বার কাউন্সিল এনরোলমেন্ট MCQ পরীক্ষার অনলাইন ফরম পূরণ বিজ্ঞপ্তি

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার কাউন্সিল এনরোলমেন্ট MCQ পরীক্ষার অনলাইন ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির পরবর্তী MCQ পরীক্ষার অনলাইন ফরম পূরণ প্রক্রিয়া ১ অক্টোবর বিকাল ৫ টা থেকে ৩১ অক্টোবর, ২০২৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত চলমান থাকবে। তালিকাভুক্ত যে প্রার্থীগণের ৬ মাসের শিক্ষানবিশ-কাল ইতোমধ্যে পূর্ণ হয়েছে বা ফরম পূরণের নির্ধারিত সময়সীমার মধ্যে তা পূর্ণ হবে সেসকল যোগ্য প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করতে পারবেন।
আবেদন লিঙ্ক: bar.teletalk.com.bd
বার কাউন্সিল এনরোলমেন্ট MCQ পরীক্ষার অনলাইন ফরম পূরণ বিজ্ঞপ্তি






Bar preliminary
বার কাউন্সিল এনরোলমেন্ট-২০২৫ এর জন্য আমাদের অ্যাপে নিয়মিত রুটিন অনুযায়ী এক্সাম চলমান রয়েছে। আপনি এই রুটিনটি ফলো করে প্রিলির জন্য প্রস্তুতি নিতে পারবেন।
বিস্তারিত জানতে কাইন্ডলি পেইজে মেসেজ দিন – https://m.me/livemcq
অথবা, কল করুন:
📱 01701-377322