১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৭তম বিজেএস) পরীক্ষা, ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই এর উদ্দেশ্যে অনলাইনে যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য আহবান করা হয়েছে।

সহকারী জজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

পদের নামসহকারী জজ
পদ সংখ্যা১০০ টি
আবেদন শুরুর তারিখ০৩ মার্চ ২০২৪
আবেদনের শেষ তারিখ৩১ মার্চ ২০২৪
প্রার্থীর বয়সঅনধিক ৩২ বছর
আবেদনের লিংকhttps://bjsc.gov.bd
17th bjsc circular

Live MCQ এ চলছে ১৭তম বিজেএস প্রস্তুতির ক্লাস। ক্লাস রুটিন দেখতে এখানে ক্লিক করুন।