প্রিয় চাকরি প্রার্থীগণ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে ২০৯ টি শূন্য পদের বিপরীতে গত ৯ জুন ২০২৪ তারিখে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়। এই বিজ্ঞপ্তি টি প্রকাশের পর থেকে আমাদের ব্লগে এবং ফেসবুক পেইজে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত অসংখ্য প্রশ্ন আসে যার প্রেক্ষিতে আজকের এই ব্লগ টি লিখা।
আপনারা নিশ্চই জেনে থাকবেন যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদ টি সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত। তাই ১৬তম গ্রেডের যেকোন সরকারি চাকরির প্রস্তুতি নিলেই এই পদের নিয়োগ পরীক্ষায় ভালো করা সম্ভব। আজকের এই আর্টিক্যাল টি পড়ার পর ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আপনাদের আর কোন কনফিউশন থাকবে না। তাই সম্পূর্ণ ব্লগ টি গুরুত্ব সহকারে পড়ার জন্য অনুরোধ করা হল।
ইউনিয়ন সমাজকর্মীর কাজ কী?
ইউনিয়ন সমাজকর্মী পদটি সমাজসেবা অধিদপ্তরের একদম মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়ন করে থাকেন। এটি অত্যন্ত গুরুতপূর্ণ এবং সেবামূলক একটি কাজ। দপ্তরের কার্যক্রম পরিচালনা করা থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ে জনগণকে বিভিন্ন সামাজিক ও আর্থিক সেবা প্রদান করাই একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজ। একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজের পরিধি নিম্নে আলোচনা করা হল –
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদনের যোগ্যতা:
এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদনের যোগ্যতাটি মূলত ৩ টি ভাগে ভাগ করা যায়। যার মধ্যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং স্থায়ী ঠিকানা জনিত যোগ্যতা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অনূন্য দ্বিতীয় বিভাগের ফলাফল নিয়ে উত্তীর্ণ প্রার্থীরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগের আবেদন করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে গণনা করে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদনের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত।
তবে নির্দিষ্ট কিছু জেলা (যথা- রাজবাড়ি, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি) জেলার প্রার্থীগণ ২০২৪ সাল ভিত্তিক এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করতে পারবেন না।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পদ্ধতি:
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপেই প্রার্থীকে http://dss.teletalk.com.bd ওয়েবসাইট থেকে অনলাইনে উক্ত পদের জন্য আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা শেষ হলে প্রার্থীকে নির্ধারিত তারিখে উক্ত পদের প্রাথমিক প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মোট ৭০ নম্বরের এই পরীক্ষাটি MCQ টাইপ এবং OMR শিটে হয়ে থাকলেও একে লিখিত পরীক্ষা বলা হয়ে থাকে।
বাছাই পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ৩০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ প্রদান করা হয়।
ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার সিলেবাস ও মানবন্টন:
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন সম্পর্কে স্পষ্ট ধারনা থাকলে এবং সেই অনুযায়ী সঠিক ভাবে প্রস্তুতি নিলে এই নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব। নিম্নে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টন সম্পর্কে আলোচনা করা হল –
অন্যান্য ১৬তম গ্রেডের চাকরির সিলেবাসের ন্যায় ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার সিলেবাসও মূলত ৪টি বিষয়ভিত্তিক সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ। বিগত সালের সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে ৭০ নম্বরের এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন আসে। নিম্নে ইউনিয়ন সমাজকর্মী পদের MCQ টাইপ লিখিত পরীক্ষার মানবন্টন প্রদান করা হল –
বিষয় | মোট নম্বর |
---|---|
বাংলা | ২০ |
ইংরেজি | ২০ |
সাধারণ জ্ঞান | ১৫ |
গণিত | ১৫ |
মোট নম্বর | ৭০ |
উক্ত সিলেবাস ও মানবণ্টন অনুসরণ করে বিষয়ভিত্তিক প্রস্তুতি সম্পন্ন করলে এই নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব। নিম্নে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হল।
ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক প্রস্তুতি:
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের MCQ টাইপ লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক গুলো উল্লেখ করা হল। প্রতি বিষয় থেকে নির্দিষ্ট টপিক গুলো ভালো ভাবে আত্মস্থ করতে পারলে এই নিয়োগের MCQ টাইপ লিখিত পরীক্ষায় ভালো ফলাফল আশা করা যায়। নিম্নে বিষয়ের নাম উল্লেখপূর্বক ঐ বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করা হল –
বাংলা ব্যাকরণ অংশের টপিক সমূহ:
ধনি ও বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, এককথায় প্রকাশ, সমাস, বানান শুদ্ধি, বিরামচিহ্ন, প্রকৃতি-প্রত্যয়, কারক, বিপরীত শব্দ, সমার্থক শব্দ ইত্যাদি।
বাংলা সাহিত্য অংশের টপিক সমূহ:
যুগ বিভাগ, উক্তি, ছদ্মনাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখকগণ ইত্যাদি।
ইংরেজি অংশের টপিক সমূহ:
Parts of speech, Voice change, Number, Synonyms-Antonyms, Narration, Phrase and Idioms, Correct spelling.
