প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ২০২৪

প্রিয় চাকরি প্রার্থীগণ, প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে গত ৬ মার্চ ২০২৪ তারিখে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ নির্ধারিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পলিসি এবং অপারেশন) পরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে সর্বপ্রথম এই বিষয় টি নিশ্চিত করা হয়। উক্ত অফিস আদেশের মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ প্রশাসনিক কাজের স্বার্থে ২২ মার্চ এর পরিবর্তে ২৯ মার্চ নির্ধারন করা হয়েছিল।

আজ ২৯ মার্চ সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের এই পরীক্ষায় ৬ হাজার ২০২ টি আসনের বিপরীতে পার্বত্য জেলাগুলো বাদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার ৪১৪ টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ৩ লাখ ৪৯ হজর ২৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এক নজরে দেখে নিন প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন

আজ রাত ১২ টায় প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার মূল প্রশ্নের উপর Live MCQ অ্যাাপে লাইভ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শীঘ্রই প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান প্রকাশ করা হবে। আমাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাাপে আপনারা এই সমাধান টি পেয়ে যাবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান PDF দেখতে এই লিংকে ক্লিক করুন।

উল্লেখ্য যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্চভিত্তক এই নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষাগুলোও ধাপে ধাপে নেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতায় গত ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় যেখানে সর্বমোট ২৪৯৭ জন প্রার্থী উত্তীর্ণ হন।

হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।