ব্লগRoutineব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন ২০২৫ | Bank Exam Preparation Routine

ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন ২০২৫ | Bank Exam Preparation Routine

Live MCQ ব্যাংক নিয়োগ প্রস্তুতির নতুন রুটিন ২০২৫ — ১০০ দিনে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি, লাইভ পরীক্ষা ও ভিডিও ক্লাসসহ

প্রিয় চাকরিপ্রার্থী,
ব্যাংক নিয়োগ ২০২৫ সামনে রেখে Live MCQ নিয়ে এলো ব্যাংক চাকরির প্রস্তুতির নতুন রুটিন।
“১০০ দিনে ব্যাংক নিয়োগের বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন” শিরোনামের এই একটি কোর্সেই পাচ্ছেন ক্লাস ও পরীক্ষাসহ সমন্বিত ব্যাংক নিয়োগ প্রস্তুতির সব আয়োজন!

বাংলাদেশে ব্যাংক নিয়োগের পরীক্ষা (ব্যাংকার্স সিলেকশন কমিটি পরীক্ষা) প্রতিযোগিতা দিন দিন কঠিন হয়ে উঠছে। প্রতিটি প্রশ্ন, প্রতিটি মার্ক এখন সফলতা নির্ধারণ করে দিচ্ছে। তাই ব্যাংক জব যাদের লক্ষ্য, তাদের জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন, পরিকল্পিত রুটিন এবং নির্ভুল দিকনির্দেশনা।

Bank Job Preparation 2025

বর্তমানে ২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগের বেশ কয়েকটি পদের পরীক্ষা এখনো বাকি রয়েছে। পাশাপাশি, ২০২৪ সালের নতুন ব্যাংক সার্কুলার প্রকাশিত হয়েছে। পাশাপাশি, সামনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

তাই কার্যকর ও পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য প্রতিটি বিষয় আলাদা করে অধ্যয়ন ও রিভিশন সম্পন্ন করার এখনই সময়। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য শুধু গণিত ও ইংরেজি নয়, অন্যান্য বিষয়েও সমান মনোযোগ দেওয়া জরুরি।
এই লক্ষ্যেই শুরু হচ্ছে ব্যাংক নিয়োগের বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন।

চলুন দেখে নিই, কী কী থাকছে এই ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিনে—

  • 📍 লাইভ পরীক্ষা শুরু: ১৬ নভেম্বর, ২০২৫
  • ❐ মোট লাইভ পরীক্ষা: ৩৮টি
    • ➝ বিষয়ভিত্তিক পরীক্ষা – ২৫টি
    • ➝ ফুল মডেল টেস্ট – ১৩টি [প্রতি মঙ্গলবার]
  • ❐ ভিডিয়ো ক্লাস: ৪৭টি
  • ❐ ব্যাংক আর্কাইভ: ২৭,৪০০+ ইউনিক প্রশ্ন (অথেনটিক রেফারেন্সসহ ব্যাখ্যাসহ)

📘 আরও থাকছে

  • ➝ সাম্প্রতিক সমাচার, Weekly Bulletin (ক্লাসসহ), এবং News Picker
  • ➝ টপিক গুরু, কুইজ মাস্টার, স্মার্ট সার্চ, ও ডাইনামিক প্যানেলসহ স্টাডি সহায়ক টুলস
  • ➝ ২৪/৭ Career Consultancy সাপোর্ট

ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন ২০২৫ PDF ডাউনলোড করুন

➝ এই ব্যাংক প্রিলিমিনারি রুটিন অনুসরণ করলে একই প্রস্তুতিতে একাধিক ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে — যা নিঃসন্দেহে সময় ও পরিশ্রম উভয়ই সাশ্রয় করবে।

➝ এই রুটিনটি সাজানো হয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটির (BSC) সিলেবাস অনুসারে, যাতে আপনার ব্যাংক প্রস্তুতি হয় আরও কাঠামোবদ্ধ, সময়োপযোগী এবং ফলপ্রসূ।

