৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 43 BCS Question Solution PDF

প্রিয় চাকরি প্রত্যাশীগণ ৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। বিসিএস পরীক্ষার প্রস্তুতি শুরু করার একদম প্রাথমিক পর্যায়েই বিসিএস পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করা খুবই জরুরী।

এতে করে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে তা সম্পর্কে একটি ধারনা তৈরি হয়। এতে করে একজন নতুন চাকরি প্রার্থী যিনি এইমাত্র বিসিএস পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন তাঁর জন্য বিষয়ভিত্তিক দক্ষতা ও দুর্বলতার টপিক গুলো চিহ্নিত করতে সুবিধা হয়। পরবর্তীতে যা বিসিএস প্রস্তুতিকে আরও সহজ করে তুলতে সহায়তা করে। এছাড়াও বিগত সালগুলোতে বিসিএস পরীক্ষায় আসা প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্নই হুবহু কমন পাওয়া যায় বিধায়ও বিগত সালে আসা বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান করা অনেক গুরুত্বপুর্ণ।

এই গুরুত্বকে অনুধাবন করেই চাকরি প্রার্থীদের সুবিধার্থে Live MCQ নিয়ে এসেছে বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে বিশেষ সিরিজ। একে একে এই সিরিজে যুক্ত হচ্ছে ১০ম থেকে ৪৬তম পর্যন্ত সকল বিসিএস এর অথেনটিক রেফারেন্স ও ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান। যা একদম ফ্রী!!

এর ধারবাহিকতায় আমরা নিয়ে এসেছি ৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান PDF যা আপনি ডাউনলোড করে পড়তে পারবেন যেকোন ডিভাইস থেকেই। এছাড়াও 43 BCS Question Solution PDF টি আপনি প্রিন্ট করেও পড়তে পারবেন।

৪৩তম বিসিএস পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য:

গত ২৯ অক্টোবর ২০২১ তারিখে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৩তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ায় পিএসসি ৩ দফায় ৪৩তম বিসিএসের আবেদন সীমা বৃদ্ধি করে। উক্ত সময়সীমার মধ্যে ৪৩তম বিসিএস এ আবেদন করে সির্বমোট ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

ঘরে বসে বিসিএস প্রস্তুতি নিতে Live MCQ App টি ইন্সটল করুন

৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন:

নিচের ডাউনলোড বাটন থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন। 

ঘরে বসে সকল চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে Live Written App টি ইন্সটল করুন

৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান

পরীক্ষার তারিখঃ ২৯ অক্টোবর ২০২১

মোট নম্বরঃ ২০০

৪৩তম বিসিএস এবং অন্যান্য সকল চাকরির মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন। Live MCQ App এর Premium Section এ থাকা Central Job Solution বাটন থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখে নিন।

এছাড়া Exam Section এ থাকা ফ্রী সাপ্তাহিক মডেল টেস্ট বাটননের Archive অংশ থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যার PDF ডাউনলোড করতে পারবেন।

Question Analytics: Live MCQ অ্যাাপে কোন চাকরির মূল পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা নেওয়া হলে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী দের মধ্য থেকে সঠিক উত্তরদাতা ও ভুল উত্তরদাতার হার এবং উত্তর না করা পরীক্ষার্থীর হার থেকে Question Analytics গণনা করা হয়। যা কোন প্রশ্ন কতটা সহজ, বা কোন প্রশ্ন কতটা কঠিন এবং কনফিউজিং এই সম্পর্কে Live MCQ App ব্যাবহারকারীদের মধ্যে একটা ধারনা তৈরি হয়।

