ব্লগRoutine২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন | Bank Exam Preparation Routine for 2023

২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন | Bank Exam Preparation Routine for 2023

Bank-85 days Prep-july 25-1200 Image

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। এই বিসিএসের এর মাধ্যমে সরকার শিক্ষাখাতে ৬৮৩ জন নতুন শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। ২১ থেকে ৩২ বছরের মধ্যে প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। ২১ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও দেখুন: বিসিএস সংক্রান্ত সকল প্রশ্ন এবং উত্তর জানুন
আরও দেখুন: ৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন – সম্পূর্ণ গাইডলাইন

৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য:

  • পদ সংখ্যা: ৬৮৩টি।
  • আবেদনের সময়সীমা: ২২ জুলাই – ২২ আগস্ট, ২০২৫
  • আবেদনের বয়সসীমা: ২১ – ৩২ বছর [১ জুলাই, ২০২৫ থেকে]
  • আবেদন ফি: ২০০ টাকা [কোটা থাকলে – ৫০ টাকা]
  • আবেদনের লিঙ্ক: http://bpsc.teletak.com.bd/

৪৯তম বিশেষ বিসিএস শিক্ষা বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন । 49th Special BCS Education Circular 2025

৪৯তম বিসিএস (শিক্ষা) ২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি প্রত্যাহার সংক্রান্ত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি

৪৯তম স্পেশাল বিসিএস [শিক্ষা]-এর ফরম পূরণের নির্দেশনা

পরীক্ষার কাঠামো: কীভাবে মূল্যায়ন হবে?

মোট নম্বর: ৩০০

  • লিখিত (MCQ) পরীক্ষা: ২০০ নম্বর
  • মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর

লিখিত (MCQ Type) পরীক্ষার বিষয়ভিত্তিক বণ্টন (সর্বমোট- ২০০ নম্বর):

  • সাধারণ বিষয়সমূহ: ১০০ নম্বর
  • সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়: ১০০ নম্বর

পরীক্ষার সময়: ২ ঘণ্টা
নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে

লিখিত পরীক্ষা (MCQ Type) অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ

৪৯তম বি.সি.এস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (MCQ Type)-২০২৫ সালের অক্টোবর মাসের ১ম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

প্রস্তুতির সঠিক সময় এখন!

  • যারা শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার গড়তে চান, এখনই সঠিক সময় প্রস্তুতি শুরু করার।
  • সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন।
  • বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন।
  • MCQ অংশে সময় ম্যানেজমেন্ট অনুশীলন করুন।

শেষ কথা

৪৯তম স্পেশাল বিসিএস ২০২৫ শিক্ষা ক্যাডারে চাকরি প্রার্থীদের জন্য একটি গোল্ডেন অপারচুনিটি। সময় অপচয় না করে, এখনই প্রস্তুত হন এবং স্বপ্নের সরকারি চাকরির পথে এগিয়ে যান Live MCQ এর সাথে।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সকল সরকারি-বেসরকারি চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন Live MCQ™ অ্যাপে।

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

৪.৬
5/5

কোম্পানির তথ্য

RJSC রেজিস্ট্রেশন নম্বর: C-180637

Registrar of Joint Stock Companies and Firms of the People’s Republic of Bangladesh

আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন 📲

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

Subscription Form - Live MCQ

© স্বত্বাধিকার ২০১৭ – ২০২৫  |  সর্বস্বত্ব সংরক্ষিত  |  CrackTech Limited দ্বারা পরিচালিত

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।