প্রিয় চাকরি প্রত্যাশীগণ ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে গতকাল ৩১ মে ২০২৪ তারিখে সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত ঘন্টাব্যাপী ডাক বিভাগের সহকারী পোষ্ট মাস্টার পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২ লক্ষ ১৭ হাজার ৫৭৯ জন প্রার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল এবং যেখানে ভালো উপস্থিতি লক্ষ্য করা যায়। ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার প্রশ্নের সংখ্যা ছিল ৭০ টি যেখানে প্রতি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ ছিল। এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণজ্ঞান অংশ থেকে প্রশ্ন এসেছে।
এক নজরে ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার প্রশ্ন দেখুন
উল্লেখ্য যে ১১ জুলাই ২০২১ সালে ডাক বিভাগের উপজেলা পোষ্ট মাস্টারপদের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি টি প্রকাশ করে বাংলাদেশ ডাক বিভাগ। সর্বমোট ২১ টি ক্যাটাগরিতে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৬ নম্বর ক্যাটাগরিতে উপজেলা পোষ্টমাস্টার পদের জন্য শূন্য পদের সংখ্যা ছিল ৯৬ টি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘদিন পর গত ১৯ মে ২০২৪ তারিখে ডাক বিভাগের উপজেলা পোষ্ট মাস্টার পদের পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস এবং প্রবেশপত্রের ডাউনলোড লিংক প্রকাশ করা হয়।
Leave A Comment