৪৩তম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন

প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৩তম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুসারে ৪৩তম বিসিএস থেকে ২৬৭ জন কর্মকর্তাকে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়। এছাড়াও সহকারী কমিশনারদের চাকরি শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে যাথাপযুক্ত পদে পদায়নের লক্ষ্যে তাঁদের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে বলেও জানানো হয়। সহকারী কমিশনাগণদের নির্বাহী মেজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে যোগদানের নির্দেশনাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



