ব্লগJob Preparation১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি | 18th ntrca written exam preparation

১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি | 18th ntrca written exam preparation

১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি

আপনারা নিশ্চই জানেন যে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এই বিষয়গুলোর উপর অনুষ্ঠিত হলেও লিখিত পরীক্ষা হয় প্রার্থীর অনার্স বা স্নাতক পর্যায়ে পঠিত বিষয় থেকে। তাই প্রিলিমিনারি পরীক্ষার পড়াশোনা সবার জন্য এক হলেও লিখিত পরীক্ষার পড়াশোনা হয় একদম ভিন্ন!

আবার প্রিলিমিনারি পরীক্ষায় পাশ মার্ক ৪০ নির্দিষ্ট থাকলেও লিখিত পরীক্ষার জন্য নির্দিষ্ট কোন কাট মার্ক নেই। তাই শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষাটি হয় সবচেয়ে প্রতিযোগিতামূলক। তার উপর কি পড়তে হবে কি বাদ দিতে হবে এই সম্পর্কে কোন স্পষ্ট গাইডলাইন না পাওয়ায় চাকরি প্রার্থীরা পরেন বিপদে। ফলে একমাত্র ভরসা নিজ বিভাগের বড় ভাই-বোনদের দ্বারস্থ হওয়ার পরেও পুর্ণাঙ্গ কোন গাইডলাইন না পাওয়ায় এলোমেলো ভাবে শুরু করেন শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি। এছাড়াও শত প্রস্তুতির পরেও সঠিকভাবে খাতা মূল্যায়ন করার সুযোগ না থাকায় প্রস্তুতিতে রয়ে যায় বিশাল একটি গ্যাপ।

আবার অধিকাংশ শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের সমন্বিতভাবে স্কুল পর্যায় এবং কলেজ পর্যায়ের পরীক্ষার প্রস্তুতি নিতে এবং পরীক্ষা দিতে দেখা যায়। স্কুলের জন্য কতটুকু পড়বেন এবং কলেজের জন্য কতটুকু এই বিষয়ে স্পষ্ট ধারনা না থাকায় এখানেও নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় প্রার্থীদের।

১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি স্কুল পর্যায়, কলেজ পর্যায় এবং সমন্বিত

স্কুল এবং কলেজ পর্যায়ের লাখ লাখ শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের লিখিত পরীক্ষার প্রস্তুতির সকল সমস্যা দূর করতে Live Written চালু করেছে বেশকিছু বিষয়ভিত্তিক কোর্স। যেখানে স্কুল ও কলেজ পর্যায়ের পৃথক লিখিত প্রস্তুতি ছাড়াও নিতে পারবেন সমন্বিত লিখিত পরীক্ষার প্রস্তুতি। এক্সপার্ট মেন্টরদের গাইডলাইন ও ৩৬ ঘণ্টায় একটি খাতা মূল্যায়নসহ রয়েছে বিষয়ভিত্তিক প্রস্তুতির পূর্ণাঙ্গ সাজেশন ও গাইডলাইন। এছাড়াও যেকোন সমস্যায় Live Written টিমের সার্বক্ষণিক সাপোর্ট তো থাকছেই। Live Written এর ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার কোর্সগুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, কৃষি শিক্ষা, ICT, সামাজিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জীব বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা বিষয়ক কোর্স। স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষার প্রস্তুতিই হোক বা কলেজ পর্যায়ের প্রস্তুতি নিতে পারবেন একটি প্যাকেজেই!

১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার কোর্স সমূহ

১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল ও কলেজ পর্যায়ের সমন্বিত লিখিত পরীক্ষার প্রস্তুতির রুটিন সমূহ:

১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষার প্রস্তুতির রুটিন সমূহ:

উপরের কোর্স গুলো থেকে Live Written এর অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সাথে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার স্মার্ট প্রস্তুতি নিয়ে নিজেকে প্রতিযোগিতায় এগিয়ে রাখুন। হাজারো পরীক্ষার্থীর সাথে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে Live Written App টি ইন্সটল করুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সকল সরকারি-বেসরকারি চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন Live MCQ™ অ্যাপে।

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

৪.৬
5/5

কোম্পানির তথ্য

RJSC রেজিস্ট্রেশন নম্বর: C-180637

Registrar of Joint Stock Companies and Firms of the People’s Republic of Bangladesh

আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন 📲

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

Subscription Form - Live MCQ

© স্বত্বাধিকার ২০১৭ – ২০২৫  |  সর্বস্বত্ব সংরক্ষিত  |  CrackTech Limited দ্বারা পরিচালিত

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।