ব্লগRoutineসহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতির রুটিন

সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতির রুটিন

প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই সুস্থ আছেন এবং পড়াশুনার সাথে আছেন। আমরা সকলেই জানি যে, প্রাথমিকের শিক্ষকদের মধ্য থেকে ATEO নিয়োগের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরীক্ষার তারিখ না দিলেও আশা করা যায় আগামী বছরের যেকোন সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ATEO নিয়োগের জন্য আমাদের আগের রুটিনের পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তাই সকলের প্রস্তুতির সুবিধার্থে নতুন রুটিন প্রদান করা হচ্ছে। প্রাথমিকের নতুন ও পুরনো সকল শিক্ষকদের উপযোগী ক্লাস ও লাইভ পরীক্ষার মাধ্যমে ATEO নিয়োগের এই পূর্ণাঙ্গ প্রস্তুতি প্রোগ্রামটি সাজানো হয়েছে। এতে বিষয়ভিত্তিক লাইভ ক্লাস ও পরীক্ষা, জব সল্যুশন ক্লাস ও পরীক্ষা, ফুল মডেল টেস্টের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা হবে।

সকল ক্লাস ও পরীক্ষা ATEO পদের জন্য প্রযোজ্য ৯ম-১৩তম গ্রেডের সিলেবাস ও পূর্বের প্রশ্ন বিশ্লেষণ করে প্রণয়ন করা হয়েছে। মূল পরীক্ষার তারিখ ঘোষণার সাপেক্ষে রুটিন সমন্বয় করা হবে। প্রয়োজন অনুসারে, ক্লাস ও পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে।

উল্লেখ্য, এই রুটিন অনুসরণ করে প্রস্তুতি নিলে ATEO-এর পাশপাশি ৯ম – ১৩তম গ্রেডের অন্য যেকোনো চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে।

আরও দেখুনঃ সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি 2023

সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতির রুটিনে থাকছে-

  • ATEO জব সল্যুশন Solve ক্লাস
  • মোট লাইভ পরীক্ষা: ৭৮টি
  • বিষয়ভিত্তিক পরীক্ষা: ৩৩টি
  • ফুল মডেল টেস্ট: ৫টি
  • প্রাইমারি ফুল মডেল টেস্ট ও সাম্প্রতিক পরীক্ষা: ৪০+টি
  • লাইভ পরীক্ষা শুরু: ৮ ডিসেম্বর, ২০২৪ [প্রাইমারি মডেল টেস্ট ও সাম্প্রতিকের পরীক্ষা চলমান রয়েছে। তাছাড়া আর্কাইভ থেকে যেকোনো সময় পূর্বের পরীক্ষা দেওয়া যাবে।]
  • মোট ভিডিয়ো ক্লাস: ১৫০ ঘণ্টা
  • ক্লাসের বিষয়:
    • সিলেবাস সম্পন্ন করে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক ক্লাস [৫০+]
    • সকল বিষয়ভিত্তিক পরামর্শমূলক ক্লাস
    • ATEO জব সল্যুশন Solve ক্লাস

এছাড়াও বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য Live MCQ এর টপিক গুরু বাটনের এক্সেস থাকছে ৬ মাসের জন্য। আরও থাকছে Live MCQ অ্যাাপের প্রিমিয়াম সেকশনের স্মার্ট সার্চ, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার সহ আরও প্রিমিয়াম সার্ভিসের এক্সেস। সাথে পাচ্ছেন অথেনটিক রেফারেন্স ও ব্যাখ্যা সহ আর্কাইভের ৪ লাখেরও অধিক প্রশ্নের এক্সেস। শুধু তাই নয় পাকাপোক্ত প্রস্তুতি নিতে সাথে পেয়ে যাচ্ছেন ৯ম-১৩তম গ্রেড সহ অন্যান্য জব সল্যুশন বাটনের সকল লাইভ ও আর্কাইভ পরীক্ষা। এখানেই শেষ নয়! আপনার সাম্প্রতিক বিষয়াবলীর প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করার জন্য থাকছে সাম্প্রতিক বিষয়াবলী সংক্রান্ত আমাদের সকল PDF গুলো পেয়ে যাবেন এই প্যাকেজেই।

এই প্যাকেজ টির মেয়াদ থাকবে ATEO মূল প্রিমিমিনারি পরীক্ষা পর্যন্ত। পরীক্ষার তারিখ ঘোষণা সাপেক্ষে রুটিন পরিবর্তন ও সমন্বয় করা হবে এবং প্রয়োজনে পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে। উল্লেখ্য যে, যাদের ইতোমধ্যে Live MCQ এর যেকোন একটি প্রিমিয়াম প্যাকেজ রয়েছে তাদের জন্য ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতির পরীক্ষাগুলো ফ্রী থাকবে।

সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতির রুটিন

ATEO New Exam Routine
ATEO New Exam Routine
ATEO New Exam Routine
ATEO New Exam Routine
ATEO New Exam Routine
ATEO New Exam Routine
ATEO New Exam Routine

সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ পরীক্ষা প্রস্তুতির রুটিন PDF

ATEO নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আমাদের সচরাচর জিজ্ঞাসামূলক প্রশ্নগুলোর উত্তর:

প্রশ্নঃ ATEO নিয়োগ পরীক্ষায় সাধারণ প্রার্থীরা কি আবেদন করতে পারবে?

উত্তরঃ উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার (ATEO) পদে সাধারণ শিক্ষার্থীদের আবেদনের সুযোগ নেই। শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ এই পদে আবেদন করতে পারবেন।

প্রশ্নঃ ATEO নিয়োগ পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি?

উত্তরঃ ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রীধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) পদে আবেদন করতে পারবেন। কোন প্রার্থী যদি ৩ বছর মেয়াদী ডিগ্রি কোর্স করেন তবে টার ক্ষেত্রে মাস্টার্স বাধ্যতামূলক।

প্রশ্নঃ সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকগণ কি আবেদন করতে পারবেন?

উত্তরঃ আপনি সদ্য নিয়োগপ্রাপ্ত হয়ে থাকলেও উপজেলা / জেলা সহকারী শিক্ষা অফিসার পদে আবেদন করতে পারবেন।

প্রশ্নঃ ATEO নিয়োগ পরীক্ষায় আবেদনের জন্য কি NOC / No Objection Certificate প্রয়োজন হবে?

উত্তরঃ সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) পদে আবেদন করার জন্য আপনার NOC প্রয়োজন পরবে না। তবে মৌখিক / ভাইবা পরীক্ষায় NOC প্রয়োজন হবে।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সকল সরকারি-বেসরকারি চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন Live MCQ™ অ্যাপে।

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

৪.৬
5/5

কোম্পানির তথ্য

RJSC রেজিস্ট্রেশন নম্বর: C-180637

Registrar of Joint Stock Companies and Firms of the People’s Republic of Bangladesh

আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন 📲

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

Subscription Form - Live MCQ

© স্বত্বাধিকার ২০১৭ – ২০২৫  |  সর্বস্বত্ব সংরক্ষিত  |  CrackTech Limited দ্বারা পরিচালিত

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।