৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ | 50th BCS Circular 2025

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২১ থেকে ৩২ বছরের মধ্যে প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। ২৬ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে। 50th BCS Circular আবেদন শুরু ৪ ডিসেম্বর
৫০তম বিসিএস বিজ্ঞপ্তি এর গুরুত্বপূর্ণ তথ্য: 50th BCS Circular 2025
- পদ সংখ্যা: ১,৭৫৫টি।
- আবেদনের সময়সীমা: ৪ ডিসেম্বর – ৩১ ডিসেম্বর, ২০২৫
- আবেদনের বয়সসীমা: ২১ – ৩২ বছর [১ নভেম্বর, ২০২৫ থেকে]
- আবেদন ফি: ২০০ টাকা [কোটা থাকলে – ৫০ টাকা]
- আবেদনের লিঙ্ক: http://bpsc.teletak.com.bd/
এক নজরে ৫০তম বিসিএস সার্কুলার টি দেখুন
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়সমূহ এবং নতুন মানবন্টন
| বিষয়ের নাম | নম্বর বন্টন |
|---|---|
| বাংলা ভাষা ও সাহিত্য | ৩০ |
| ইংরেজি ভাষা ও সাহিত্য | ৩০ |
| বাংলাদেশ বিষয়াবলি | ২৫ |
| আন্তর্জাতিক বিষয়াবলি | ২৫ |
| ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা | ১০ |
| সাধারণ বিজ্ঞান | ১৫ |
| কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | ১৫ |
| গাণিতিক যুক্তি | ২০ |
| মানসিক দক্ষতা | ১৫ |
| নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন | ১৫ |
| মোট নম্বর | ২০০ |
আরও দেখুন: ১০-৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান
আরও দেখুন: বিসিএস সংক্রান্ত সকল প্রশ্ন এবং উত্তর জানুন
50th BCS Circular 2025 উপলক্ষ্যে Live MCQ প্রিমিয়াম প্যাকেজে বছরের শেষ বিশেষ ডিসকাউন্ট অফার চলছে!
→ ৫০তম বিসিএসের সকল রুটিনে অ্যাক্সেসসহ সুলভে সকল চাকরির প্রস্তুতি নেওয়ার অনন্য সুযোগ।
প্রিমিয়াম প্যাকেজে পাচ্ছেন—
✔ ৫০তম BCS Routine-এর সব পরীক্ষা
✔ বিসিএস, প্রাইমারি, NTRCA, ব্যাংক—সকল বাটনে পরীক্ষা
✔ সেন্ট্রাল আর্কাইভে ৬ লাখের বেশি প্রশ্ন
✔ ১৮০০+ ভিডিয়ো ক্লাস ও PDF
✔ স্মার্টসার্চ, টপিক গুরু, কুইজ মাস্টার, ডাইনামিক প্যানেলসহ সব প্রিমিয়াম ফিচার
✔ নতুন ফিচারের Auto-access
🎉 অফার চলবে: ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত!



