সুখবর! সুখবর! সুখবর!
আপনাদের জন্য Live MCQ অ্যাপে বিগত বছরগুলোর মতো এবছরও চলছে Live MCQ Mega Jackpot ইভেন্ট। ৪৬তম বিসিএস প্রিলি পর্যন্ত ২০০ মার্কের সম্পূর্ণ ফ্রি লাইভ মডেল টেস্টগুলোতে অংশগ্রহণকারীদের জন্য iPhone, iPad সহ ৩ লক্ষ টাকার Mega Jackpot পুরস্কার জেতার সুযোগ বেড়েছে।
আপনারা Live MCQ অ্যাপে মোট ৫টি নির্দিষ্ট ফ্রি মডেল টেস্টে অংশগ্রহণ করে এই পুরষ্কারের জন্য বিবেচিত হবেন। উল্লেখ্য যে, এর আগে এই পুরষ্কারের জন্য বিবেচিত হওয়ার শর্ত ছিল ৭টি ফ্রি মডেল টেস্টে অংশগ্রহণ করা। বৃদ্ধিপ্রাপ্ত এই সুযোগে বিগত ২টি অর্থাৎ গত ১৫ এবং ২২ মার্চের পরীক্ষাতে বিভিন্ন কারনে যারা অংশ নিতে পারেননি তাদের জন্যেও ১ম এবং ২য় পুরষ্কার যথাক্রমে iphone এবং iPad জেতার সুযোগ রাখা হয়েছে। এছাড়াও প্রতি মাসে Live MCQ Award Mania তো থাকছেই!
Live MCQ Mega Jackpot জেতার জন্য নির্দিষ্ট ফ্রি মডেল টেস্টসমূহের তারিখঃ
১৫ মার্চ শুক্রবার – ২০০ নম্বরের ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট২২ মার্চ শুক্রবার – ২০০ নম্বরের ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট- ২৮ মার্চ বৃহস্পতিবার – ৪৬তম বিসিএস ২০০ নম্বরের ১ম ফাইনাল মডেল টেস্ট
- ২৯ মার্চ, শুক্রবার – ২০০ নম্বরের ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট
- ০৫ এপ্রিল, শুক্রবার – ২০০ নম্বরের ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট
- ২০ এপ্রিল, শুক্রবার সকাল ১০:০০ টায় – ২০০ নম্বরের ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট (রিয়েল টাইম পরীক্ষা)
- ২৪ এপ্রিল, বুধবার – ৪৬তম বিসিএস ২০০ নম্বরের শেষ ফাইনাল মডেল টেস্ট
Live MCQ Mega Jackpot Grand Prize ২ লক্ষ ৮০ হাজার টাকার পুরষ্কারঃ
- ১ম পুরষ্কার – ১ টি iPhone SE – ১ জন বিজয়ী
- ২য় পুরষ্কার – ২ টি iPad – ২ জন বিজয়ী
- ৩য় পুরষ্কার – বাংলাবিদ ব্যাকরণ এবং English Wizard বই – 300 কপি (৩০০ জন বিজয়ী)
- এছাড়াও প্রতি পরীক্ষায় ১০০ জন করে মোট ৭০০ জনকে ৭০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে।
Live MCQ Mega Jackpot এ Grand Prize জেতার জন্য বিবেচিত হওয়ার শর্তাবলীঃ
- প্রথম পুরষ্কারের জন্য বিবেচিত হতে বাকী ৫টি পরীক্ষাতেই অংশগ্রহণ করতে হবে এবং সবগুলো পরীক্ষায় সর্বনিম্ন ২৫% নম্বর করে পেতে হবে।
- দ্বিতীয় পুরষ্কারের জন্যও বিবেচিত হতে হলেও বাকী থাকা ৫টি পরীক্ষাতেই অংশগ্রহণ করতে হবে এবং সবগুলো পরীক্ষায় সর্বনিম্ন ২৫% নম্বর করে পেতে হবে।
- তৃতীয় পুরষ্কারের জন্য বিবেচিত হতে হলে বাকী থাকা ৫টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৪টি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে এবং সবগুলো পরীক্ষায় সর্বনিম্ন ২৫% নম্বর করে পেতে হবে।
- প্রতি পরীক্ষায় ১০০ জন করে ৭০০ জন পুরষ্কার বিজয়ীর মধ্যে থাকতে যেকোন একটি পরীক্ষায় সর্বনিম্ন ২৫% নম্বর পেতে হবে।
- পুরষ্কারের জন্য বিবেচিত প্রার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে।
- মেধাতালিকার অবস্থানের সঙ্গে Live MCQ Mega Jackpot – Grand Prize পুরস্কারের কোন সম্পর্ক নেই।
এতো এতো পুরস্কারের মধ্য থেকে নিজের পুরস্কারটি বুঝে নেবার জন্য তৈরি থাকুন। জ্যাকপট পুরস্কারের লটারি ৪৬তম বিসিএসের প্রিলির পর অনুষ্ঠিত হবে। তারিখ পরবর্তীতে জানিয়ে পোস্ট করা হবে।
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।
BCS
I am a BCS candidate
it was great opportunity everyone participate this Jackpot
Inshallah