সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। গত ১৬ মে ২০২৫ তারিখে ২০২২ সালভিত্তিক ৮ টি ব্যাংক ও ১ টি আর্থিক প্রতিষ্ঠানে “সিনিয়র অফিসার (সাধারণ)” (৯ম গ্রেড) Job Id- 10201 এর নিমিত্ত্বে ৯৭৪ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষার উপর Live MCQ অ্যাপে ইতোমধ্যে লাইভ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আমরা প্রতিনিয়তই বিভিন্ন চাকরির মূল পরীক্ষার প্রশ্ন সমাধান PDF চাকরির প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে প্রকাশ করে থাকি। কেননা মূল পরীক্ষার প্রশ্ন সমাধানের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয়াবলি সহজেই অনুধাবন করা যায় এবং সে অনুসারে প্রস্তুতি নেয়া যায়। এ বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো।
Nice
Thanks.