ব্যাংক প্রস্তুতির জন্য Live MCQ-এর যত আয়োজন 

Live MCQ অ্যাপে সারা বছরব্যাপী বাংলাদেশ ব্যাংক নিয়োগ প্রস্তুতিসহ বিভিন্ন ব্যাংক প্রিলিমনারি প্রস্তুতির জন্য আলাদা বাটনে নিয়মিত পরীক্ষা চালু থাকে। এই রুটিনের পাশাপাশি ব্যাংক বাটনের অন্যান্য পরীক্ষায় অংশ নিলে আপনার প্রস্তুতি আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে।


Live MCQ অ্যাপে ব্যাংক নিয়োগ প্রস্তুতির অন্যান্য রুটিনগুলো দেখুন নিচের লিংকে:

ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ⎯ ব্যাংক নিয়োগ প্রস্তুতির নতুন রুটিন – লং কোর্স

Bank Math Master পরীক্ষার নতুন রুটিন।

Live MCQ অ্যাপে ২০২৩ সালভিত্তিক ১১ ব্যাংকের ❝সিনিয়র অফিসার (সাধারণ)❞ নিয়োগ প্রস্তুতির রুটিনে পরীক্ষা চলমান রয়েছে।

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

দ্রষ্টব্য: Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

🎯 এক নজরে ব্যাংক প্রস্তুতির রুটিনের সুবিধা:

  • ✔ সিলেবাস অনুযায়ী পরিকল্পিত বিষয়ভিত্তিক প্রস্তুতি
  • ✔ রুটিনের প্রতিটি পরীক্ষা OMR দিয়ে দেওয়া যাবে
  • ✔ চক্রাকারে সারাবছর চলমান—যেকোনো সময় Join করলে ১০০ দিনের মধ্যেই সম্পূর্ণ প্রস্তুতি
  • ✔ একই প্রস্তুতিতে একাধিক ব্যাংক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ
  • ✔ সময় ও পরিশ্রম উভয়ের সাশ্রয়
  • 💵 প্যাকেজ মূল্য: ৭৯৮/- টাকা
  • 🔋 মেয়াদ: ১ বছর
  • 📌 এই রুটিনের সব পরীক্ষা ব্যাংক প্যাকেজে সম্পূর্ণ ফ্রি

💬 কেন এই রুটিন আপনার জন্য গুরুত্বপূর্ণ:

এই ব্যাংক প্রস্তুতির রুটিনে প্রতিটি বিষয় ধাপে ধাপে সাজানো। তাই নতুন প্রার্থী যেমন সহজে শুরু করতে পারবেন, তেমনি পুরনো পরীক্ষার্থীরাও পারবেন নিজেদের প্রস্তুতি আরও শক্তিশালী করতে। নিয়মিত পরীক্ষা ও অনুশীলনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন বিষয়ে আরও কাজ করা দরকার, কোথায় আপনার স্কোর কমছে, এবং কীভাবে নিজেকে আপডেট রাখবেন।

✨ আমরা বিশ্বাস করি, এই রুটিনের ধারাবাহিক অনুসরণ আপনার ব্যাংক প্রিলিমিনারি প্রস্তুতিকে আরও সংগঠিত, সময়োপযোগী ও সফল করে তুলবে।

🚀 এখনই শুরু করুন ১০০ দিনের ব্যাংক প্রস্তুতির রুটিন,

ঘরে বসেই অনুশীলন করুন, প্রতিযোগিতায় এগিয়ে থাকুন!

শেষ কথা:
Live MCQ অ্যাপের এই ১০০ দিনের প্রস্তুতি রুটিন আপনার ব্যাংক জব প্রস্তুতিতে গতি আনবে বলে আমাদের বিশ্বাস। এখনই রুটিন অনুসারে প্রস্তুতি শুরু করুন।

ঘরে বসে নতুন উদ্যমে প্রস্তুতি নিন দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে! সকলের জন্য শুভকামনা।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।