ব্লগExam Dateসমন্বিত ৪ ব্যাংকের সহকারী প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

সমন্বিত ৪ ব্যাংকের সহকারী প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

সমন্বিত ৪ ব্যাংকের সহকারী প্রোগ্রামার / এসিস্ট্যান্ট প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এই পর্যায়ে গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া সমন্বিত ৪ ব্যাংকের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৫ জুন, ৬ জুন এবং ৯ জুন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা) মতিঝিল, ঢাকা এর ঠিকানায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

সমন্বিত ৪ ব্যাংকের সহকারী প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

উল্লেখ্য যে এই সমন্বিত ৪ ব্যাংকের ব্যাংক সমূহের – সোনালী ব্যাংক পিএলসি তে ২৬ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২ জন, কর্মসংস্থান ব্যাংকে ৩ জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যাংকে ২ জন সহ মোট ৩৩ জন নিয়োগ পাবন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।