৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পরীক্ষার প্রশ্ন ২০২৫

প্রিয় চাকরির প্রত্যাশীগণ, ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পরীক্ষার প্রশ্ন ২০২৫ সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন গতকাল ১৮ জুলাই, ২০২৫ তারিখে ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় অংশগ্রহন করেছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। এ বিসিএস থেকে নিয়োগ দেওয়া হবে ৩ হাজার চিকিৎসক [MBBS ⎯ ২৭০০ ও BDS ⎯ ৩০০]।
৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল পার্ট এবং ডেন্টাল পার্টের প্রশ্নসমূহ আপনাদের সুবিধার্থে নিচে প্রকাশ করা হলো। এছাড়া আজ ১৯ জুলাই Live MCQ অ্যাপের “বিসিএস জব সল্যুশন (১০ম-৪৬তম বিসিএস)” এর বাটনে ৪৮তম বিসিএস স্বাস্থ্য মূল পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা চলমান আছে। আজ রাত ১২ টার মধ্যে যেকোন সময় লাইভ পরীক্ষায় অংশগ্রহন করার সুযোগ রয়েছে। এছাড়াও পরবর্তীতেও চাইলে আর্কাইভ থেকে উক্ত পরীক্ষাটি পুনরায় দিতে পারবেন।




Hi
অনুগ্রহ করে জানাবেন, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি?