ব্লগJob PreparationDPEপ্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ২০২৪

প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ২০২৪

প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামীকাল শুক্রবার রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ এই ৩ বিভাগের মোট ২২ টি জেলায় একযোগে অনুষ্ঠিত হবে। উক্ত এমসিকিউ পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে বেলা ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী চলবে। দ্বিতীয় পর্বে এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগে মোট কেন্দ্রের সংখ্যা ৬০৩টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি।

পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাঃ

  • পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে আটটার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
  • প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল NID/Smart Card)  সাথে আনতে হবে।
  • পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র নিয়ে প্রবেশ করা যাবে না।
  • ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
  • জাতীয় পরিচয়পত্র (NID/Smart Card) ছাড়া কোনো প্রকার Debit Card, Credit Card অথবা অন্য কোনো কার্ড সদৃশ বস্তু সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
  • যদি কোন পরিক্ষার্থী এসব দ্রব্য নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এইবারই প্রথম আবেদন ও নিয়োগ প্রক্রিয়া বিভাগ অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছভিত্তিক এই নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।