Live MCQ এর ৮ বছর পূর্তি উপলক্ষে ২৪ ঘন্টার বিশাল Flash Sale অফার

প্রিয় চাকরির প্রত্যাশীগণ Live MCQ টিমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। আপনারা জানেন, Live MCQ দেশের প্রথম ও বর্তমানে সর্ববৃহৎ চাকরির প্রস্তুতির অনলাইন প্ল্যাটফর্ম। ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি Live MCQ যাত্রা শুরু করার পর আপনাদের ক্যারিয়ার গড়ার পথে সঙ্গী হিসাবে ৮ বছর পার করে ৯ম বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই ৮ বছরের পথ চলায় আপনাদের সাথে আমাদের সম্পর্ক ছিলো পারস্পারিক আস্থা ও ভালোবাসার। এই সম্পর্ককে আরো গভীর করে তুলতে আমরা আগামী ২৫ ফেব্রুয়ারি সারাদিনব্যাপী বিশাল Flash Sale অফার এর আয়োজন করেছি।
এই বিশাল Flash Sale অফার এর আনন্দ আয়োজনে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে উপহার হিসাবে থাকছে, ১৪৯৯ টাকার বার্ষিক প্যাকেজ মাত্র ৯৯৯/- টাকা এবং ৯৯৯ টাকার ষান্মাসিক প্যাকেজ মাত্র ৭৯৯/- টাকা।
Flash Sale অফারের বিস্তারিত
- অফারের তারিখ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (২৪ ঘণ্টা)
- বার্ষিক প্যাকেজ: ৯৯৯ টাকা (ডিসকাউন্ট: ৫০০ টাকা, নিয়মিত মূল্য: ১৪৯৯)
- ষাণ্মাসিক প্যাকেজ: ৭৯৯ টাকা (ডিসকাউন্ট: ২০০ টাকা, নিয়মিত মূল্য: ৯৯৯)
প্যাকেজের সুবিধাসমূহ
প্যাকেজের মেয়াদ অনুযায়ী যা যা থাকছে—
- এক প্যাকেজেই বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA-সহ সব বাটনের সব লাইভ ও আর্কাইভ পরীক্ষা
- আর্কাইভে পূর্বের সব পরীক্ষার প্রায় ৪.৬৭ লক্ষ+ এক্সক্লুসিভ MCQ রেফারেন্সসহ ব্যাখ্যা
- বিসিএস, প্রাইমারি, NTRCA-সহ সব ভিডিও ক্লাস ও PDF অ্যাক্সেস
- Premium Section (স্মার্টসার্চ), টপিকগুরু, জব সল্যুশন (টপিক/ফ্যাকাল্টিভিত্তিক), কুইজ মাস্টার, ডাইনামিক প্যানেল, অডিও প্লেয়ারসহ সব প্রিমিয়াম ফিচার + আসন্ন সকল প্রিমিয়াম ফিচারের অ্যাক্সেস
দ্রষ্টব্য
- বিশেষ বিসিএস (যেমন স্বাস্থ্য, শিক্ষা), বার, বিজেএস—এ ধরনের সার্ভিস এই প্যাকেজে অন্তর্ভুক্ত নয়
- পূর্বের কোনো প্রিমিয়াম প্যাকেজ থাকলে অবশিষ্ট মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হবে

আমাদের লক্ষ্য
- তরুণ সমাজকে ক্যারিয়ার বিষয়ে সচেতন করা
- মূল পরীক্ষার আগে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রস্তুত করার সুযোগ তৈরি
- ক্যারিয়ার স্টাডিতে অধ্যবসায়, ধৈর্য্য ও পরিশ্রমী মানসিকতা গড়ে তোলা
- দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বল্পমূল্যে সুযোগের সমতা তৈরি
আমাদের কিছু অর্জন
- ৮ বছরে সবচেয়ে বড় অর্জন — আপনাদের ভালোবাসা ও আস্থা। “Live MCQ শুধু একটি অ্যাপ নয়, এটা আবেগের নাম!”
- ১.৩ মিলিয়ন+ ব্যবহারকারী — দেশের বৃহত্তম অনলাইন জব প্রেপ প্ল্যাটফর্ম
- বিসিএস/ব্যাংকসহ বহু প্রিলি-পাস প্রার্থীর আনুমানিক ~৬০% আমাদের ইউজার
- ৩৮তম থেকে ৪৩তম বিসিএস পর্যন্ত অসংখ্য ক্যাডারপ্রাপ্তি
সত্যি বলতে প্রকৃত সংখ্যাটি আমাদের অজানা এবং এই সংক্রান্ত হিসাবও আমরা রাখি না! অনেকেই ভালোবাসা থেকে পোস্ট করেন, মেসেজ/ফোন/কমেন্টে অনুভূতি জানান—তার কোনো তালিকা করা হয়নি। যতটুকু প্রাপ্তি, তার জন্য কৃতজ্ঞতা।
৪৭তম বিসিএসের আবেদন ২৭ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এবং পরীক্ষা জুনে হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্যাংকসহ বেশ কয়েকটি বড় নিয়োগ পরীক্ষা সামনে। আশা করি, এই Flash Sale আপনাদের ৪৭তম বিসিএসসহ সব চাকরির প্রস্তুতির পথকে আরও মসৃণ করবে।



