ব্লগResultsসমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার পদে ২য় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ২০২৪

সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার পদে ২য় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ২০২৪

সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার পদে ২য় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ২০২৪

২০২০ সাল ভিত্তিক সমন্বিত ৯ ব্যাংকের অফিসার জেনারেল পদের ২য় পর্যায়ের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগের JOB ID ছিল 10146 এবং ৯ টি ব্যাংকের তালিকায় থাকা ব্যাংক গুলো হচ্ছে সোনালি ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার পদে ২য় পর্যায়ে উত্তীর্ণ ১৯৩ জন প্রার্থীর মধ্যে সোনালী ব্যাংকে ৩০ জন, জনতা ব্যাংকে ২৬জন, বাংলাদেশ কৃষি ব্যংকে ১১৬ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৭ জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যাংকে ২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে।

এক নজরে দেখে নিন সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার পদে ২য় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা

combined-9-bank-2nd-step-senior-officer-general-result-2024
Live MCQ App Screenshots

হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।