ব্লগRoutine৪৭তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

৪৭তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সুতরাং এখন থেকেই বিষয়ভিত্তিক প্রস্তুতির উপর জোর দেওয়া উচিত। আপনারা জানেন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলি অংশ থেকে ৩০ মার্কস থাকে। চূড়ান্ত পরীক্ষায় এই অংশে ভালো করার উপর অন্যদের তুলনায় এগিয়ে যাওয়া নির্ভর করে।

আপনার প্রস্তুতির সুবিধার্থে Live MCQ অ্যাপে Subject Care বাটনে বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য সকল বিষয়ের রুটিনে চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। GKpedia ⎯ বাংলাদেশ বিষয়াবলি অংশের জন্যও রয়েছে বিষয়ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা।

৪৭তম বিসিএস প্রস্তুতির অংশ হিসাবে এই পার্টের জন্য নতুনভাবে রুটিন প্রদান করা হচ্ছে। বিসিএসের সিলেবাসকে ছোট ছোট ভাগ করে ১৬টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হবে; সাথে রয়েছে রেকর্ডেড ২০টি ক্লাস সহ নতুন ক্লাস সিরিজ ও লেকচার PDF

৪৭তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-

  • মোট লাইভ পরীক্ষা: ১৬টি
  • কোর্স ভিডিয়ো ক্লাস ও PDF: ২০টি
  • আর্কাইভে পরীক্ষার সংখ্যা: ৬৫টি
  • সেন্ট্রাল আর্কাইভ এবং টপিকগুরু প্রশ্নসংখ্যা: ৩৭,০০০+টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
  • পরীক্ষা শুরু: ২১ অক্টোবর, ২০২৪

তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

৪৭তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড করুন

৪৭তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

ক্লাস দেখে ও লেকচার PDF-গুলো থেকে পড়াশুনা করে পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই করুন। ভালো ফলাফলের জন্য অবশ্যই বোর্ড বই ও অন্যান্য অথেনটিক রেফারেন্স থেকে বিস্তারিত পড়াশুনা করুন।আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দিবে।

নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।