ব্লগNoticeকাজী নজরুল ইসলাম-কে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি

কাজী নজরুল ইসলাম-কে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন

প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এর পূর্বে কাজী নজরুল ইসলাম সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত হলেও তাঁকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে সরকারিভাবে কোনো গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়নি। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে উপদেষ্টা পরিষদে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়।

গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রজ্ঞাপিত বিজ্ঞপ্তি অনুসারে কবি কাজী নজরুল ইসলামকে ২৪ মে ১৯৭২ সালে সপরিবারে কলকাতা থেকে ঢাকায় আনা হয় এবং বসবাসের জন্য ধানমন্ডি ২৮ নম্বর পুরাতন সড়কের ৩৩০-বি বাড়িটি বরাদ্দ প্রদান করা হয়। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম-কে ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছর তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত।

১৯৭৬ সালের ২৯ আগস্ট কবির মৃত্যুবরণের পর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় তার ইচ্ছেনুযায়ি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম-কে জাতীয় কবি হিসেবে সম্বোধন করে ‘কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮’ জারি করা হয়।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, অবিভক্ত ভারতের কলকাতার এলবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে নেতাজী সুবাস চন্দ্র বসু, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, এস. ওয়াজেদ আলী, দীনেশ চন্দ্র দাশসহ অন্যান্য বরণ্যে ব্যক্তিত্বের উপস্থিতিতে ১৯২৯ সালের ১০ ডিসেম্বর কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কাণ্ডারী’ এবং ‘জাতীয় কবি’ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দেয়া বাণীতে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টাগণ কবিকে ‘জাতীয় কবি’ হিসেবে আখ্যায়িত করেন।

যেহেতু বাংলাদেশের জনগণ কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে সেহেতু তাঁকে ঢাকায় আগমনের তারিখ ২৪ মে ১৯৭২ থেকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশের প্রস্তাব উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হওয়া সাপেক্ষে কাজী নজরুল ইসলাম-কে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এক নজরে কাজী নজরুল ইসলাম-কে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে জারি করা প্রজ্ঞাপন

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

2 জনের মতামত “কাজী নজরুল ইসলাম-কে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি

    1. সরকারি গেজেটে ‘০৪ মে ১৯৭২’ উল্লেখ থাকলেও একই গেজেটের প্রথম পাতায় ও অধিকাংশ ঐতিহাসিক সূত্রে নজরুলের ঢাকায় আগমন ‘২৪ মে, ১৯৭২’—সেই অনুযায়ী পোস্টটি সংশোধন করা হলো। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।