সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রিয় চাকরি প্রার্থীগণ ২৭ জুন ২০২৩ সালে প্রকাশিত ১৫৯ টি শূন্য পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার এর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ ২৭ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয় টি নিশ্চিত করা হয়।
সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার এর সংশোধিত বিজ্ঞপ্তির বিস্তারিতঃ
আবেদন শুরুর তারিখঃ ১ জুলাই ২০২৪ তারিখ দুপুর ১২:০০ টা
আবেদন জমাদানের শেষ তারিখঃ ২২ আগষ্ট ২০২৪ তারিখ সন্ধ্যা ৬:০০ টা
অনলাইনে আবেদনের লিংকঃ http://bpsc.teletalk.com.bd
আবেদনের বয়সসীমাঃ সর্বোচ্চ ৪৫ বছর
সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে আবেদনের যোগ্যতাঃ
(ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। বর্ণিত পদের নিয়োগবিধি অনুযায়ী বিভাগীয় বিভাগীয় প্রার্থী হিসেবে ২ বছর অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই।
(খ) ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রীধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
(গ) জনপ্রশাসন মন্ত্রনালয়ের গপ্ত ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের আদেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐসকল শিক্ষকগণ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এক নজরে ২০২৩ সাল ভিত্তিক সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসারের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
বিজ্ঞপ্তি-১


বিজ্ঞপ্তি-২















তিন বছর মেয়াদি ডিগ্রি ও দুই বছর মেয়াদি মাষ্টাস রা কি আবেদন করতে পারবে ( বাউবি থেকে)
বিভাগীয় প্রার্থী অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত যেকোন শিক্ষকগণ (৪ বছর মেয়াদী অনার্স/বা তার সমমান ডিগ্রীধারী) আবেদন করতে পারবেন।
প্রাইমারি শিহ্মক ছাড়া সাধারন চাকরি পার্থীরা আবেদন করতে পারবে?
শুধুমাত্র বিভাগীয় প্রার্থী অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত যেকোন শিক্ষকগণ আবেদন করতে পারবেন। সাধারণ প্রার্থীদের আবেদনের সুযোগ নেই।
এটিও আবেদনের জন্য কি সময় বাড়িয়ে দিবে না। আমি নেট সমস্যা জন্য আবেদন করতে পারিনি। বলবেন স্যার সময় বাড়ানো হবে কি না।
জি সময় বাড়ানো হয়েছে ৮ আগস্ট, ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।
তাহলে application not available দেখায় কেন?
৩১ জুলাই পর্যন্ত BPSC-এর সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
১ আগস্ট থেকে শুরু হবে।
ধন্যবাদ। 🙂
ভাই, তিন বছর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে না। প্রিলি মাস্টার্স ছাড়া।
শুধুমাত্র বিভাগীয় প্রার্থী অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত যেকোন শিক্ষকগণ (৪ বছর মেয়াদী অনার্স/বা তার সমমান ডিগ্রীধারী) আবেদন করতে পারবেন।
স্যার এটিও আবেদন আন আভেইল্যাবল দেখাচ্ছে। এটা হওয়ার কারন কি?
৩১ জুলাই পর্যন্ত BPSC-এর সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
১ আগস্ট থেকে শুরু হবে।
ধন্যবাদ। 🙂
২৩ সালে সাধারণ যারা আবেদন করেছিলো তারা কি করবে এখন? তাদের টাকা কি ফেরত দিবে?
সাধারণ প্রার্থী হিসেবে যারা আবেদন করেছিলো তাদের প্রার্থীতা বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। বাকিটা পিএসসির সিদ্ধান্তের উপর নির্ভরশীল।
syllabus kivabe jana jabe?
Live MCQ অ্যাপের PDF Section > Live MCQ ও Live Written টিম প্রণীত লেকচার > Live MCQ ও Live Written প্রণীত পিএসসি নন ক্যাডার (৯ম – ১৩ তম গ্রেড) প্রিলি ও লিখিত প্রস্তুতির গাইডলাইন দেখুন।
ATEO এর জন্য Live MCQ অ্যাপে প্রিলি প্রস্তুতির নতুন রুটিন দেয়া হয়েছে।
প্রস্তুতি সংক্রান্ত সহযোগিতা পেতে সরাসরি Live MCQ পেইজে মেসেজ দিন।
অথবা, কল করুন: 01701-377322.
applicaton এর experience এর ঃঘরটা পূরনের নিয়মাবলিটা একটু দিবেন।
বিজ্ঞাপনের শর্তানুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা/ প্রশিক্ষণ থাকলে Yes, না থাকলে No এবং প্রযোজ্য নয় হলে Not Applicable ক্লিক করে পূরণ করতে হবে।
তাঁর সমমান ডিগ্রিধারী বলতে কি বুঝানো হয়েছে?
অনার্সের সমমান অন্যান্য ডিগ্রির কথা বুঝানো হয়েছে। যেমন: ৩ বছরের ডিগ্রির পর ২ বছরের মাস্টার্স কমপ্লিট হলে অনার্স সমমান ধরা হয়।
আমি primary teacher নই। আমি প্রথম বার circular এ application করেছিলাম। এখন আমার sms asche ami ki exam dite parbo.
এডমিট কার্ড আসলে পরীক্ষায় অংশগ্রহণ করেতে পারবেন। অসুবিধা নেই। তবে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে সংশোধিত সার্কুলারের শর্তানুযায়ী কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আমি আবেদন করতে চাই কিন্তু প্রদত্ত লিংক প্রেস করে ঢুকতে পারছিনা।
৩১ জুলাই পর্যন্ত BPSC-এর সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
১ আগস্ট থেকে শুরু হবে।
ধন্যবাদ। 🙂
চার বছর অনার্স সমমান বলতে কি বোঝানো হয়েছে?
H.S.C এর পর যে কোর্সগুলোর ডিউরেশন চার বছর মেয়াদি হয়ে থাকে সেগুলোই অনার্স সমমান কোর্স।
বিগত সময়ে আবেদন করেছিলাম । একটি তথ্য দেয়া হয়নি ।আবার কি আবেদন করা যাবে ?
আপনি পিএসসিতে যোগাযোগ করুন। উনারা আবেদন সংশোধনের সুযোগ দিবে আশা করি।
এখন কি আবেদন করা যাবে? গেলে কেউ আবেদনের লিংক টা দিতে পারবেন।
ATEO পদে আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে পিএসসি!
আবেদনের শেষ সময়: ২২ আগস্ট, ২০২৪ পর্যন্ত।
এডমিট কার্ড টা কবে তুলতে পারব
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ঘোষণা দেয়া হলে আপডেট আমাদের Live MCQ পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানানো হবে।
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০০৭ পাওয়া যাবে
দুঃখিত, এই বিজ্ঞপ্তিটি আমাদের সংগ্রহে নেই।