ব্লগAdmit Card১৩৭৭ পদে খাদ্য অধিদপ্তর এডমিট কার্ড ডাউনলোড করুন ২০২৪

১৩৭৭ পদে খাদ্য অধিদপ্তর এডমিট কার্ড ডাউনলোড করুন ২০২৪

১৩৭৭ পদে খাদ্য অধিদপ্তর এডমিট কার্ড ডাউনলোড করুন

প্রিয় চাকরি প্রার্থীগন ১৩৭৭ পদে খাদ্য অধিদপ্তর এডমিট কার্ড প্রকাশিত হয়েছে। ১৬ জুলাই থেকে ২৬ জুলাই (অপারেটর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টেভেডর সরদার, সহকারী অপারেটর) এই ৫ টি ক্যাটাগরিতে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এডমিট কার্ড ডাউনলোডের জন্য প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে User ID এবং Password দিয়ে Login করতে হবে।

DG Food Admit Card Download 2024

এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত যেকোন প্রয়োজনে সরকারি ছুটির দিন ব্যাতিত সকাল ৯:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত 01305703874 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

16 জনের মতামত “১৩৭৭ পদে খাদ্য অধিদপ্তর এডমিট কার্ড ডাউনলোড করুন ২০২৪

    1. ৯ম – ২০ তম গ্রেডের খাদ্য অধিদপ্তরের জন্য প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে আলাদা করে রুটিন দিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে।
      আপনি চাইলে উক্ত রুটিন ফলো করে আপনার প্রস্তুতি নিতে পারবেন।

      প্রস্তুতি সংক্রান্ত সহযোগিতা পেতে সরাসরি Live MCQ পেইজে মেসেজ দিন।
      অথবা, কল করুন: 01701377322.

  1. ১৮ জুলাই থেকে ইন্টারনেট ছিলো না ২৬ জুলাই পর্যন্ত। তাই এডমিট কার্ড ডাউনলোড করতে পারি নাই। পরবর্তী করণীয় যদি জানাতেন উপকৃত হতাম। ধন্যবাদ।

    1. দেশের সার্বিক পরিস্থিতির কারণে ডাউনলোডের সময়সীমা বৃদ্ধি করা হবে আশা করছি।

      অনুগ্রহ করে আপডেট জানতে আমাদের Live MCQ ওয়েবসাইট, পেইজ ও গ্রুপের পোস্টে খেয়াল রাখুন।

      অথবা সংশ্লিষ্ট ওয়েবসাইটের হেল্পলাইনে যোগাযোগ করে নিতে পারেন।

  2. আমি সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে পদে আবেদন করেছি‌। আমি কবে এডমিট ডাউনলোড করতে পারবো?

    1. এখনো এডমিট ডাউনলোডের নোটিশ দেয় নি।
      আপনার ফোনে এসএমএস দিয়ে জানিয়ে দেয়া হবে।

    2. আপু আপনার কি এসএমএস এসেছে বা এডমিট কার্ড কি ডাউনলোড করা হয়েছে?

  3. সহকারী খাদ্য উপপরিদর্শক পদের পরিক্ষা কি এই মাসে হবে…?

    1. এখনো পরীক্ষার তারিখের নোটিশ দেয় নি।
      এ বিষয়ে আপডেট আসলে আমাদের পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

      1. সহকারী খাদ্য উপপরিদর্শক পদের পরিক্ষার তারিখ কি প্রকাশ করেছে?

        1. এখনো প্রকাশ হয়নি।

          পরীক্ষার তারিখ ঘোষণা হলে আমরা আপডেট জানিয়ে দিবো।

          কাইন্ডলি আমাদের ব্লগ পোস্টের পাশাপাশি Live MCQ পেইজ ও গ্রুপে খেয়াল রাখুন, ধন্যবাদ।

  4. সহকারী খাদ্য উপপরিদর্শক এডিমিড কবে পেতে পারি।

  5. অফিস সহায়ক পদের পরিক্ষার তারিখ কি প্রকাশ করেছে?

    1. পরীক্ষার তারিখ নির্ধারিত হলে মোবাইলে এডমিট কার্ড ডাউনলোডের মেসেজ পাবেন ভাইয়া।

      1. সহকারী খাদ্য উপপরিদর্শক এডিমিড কবে পেতে পারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।