সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনাদের জন্য সুখবর! ২০২২ সালভিত্তিক অফিসার জেনারেল নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী:
- লিখিত পরীক্ষা: ১৫ আগস্ট, ২০২৫
- মোট উত্তীর্ণ প্রার্থী: ৪৮৯৮ জন
- মৌখিক পরীক্ষা: ১২ অক্টোবর, ২০২৫
- পদসমূহ: ১৫৯৭টি শূন্যপদে নিয়োগ
- বিষয়: অফিসার (সাধারণ), ১০ম গ্রেড, Job ID- 10202
এই নিয়োগে ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে“অফিসার (সাধারণ)” পদে মোট ১৫৯৭টি শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে।



