৪৩তম বিসিএস তথ্য ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন

প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৩তম বিসিএস তথ্য ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুসারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বেতার- ১ শাখা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০ এর মাধ্যমে বিসিএস তথ্য ক্যাডারে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগে সহকারী পরিচালক (অনুষ্ঠান) পদে ২ জন এবং প্রকৌশল বিভাগে সহকারী বেতার প্রকৌশলী পদে ৩৪ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ- ১ শাখা কতৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে ৪৩তম বিসিএস থেকে বিসিএস তথ্য সাধারণ ক্যাডারে ২০ জন কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে যোগদানের নির্দেশনা রয়েছে। গতকাল ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়।