গণিত অংশের টপিক সমূহ:
মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু, মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল ও কোণ ইত্যাদি।
সাধারণ জ্ঞান অংশের টপিক সমূহ:
মুক্তিযুদ্ধ, আদমশুমারি, পদ্মা সেতু, সরকারের মেগা প্রকল্প সমূহ, বঙ্গবন্ধু, মেট্রোরেল, সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ, সাম্প্রতিক ও আন্তর্জাতিক বিষয়াবলি।
উপরিউক্ত টপিকগুলোর বাইরে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না বিধায় এই পদের নিয়োগ পরীক্ষার জন্য এর বাইরে থেকে না পড়ে বরং এই টপিকগুলোই বারবার পড়ে রিভিশন দিতে পরামর্শ দেওয়া হল। অনুপ্রেরণায়: https://blog.admitwave.com/
এছড়াও Live MCQ অ্যাাপের Premium Section – এ থাকা “টপিক গুরু” বাটন থেকে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক টপিকগুলোর প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও Exam Section – এ থাকা ৯ম-২০তম গ্রেডের প্রস্তুতি বাটনের অধীনে থাকা ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি বাটন থেকে নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করে আপনার প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবেন। এছাড়াও Live MCQ অ্যাাপের বিভিন্ন স্মার্ট ফিচার এবং অভিজ্ঞ মেন্টরদের ভিডিও ক্লাস এবং PDF লেকচার অনুসরণ করে ঘরে বসেই ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে পারেন।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন:
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে Live MCQ অ্যাাপে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। যেখানে মোট ৫০টি পরীক্ষা ও ৫ টি সাজেশনমূলক ক্লাস থাকছে। প্রয়োজন অনুসারে এই এই ক্লাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। থাকছে জব সল্যুশনের ৬১ হাজারের অধিক প্রশ্নের এক্সেস সহ ১৪-২০তম গ্রেডের ২.৬ হাজার প্রশ্নের এক্সেস। এছাড়াও স্মার্ট সার্চ, ডাইনামিক প্যানেল, লেকচার PDF, সাম্প্রতিক সমাচার, জব সল্যুশন টপিক গুরু, উইকলি বুলেটিন সহ চাকরির প্রস্তুতির জন্য সহায়ক দূর্দান্ত সব ফিচার। আর এই সবকিছু আপনি পেয়ে যাবেন মাত্র ৫৯৯ টাকায় যার মেয়াদ থাকবে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। এছাড়া আপনার কাছে যদি Live MCQ এর যেকোন একটি প্রিমিয়াম প্যাকেজ থাকে তাহলে এই বাটনের পরীক্ষাগুলো আপনার জন্য ফ্রি থাকবে। চলুন দেখে নেওয়া যাক সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন টি:
ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইসমূহ:
ইউনিয়ন সমাজকর্মী পদের MCQ টাইপ লিখিত পরীক্ষার জন্য আপনাকে বেশ কিছু বই এর সহযোগিতা নেওয়ার প্রয়োজন পরবে। নিম্নে এই বইগুলোর ব্যাপারে আলোচনা করা হল –
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার একদম প্রারম্ভিক পর্যায়েই আপনাকে এই পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে। যার জন্য শুরুতেই আপনার এই পদের জন্য অনুষ্ঠিত হওয়া বিগত সালের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের আলোকে তৈরি একটি জব সল্যুশন সংগ্রহ করতে হবে। এর জন্য আপনি বাজারের প্রচলিত যেকোন পাবলিকেশন এর একটি বই সংগ্রহ করতে পারেন। এছাড়াও ১৬তম গ্রেডের অন্যান্য চাকরির প্রশ্ন সম্বলিত একটি জব সল্যুশন অনুসরণ করতে পারেন।
এছাড়াও যেকোন চাকরির বাংলা ব্যাকরণ অংশের প্রস্ততির জন্য Live MCQ বাংলাবিদ ব্যাকরণ বই টি অনুসরণ করতে পারেন। উল্লেখ্য যে এই একটি বই অনুসরণ করলে যেকোন চাকরির বাংলা ব্যাকরণ অংশের প্রস্তুতির জন্য আর অন্য কোন বই অনুসরণ করার প্রয়োজন পরবে না। দেখে নিন যা যা রয়েছে Live MCQ বাংলাবিদ ব্যাকরণ বইটিতে।
