প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। আপনারা যারা প্রথমবার বিসিএস প্রস্তুতি নিচ্ছেন মূলত তাদের কথা বিবেচনা করে আমাদের নিয়মিত আয়োজন ২০০ দিনের এই স্টাডিপ্ল্যানটি প্রণীত। এই স্ট্যাডিপ্ল্যানের পরীক্ষাগুলো দুটি বাটনে অনুষ্ঠিত হয় ⎯ i) ডেইলি কুইজ ও ii) নতুনদের বিসিএস প্রস্তুতি।
PSC প্রদত্ত বিসিএস প্রিলিমিনারির যে সিলেবাস রয়েছে, সেটিকে টপিক অনুসারে ছোট ছোট ভাগ করে এই রুটিনটি প্রণয়ণ করা হয়েছে। এতে ডেইলি কুইজসহ মোট ১৯০টি পরীক্ষা রয়েছে।
নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের মূল টপিককে ছোট দুই ভাগে ভাগ করে প্রথমে দুইটি ডেইলি কুইজ হয় এবং তৃতীয় দিন মূল টপিকের উপর পরীক্ষা হয়। এতে করে একইসাথে পড়ার পাশাপাশি একবার উক্ত টপিকটি রিভিশনও হয়ে যাচ্ছে। পরবর্তীতে নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনে ৬টি মূল পরীক্ষা শেষ হওয়ার পর উক্ত পরীক্ষাগুলোর টপিকের উপর আলাদাভাবে একটি রিভিশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয়বার রিভিশন শেষ হয়ে যাবে।
পর্যাক্রমে মোট ১৯০টি পরীক্ষার মাধ্যমে পুরো সিলেবাস সম্পন্ন হবে। এই ১৯০টি পরীক্ষার পাশাপাশি প্রতি শুক্রবার একটি ২০০ মার্কের ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে।
২০০ দিনে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির রুটিনে থাকছে-
- মোট পরীক্ষার সংখ্যা: ১৯০টি।
- ডেইলি কুইজ ⎯ ১২০টি
- নতুনদের প্রস্তুতি ⎯ ৬০টি ও
- রিভিশন পরীক্ষা ⎯ ১০টি।
- লাইভ পরীক্ষা শুরু: ১৭ ডিসেম্বর, ২০২৪
- মোট ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF: ৬১৫টি।
আরোও থাকছে-
- সেন্ট্রাল আর্কাইভ: ৪.৪ লাখ+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ],
- ১০ম – ৪৬তম বিসিএস, ব্যাংকসহ ৮৫০টি জব সল্যুশন পরীক্ষার মোট প্রশ্ন: ৪৪ হাজার+,
- ৭০০+ ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF,
- 24/7 Career Consultancy!
- স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুম-সহ অসংখ্য স্টাডি সহায়ক প্রিমিয়াম ফিচার!
Live MCQ-তে সবগুলো বাটনেই সারাবছর জুড়ে চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। যেকোনো সময় পরীক্ষা দেওয়া শুরু করলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই [এই রুটিনের ক্ষেত্রে ২০০ দিনে] পুরো সিলেবাস সম্পন্ন হবে।
২০০ দিনে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন
২০০ দিনে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন। এছাড়া বিষয়ভিত্তিক কোনো দুর্বলতা থাকলে তা দূর করার জন্য Live MCQ অ্যাপের সাবজেক্ট কেয়ার বাটনে বিসিএসের সকল সাবজেক্টের ক্লাসসহ পরীক্ষা রয়েছে।
Leave A Comment