলায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। আর পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই ব্যাপারটি এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছেনা।

      পরীক্ষা সম্পর্কে কোন আপডেট পাওয়া গেলে আমরা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবো।

      ধন্যবাদ।

    1. নিজ জেলায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। আর পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই ব্যাপারটি এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছেনা।

      পরীক্ষা সম্পর্কে কোন আপডেট পাওয়া গেলে আমরা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবো।

  18. ভাই,
    ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগের পরীক্ষাটি যে যে বিষয়ের উপর হবে যেমন: বাংলায় ২০, ইংরেজি ২০,গণিত ১৫,জিকে ১৫।
    এই বিষগুলোর কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে?
    নাকি সব বিষয়ের এ টু জেড পড়তে হবে..?

    1. কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে এটি নির্দিষ্ট করা বলা যাচ্ছে না।
      বাজারের প্রচলিত প্রসিদ্ধ মানের যেকোনো প্রশ্নব্যাংক ফলো করে সেখান থেকে ধারণা নিতে পারেন।
      আপনি চাইলে Live MCQ অ্যাপের ১৩-২০ তম গ্রেডের চলমান রুটিন ফলো করে সেখান থেকে আপনার প্রস্তুতি নিতে পারবেন।

      প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে সহযোগিতার প্রয়োজনে অনুগ্রহ করে সরাসরি Live MCQ পেইজে মেসেজ দিন।
      অথবা, কল করুন: 01701377322.

  19. ভাই,
    ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগের পরীক্ষাটি যে যে বিষয়ের উপর হবে ,
    এই বিষগুলোর কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে?
    নাকি সব বিষয়ের এ টু জেড পড়তে হবে..?

    1. সমাজসেবা অধিদপ্তর এর সমাজকর্মী (ইউনিয়ন) পদের বিগত বছরের পরীক্ষাগুলোতে ৭০ নাম্বারের MCQ পরীক্ষা হয়েছে।
      বাংলা – ২০; ইংরেজি – ২০; জিকে – ১৫, গণিত – ১৫.
      বাজারের প্রচলিত প্রসিদ্ধ মানের যেকোনো প্রশ্নব্যাংক ফলো করতে পারেন।
      আপনি চাইলে Live MCQ অ্যাপের ১৩-২০ তম গ্রেডের চলমান রুটিন ফলো করে সেখান থেকে আপনার প্রস্তুতি নিতে পারেন।

      প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে সহযোগিতার প্রয়োজনে অনুগ্রহ করে সরাসরি Live MCQ পেইজে মেসেজ দিন।
      অথবা, কল করুন: 01701-377322

  20. বর্তমানে যাদের বয়স ত্রিশ চলছে তারা কি আবেদন করতে পারবে যদি তারা কোটাধারী না হয়?

    1. আপনার যদি ১২-০৬-২০২৪ তারিখে ৩০ বছর সম্পন্ন হয় তাহলে সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন।

  21. বর্তমানে যাদের বয়স ত্রিশ চলমান এবং কোটাও নেই তারা কি আবেদন করতে পারবে?

    1. সার্কুলারের আবেদনের যোগ্যতা অনুযায়ী আপনার বয়স ২৯+ হয়ে থাকলে ৩০ অতিক্রম না করলে আবেদন করতে পারবেন।

  22. Amar Degree Session 2017 – 2018 Exam Year 2021 jodio exam hoyeche 2023 and result publish hoyeche 2024 . Application e Passing Year ki dibo?

  23. আমার জন্মস্থান ,বতমান ঠিকানা,হাসবেন্ড বাড়ি,তিনটা ভিন্ন জেলা।জব হলে কোন ঠিকানায় পোস্টিং হয়?

    1. আবেদনের সময় স্থায়ী ঠিকানা যেখানে দিয়েছেন সেখানে জব হবে।
      আপনি চাইলে ঠিকানা পরিবর্তনের আবেদন করে আপনার হাজবেন্ডের ঠিকানায় দিতে পারেন।

  24. apply krchi ami thiki but apply copy dowland krte parini..akhon payment krbo ki kre..ba copy ta kothay hte download krte pari?

    1. অনলাইনে আবেদনের লিংকঃ http://dss.teletalk.com.bd

      আবেদনের লিংকে গিয়ে Applicants Copy তে User ID ও Password সাবমিট করে আপনার Applicant Copy ডাউনলোড করে নিন।
      সেখানে Payment Status এ User ID দিয়ে পেমেন্ট সম্পন্ন করে নিতে পারেন।

  25. আমি আবেদন করেছি! কিন্তু এপলিকেশন ফরমটি ডাউনলোড করতে গিয়ে পুনরায় আগের ড্যাশবোর্ড-এ চলে এসেছে।
    এখন আবেদনটি কি হয়েছে?

    1. পেমেন্ট না করা পর্যন্ত আবেদন সম্পূর্ণ হয়না। আপনি চাইলে পুনরায় আবেদন করে ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন।
      ধন্যবাদ।

  26. আবেদন করেছি কিন্তু ইউজার আইডি ও পিন কোনটি সংরক্ষণ নেই ,,
    পুনরায় আইডি পিন উদ্ধার করার উপায় জানাবেন প্লিজ

    1. নিচে প্রদত্ত লিংক থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড রিকভার করা যাবে। এছাড়াও, এডমিট কার্ড ডাউনলোডের মেসেজে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়।

      http://dss.teletalk.com.bd/admitcard/index.php

  27. পরীক্ষা কী হয়ে গেছে? অথবা কোনো আপডেট আছে?

    1. জি, না। এখনো পরীক্ষার তারিখ নিয়ে কোন ঘোষণা আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।