প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর ১১২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের জন্য সুখবর! সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর ১১২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গতকাল ৩১ আগস্ট, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক বিভিন্ন পদসমূহে নিয়োগের লক্ষ্যে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে।
এর পূর্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে সর্বমোট ২১৬৯ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। পরবর্তীতে নতুন বিধিমালা অনুসারে উক্ত নিয়োগের শূন্যপদ সংখ্যা কমিয়ে ১১২২টি শূন্যপদে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আরও দেখুন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫
একনজরে বিজ্ঞপ্তির মূল বিষয়সমূহ:
- পদের নাম: প্রধান শিক্ষক
- মোট পদসংখ্যা: ১১২২ টি
- আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর, ২০২৫
- আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর, ২০২৫
- বয়সসীমা: ৩২ বছর
আবেদনের যোগ্যতা :
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর ১১২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পূর্বের প্রধান শিক্ষক এর ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ পরীক্ষার কাঠামো
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
মানবন্টন:
| পরীক্ষার বিষয় | নম্বর | সর্বনিম্ম পাস নম্বর | সময় | |
| লিখিত পরীক্ষা | বাংলা | ২৫ | ৫০% | ৯০ মিনিট |
| ইংরেজি | ২৫ | |||
| গণিত ও দৈনন্দিন বিজ্ঞান | ২০ | |||
| সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) | ২০ | |||
| মোট নম্বর | ৯০ | |||
| মৌখিক পরীক্ষা | ১০ | ৫০% | – | |
| সর্বমোট নম্বর | ১০০ | – | – | |
অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিকের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত ও মৌখিক মিলে মোট নম্বর হবে ১০০।




I’m challenging dynamic and hard work this circular
আপনার জন্য শুভকামনা রইল।
এটার নিয়োগ কি নিজ উপজেলাতেই হবে?
নিয়োগ উপজেলা ও ক্ষেত্রমতে থানাভিত্তিক ভাবে হতে পারে।
পরীক্ষা শুধু mcq আর মৌখিক হবে?
জি, শুধু MCQ ও মৌখিক পরীক্ষা হবে।
How can I get the syllabus?
সিলেবাস প্রকাশিত হয় নি। গেজেটে মানবন্টন দেওয়া হয়েছে, আপনি প্রাইমারি সহকারী শিক্ষকের সিলেবাস অনুসরণ করুন। উভয় পদের মানবণ্টন ও সিলেবাস একই।
আবেদন লিংক পাচ্ছি না
আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ থেকে আবেদন শুরু হবে; তখন লিংক ওপেন করা হবে। ধন্যবাদ।
আমিও
যারা এপ্প্লিলাই করেছপন তারা হেল্প করুন
আবেদন এখনো শুরু হয়নি। অনুগ্রহ করে, অপেক্ষা করুন।
এক্সাম কবে অনুষ্ঠিত হতে পারে?
এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরীক্ষার তারিখ নির্ধারিত হলে পেইজে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
৫০% নম্বর পাইলেই কি ভাইবা দেওয়া যাবে নাকি?
জি, ৫০% মার্ক পেলেই পাস হিসেবে গণ্য করা হবে।
এই পরীক্ষা কবে নাগাদ হতে পারে, কোনো ধারণা দিতে পারবেন?
এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে, পরীক্ষার তারিখ নির্ধারিত হলে আমাদের পেইজে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
circular ti khuje passi na
অনুগ্রহ করে দেখে নিন- https://www.facebook.com/share/p/14JduipqeQ7/
এক্সাম কবে অনুষ্ঠিত হতে পারে?
এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরীক্ষার তারিখ নির্ধারিত হলে মোবাইলে এডমিট কার্ড ডাউনলোডের মেসেজ পেয়ে যাবেন।
আবেদন কবে শুরু হবে?
আবেদন আজ থেকে শুরু হয়েছে ভাইয়া।
উত্তর যদি সঠিক না হয় তাহলে নাম্বার কাটা হবে কিনা
জি, নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর।
এখানে লেখা লিখিত। তার মানে কি প্রশ্নের উত্তর লিখে পরীক্ষা দিতে হবে নাকি MCQ ই হবে?
MCQ-ই হবে।
বিবাহিত বা অবিবাহিত ব্যাপারে কোন বাধ্যবাদকতা আছে কি?
আবেদনের ক্ষেত্রে বিবাহিত বা অবিবাহিতদের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই।
বিবাহিত হওয়ার শর্তে ও কি বাবার বাড়ির ঠিকানা স্থায়ী ঠিকানা ব্যবহার করা যাবে।কারণ ভোটের কার্ডে আমার বাপের বাড়ির ঠিকানা।
বিবাহিত হয়ে থাকলে সাধারণত স্বামীর বাড়ির ঠিকানা দিয়ে আবেদন করতে হয়, আপু।
সার্কুলারে লেখা লিখিত পরীক্ষা। এখানে লিখিত বলতে কি বুঝাচ্ছে? যেহেতু আপনি বলছেন mcq হবে।
সাধারণত MCQ এর পর সরাসরি ভাইভা অনুষ্ঠিত হলে সেই MCQ পরীক্ষাকে লিখিত পরীক্ষা বলা হয় ভাইয়া।
সঠিক উত্তর দিতে না পারলে নাম্বার কাটা হবে কিনা
আবেদন লিংটা দেওয়া যাবে?
Web address: http://bpsc.teletalk.com.bd
লিংক এ তো এপ্লিকেশন ফর্ম নেই এই নিয়োগ এর
appeared certificate দিয়ে কি আবেদন করা যাবে?
পরীক্ষা কি উপজেলায় হবে নাকি ঢাকায় হবে?
আসসালামুয়ালাইকুম স্যার, অভিজ্ঞতার অপশন আছে কি
জি আপু।
appeared diye ki apply kora jabe ?
না ভাইয়া।