ইউনিয়ন সমাজকর্মীর পদোন্নতি:
সমাজসেবা অধিদফতর (গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৩ অনুযায়ী ইউনিয়ন সমাজর্মী পদটি ১৬ তম গ্রেডের অন্তর্ভুক্ত। অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের একজন ইউনিয়ন সমাজকর্মী সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডে তার কর্মজীবন শুরু করেন। এই বিধিমালা অনুযায়ী এই পদের একজন কর্মচারির সরাসরি নিয়োগ, প্রেষণ এবং বদলীর মাধ্যমে পদোন্নতি লাভ করতে পারেন। সমাজসেবা অধিদপ্তরের পৌর, ইউনিয়ন, মহল্লা লেভেলের সমাজকর্মী হিসেবে (পাঁচ) বৎসরের চাকুরীর অভিজ্ঞতা অর্জন করলে মোট পদের শতকরা ৭০ ভাগ সমাজকর্মী ফিল্ড সুপারভাইজার পদে পদোন্নতি লাভ করেন এবং বাকি ৩০% ফিল্ড সুপারভাইজারের শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়।
সমাজসেবা অধিদফতর (গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৩ এর ৩৪ নম্বর পৃষ্ঠায় পদোন্নতির এই বিষয়টি উল্লেখ রয়েছে।
ইউনিয়ন সমাজকর্মীর পদায়ন:
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ সচরাচর প্রার্থীর নিজ জেলায়, নিজ উপজেলায়, নিজ ইউনিয়নে হয়ে থাকে। তবে এটি অবশ্যই উক্ত এলাকার পদ শূন্য থাকার উপর নির্ভর করে। তবে একজন প্রার্থী যদি তার নিজ এলাকায় থেকে একটি ভালো বেতনের সম্মানজনক সরকারি চাকরি করতে চান তাহলে ইউনিয়ন সমাজকর্মী পদের চাকরিটি একটি ভালো চাকরি।
এই পদের চাকরিতে কোন নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকায় এলাকাভিত্তিক অন্যান্য চাকরি যেমন – প্রাথমিক সহকারী শিক্ষক এবং বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চেয়েও এই চাকরি অনেকটাই আরামদায়ক। কোন প্রার্থীর লক্ষ্য যদি আরও উচ্চস্তর চাকরি প্রাপ্তি হয়ে থাকে তবে এই চাকরি করার পাশাপাশি অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসা করা বিভিন্ন প্রশ্নের উত্তর
উত্তর: সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদটি সরকারি বেতন স্কেলের ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।
উত্তর: ২০২৪ সালে প্রকাশিত সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার তারিখ এখনও প্রকাশিত হয় নি। তারিখ প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেইজে জানিয়ে দেওয়া হবে।
উত্তর: সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাটি বিভাগীয় এবং জেলা উভয় পর্যায়েই হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদনকৃত প্রার্থীর সংখ্যার উপর এটি নির্ভর করবে।
সুন্দর ভাবে বুজিয়ে বলার জন্য live mcq ধন্যবাদ জানাই ♥️
স্বাগত। আপনার জন্য শুভকামনা রইল।
প্রস্তুতি সংক্রান্ত সহযোগিতার প্রয়োজনে সরাসরি Live MCQ পেইজে মেসেজ দিন।
অথবা, কল করুন: 01701377322
Very good … Suggesstion
Thank You.
পরিক্ষা কি নিজ জেলায় অনুষ্ঠিত হবে, নাকি ঢাকায়…?
নিজ জেলায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।
বিস্তারিত ভাবে এতো সুন্দর করে বলার জন্য ধন্যবাদ
স্বাগত।
পরীক্ষার ৭২ ঘণ্টা আগে কি ফোনে মেসেজ দিয়ে জানিয়ে দিবে? নাকি কেমনে কি? তথ্যটা দিলে উপকৃত হতাম!
পরীক্ষার তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয় নি। তারিখ দেয়া হলে সে বিষয়ে আপনার আবেদনকৃত যোগাযোগ নাম্বারে মেসেজ যাবে।
সমাজসেবা সম্পর্কে কিছু জানতে চাই
জি বলুন কি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি?
নেগেটিভ মার্কিং আছে?
