ব্লগNewsপ্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা স্থগিত করল হাইকোর্ট

প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা স্থগিত করল হাইকোর্ট

হাইকোর্টের নির্দেশে! প্রথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা স্থগিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ স্থগিত ঘোষণা করেছে মহামান্য হাইকোর্ট। এই ঘোষণার মাধ্যমে ৪৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিত হয়ে গেলো। আজ ২৮মে ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জমান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

উল্লেখ্য যে গত ২৯ মার্চ ২০২৪ তারিখে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ টি জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তিতে ২১ এপ্রিল ২০২৪ তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলেও মেঘনা ও যমুনা সেটের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের ফলাফল না আসায় সেদিন রাতেই আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পুনঃমূল্যায়িত ও সংশোধিত ফলাফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পুনঃমূল্যায়িত এই নতুন ফলাফল থেকে জানা যায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে সর্বমোট ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছিল। পরবর্তীতে আগামী ৯ জুন থেকে ১২ জুন পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা হওয়ার কথা থাকলেও আজকের হাইকোর্টের এই ঘোষণার পর এই মৌখিক পরীক্ষাটি অনিশ্চিত হয়ে গেছে।

আরও দেখুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন
আরও দেখুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত ফলাফল
আরও দেখুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

3 জনের মতামত “প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা স্থগিত করল হাইকোর্ট

  1. ভাইভা হয়ে গেছে অনেকের এখন স্থগিত করার কারণ কি?অনেকের সপ্ন এভাবে ভেঙে না দিয়ে যেহেতু প্রশ্ন ফাঁস এর কথা উঠেছে যারা প্রশ্ন পেয়েছে নিশ্চয়ই তারা সর্বউচ্চ মার্কস পেয়েছে রিটেন পরিক্ষার প্রশ্নে একজন কতো মার্কস পেতে পারে ওই ভাবে মুল্যায়ন এর আকুল আবেদন যানাচ্ছি।

    1. আপনি চাইলে আপনার মতামতের বিষয়ে DPE এর নিকট আপনার আবেদন মেইল করে জানাতে পারেন।
      ধন্যবাদ ও শুভকামনা রইল।

  2. ভাইভা হয়ে গেছে অনেকের এখন স্থগিত করার কারণ কি?অনেকের সপ্ন এভাবে ভেঙে না দিয়ে যেহেতু প্রশ্ন ফাঁস এর কথা উঠেছে যারা প্রশ্ন পেয়েছে নিশ্চয়ই তারা সর্বউচ্চ মার্কস পেয়েছে রিটেন পরিক্ষার প্রশ্নে একজন কতো মার্কস পেতে পারে ওই ভাবে মুল্যায়ন এর আকুল আবেদন যানাচ্ছি।নিয়োগ কার্যক্রম দয়াকরে বন্ধ করবেন না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।