৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা প্রকাশিত হয়েছে। পিএসসির নির্দেশনা অনুসারে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ এর MCQ Type লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর, ২০২৫ তারিখ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকার মোট ১৮৪টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবার বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত আরোও ১৩টি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর, ২০২৫ তারিখ থেকে অনুষ্ঠিত হতে পারে বলেও জানায় কর্তৃপক্ষ।