সমাজ সেবা অধিদপ্তরের পরিক্ষা নেওয়ার সম্ভব্য সময় কতো মাস।
২০২৪ সালে প্রকাশিত সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার তারিখ এখনও প্রকাশিত হয় নি। তারিখ প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেইজে জানিয়ে দেওয়া হবে।
আবেদন করার কতদিন পরে পরীক্ষা হয় দয়া করে জানাবেন…
২০২৪ সালে প্রকাশিত সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার তারিখ এখনও প্রকাশিত হয় নি। তারিখ প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেইজে জানিয়ে দেওয়া হবে।
চমৎকার করে আমাদের জন্য উপস্থাপন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি,,,,,,
ধন্যবাদ। প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে সহযোগিতার প্রয়োজনে Live MCQ পেইজে মেসেজ দিয়ে জানাতে পারেন।
অথবা, কল করুন: 01701377322
জেলা পর্যায়ে কি পরিক্ষা হতে পারে
নিজ জেলায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।
বাংলা, ইংরেজি, গনিত, সাধারন জ্ঞান এর কোন কোন টপিক্স গুলো পরলে ১০০% কমন পাওয়া যাবে
একটু জানাবেন প্লিজ
১০০% কমনের নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আপনি Live MCQ অ্যাপের ১৪-২০তম গ্রেডের প্রস্তুতি বাটনের পরীক্ষাগুলো দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারেন। এ বাটনটি নিয়মিত অনুসরণ করলে এটি আপনার প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে।
মাশা-আল্লাহ
বিস্তারিত পড়ে অনেক ভালো লাগছে
আমার মনে যে কেউ এই ব্লগটি বিস্তারিত পড়ার পর আর কোনো প্রশ্ন থাকবেনা
অনেক ধন্যবাদ প্রিয় লেখক ভাই,,
স্বাগত।
আপনাদের প্রস্তুতির সুবিধার্থেই আমাদের সকল আয়োজন। শুভকামনা রইল।
Union সমাজকর্মীর এক্সাম এর জন্য ভালো সাজেশন প্রয়োজন। 😊
এটির জন্য আলাদা করে কোনো সাজেশান নয়, আপনি চাইলে আমাদের ১৪ – ২০ তম গ্রেডের চলমান রুটিন ফলো করে আপনার প্রস্তুতি নিতে পারেন।
প্রস্তুতি সংক্রান্ত সহযোগিতার প্রয়োজনে সরাসরি Live MCQ পেইজে মেসেজ দিন অথবা কল করুন: 01701377322.
এমসিকিউ পরিক্ষা কবে?
২০২৪ সালে প্রকাশিত সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার তারিখ এখনও প্রকাশিত হয় নি। তারিখ প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেইজে জানিয়ে দেওয়া হবে।
Thanks for the information ✌🏼
Welcome.
পরীক্ষা কোথায় হবে?
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাটি বিভাগীয় এবং জেলা উভয় পর্যায়েই হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদনকৃত প্রার্থীর সংখ্যার উপর এটি নির্ভর করবে।
আবেদন করার কতদিন পরে পরীক্ষা হয় দয়া করে জানাবেন একটা আইডিয়া দেন প্লিজ???
এটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ২০২৪ সালে প্রকাশিত সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার তারিখ এখনও প্রকাশিত হয় নি। তারিখ প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেইজে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষার 72 ঘন্টা আগে কি ফোনে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে? নাকি কেমনে কি? তথ্যটা দিলে একটু উপকৃত হতাম!
পরীক্ষার তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয় নি। তারিখ দেয়া হলে সে বিষয়ে আপনার আবেদনকৃত যোগাযোগ নাম্বারে মেসেজ যাবে।
এছাড়া, আপডেট পেতে Live MCQ ওয়েবসাইট, পেইজ ও গ্রুপের পোস্টে খেয়াল রাখুন।
ধন্যবাদ
স্বাগত।
Live MCQ অ্যাপ সংক্রান্ত যেকোন তথ্য জানতে প্রয়োজনে পেইজে মেসেজ দিন – – https://m.me/livemcq
অথবা, কল করুন:
📱 01701-377322
এ চাকরির পাশাপাশি কি লেখাপড়া সম্ভব?
সত্যি বলতে বিসিএস হোক বা অন্য কোন জব, সব চাকরির প্রস্তুতির ক্ষেত্রেই আপনাকে সময় দিতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে। আপনার চাকরির পাশাপাশি যে সময়টুকু পাচ্ছেন তার যথাযথ ব্যবহারের মাধ্যমে ইনশা-আল্লাহ ভালো মানে প্রস্তুতি নিতে পারবেন।তবে, প্রস্তুতির জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে, নিবিড় পড়াশোনা করতে হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে থাকতে হবে।
জব, খাওয়া, ঘুম সহ প্রয়োজনীয় কাজের সময় বাদ দিয়ে আপনি সারাদিনে ঠিক কতটা সময় পাচ্ছেন সেটির একটি রুটিন সেট করুন। অবশ্যই রুটিন মেনে চলার চেষ্টা করুন। ইনশা-আল্লাহ আপনার পরিশ্রমের ফলাফল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
সুন্দর ভাবে বুজিয়ে বলার জন্য আপনাদের ধন্যবাদ জানাই
স্বাগত।