জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI নিয়োগ প্রস্তুতির রুটিন

প্রিয় ব্যবহারকারীগণ, Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেই সাথে পড়াশোনার সাথে আছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI নিয়োগ প্রস্তুতির রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। চলতি বছর বেশ বড়সড় কিছু নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় গত ২২ মার্চ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর AD-সহ ২৫৫ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বর্তমান চলমান নিয়োগটি NSI-এর ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ হতে যাচ্ছে। ইতোমধ্যে সকল পদে আবেদন শুরু হয়েছে এবং ২০ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন চলবে। NSI-এর পরীক্ষাগুলো আগামী জুন মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সহকারী পরিচালক পদের পরীক্ষা IBA নেওয়ার সম্ভাবনা রয়েছে। মূল পরীক্ষার আগে তাই হাতে সময় খুব কম। সার্বিক দিক বিবেচনায় রেখেই মূলত রুটিন প্রণয়ন করা হয়েছে।
NSI প্রস্তুতির স্টাডি প্ল্যানে রয়েছে –
- ৩০টি বিষয়ভিত্তিক ও ফুল মডেল টেস্ট পরীক্ষা
- ১০টি সাজেশনমূলক ক্লাস
- ১৯টি NSI জব সল্যুশন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যা ও সমাধানসহ]
- স্টাডি সহায়ক অসংখ্য প্রিমিয়াম ফিচার।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI নিয়োগ প্রস্তুতির রুটিনের বিস্তারিত-
- মোট লাইভ পরীক্ষা: ৩০টি
- বিষয়ভিত্তিক পরীক্ষা: ২৫টি
- ফুল মডেল টেস্ট: ৫টি
- লাইভ পরীক্ষা শুরু: ২১ এপ্রিল, ২০২৫
- মোট সাজেশন ক্লাস: ১০টি
- মোট NSI জব সল্যুশন: ২০টি
সাথে থাকছে ⎯
> আর্কাইভের ৪.৭৩ লাখ+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ] > ১০০০+ ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF! > 24/7 Career Consultancy! > স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুম-সহ অসংখ্য স্টাডি সহায়ক প্রিমিয়াম ফিচার!
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI নিয়োগ প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI নিয়োগ প্রস্তুতির রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
উল্লেখ্য, Live MCQ-এর যেকোন প্রিমিয়াম প্যাকেজ থাকলে NSI প্রস্তুতির সকল পরীক্ষা ফ্রি থাকবে। মূল পরীক্ষার তারিখ ঘোষণা করা হলে রুটিন সমন্বয় করা হবে এবং মডেল টেস্ট-এর সংখ্যা বাড়ানো হতে পারে। আশা করি, আমাদের এই নতুন আয়োজন আপনার NSI-এর প্রস্তুতিকে গোছানো, সুন্দর ও শাণিত করবে। নতুন উদ্যমে NSI প্রস্তুতি শুরু হোক দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে!