প্রশ্ন ১. কোনটি নামধাতুর উদাহরণ?
ক) চল্
খ) কর্
গ) বেতা
ঘ) পড়ু

সঠিক উত্তর: গ) বেতা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: বিশেষ্য, বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের পর ‘আ’ প্রত্যয়যোগে যে সব ধাতু গঠিত হয়, সেগুলোকে নামধাতু বলা হয়।
যেমন –
– সে ঘুমাচ্ছে। এখানে, ‘ঘুম্‌’ থেকে নাম ধাতু ‘ঘুমা’।
– রাসেল ধমকাচ্ছে। এখানে ‘ধমক্‌’ থেকে নাম ধাতু ‘ধমকা’
তেমনিভাবে,
অপশনের ‘বেতা’ একটি নাম ধাতু। ‘বেত্‌’ এর সাথে ‘আ’ প্রত্যয়যুক্ত হয়ে বেতা নাম ধাতু গঠিত হয়েছে।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০১৯ সংস্করণ)।

প্রশ্ন ২. গড্ডলিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী?
ক) স্রোত
খ) ভেড়া
গ) একত্র
ঘ) ভাসা

সঠিক উত্তর: খ) ভেড়া

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 26%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: গড্ডল, গড্ডর (বিশেষ্য):
১. ভেড়া
২. গাড়ল
{গাড়ল > (তৎসম বা সংস্কৃত শব্দ) গড্ডল, গড্ডর (র = ল) (অর্বাচীন সংস্কৃত শব্দ)}

গড্ডলিকা প্রবাহ (বিশেষ্য):
১. ভেড়ার পালের মতো একের অন্যকে অনুসরণ;
২. ভালোমন্দ না বুঝে অন্ধের ন্যায় অনুসরণ।

উৎস: বাংলা একাডেমি অভিধান।

প্রশ্ন ৩. ‘তাতে সমাজজীবন চলে না।’ – এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
ক) তাতে সমাজজীবন চলে।
খ) তাতে না সমাজজীবন চলে।
গ) তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
ঘ) তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।

সঠিক উত্তর: গ) তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।

Question Analytics:সঠিক উত্তরদাতা: 84%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 13%

ব্যাখ্যা: মূলভাব বা অর্থ অপরিবর্তিত রেখে এক শ্রেণীর বাক্যকে অন্য শ্রেণীর বাক্যে পরিবর্তন কারার নামই হলো বাক্য রূপান্তর।
নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তর:
নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হবে।

সূত্র: ১
বাক্য পরিবর্তিত হলেও মূল অর্থ অপরিবর্তিত থাকবে।
যেমন –
নেতিবাচক: সেটা কখনোই সফল হতে পারে না।
নেতিবাচক: সেটা সর্বদাই অসফল হয়।

সূত্র: ২
‘না’, ‘নয়’, ‘নি’, ‘নেই’, ‘নহে’ ইত্যাদি নঞর্থক পদ তুলে দিতে হয় এবং শব্দের পরিবর্তন ঘটিয়ে হ্যা-বাচক ভাব ফুটিয়ে তুলতে হয়।
যেমন –
নেতিবাচক: কোথাও শান্তি ছিল না
অস্তিবাচক: সর্বত্র অশান্তি ছিলো।

সূত্র: ৩
প্রয়োজনমতো নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা অস্তিবাচকে রূপান্তর করতে হয়।
যেমন –
নেতিবাচক: শহিদের মৃত্যু নেই।
অস্তিবাচক: শহিদেরা অমর।

তেমনিভাবে,
নেতিবাচক: তাতে সমাজজীবন চলে না।
অস্তিবাচক: তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

প্রশ্ন ৪. “তােমারেই যেন ভালােবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।” – রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
ক) ‘অনন্ত প্রেম’
খ) ‘উপহার’
গ) ‘ব্যক্ত প্রেম’
ঘ) ‘শেষ উপহার’

সঠিক উত্তর: ক) ‘অনন্ত প্রেম’

Question Analytics:সঠিক উত্তরদাতা: 14%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 77%

ব্যাখ্যা: অনন্ত প্রেম
– রবীন্দ্রনাথ ঠাকুর

“তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার—
কত রূপ ধ’রে পরেছ গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।”

উল্লেখ্য ‘অনন্ত প্রেম’ কবিতাটি বরীন্দ্রনাথ ঠাকুরের ‘মানসী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

মানসী (১৮৯০) রবীন্দ্রনাথ ঠাকুরের  পূর্ণায়ত যৌবনের শক্তিপরীক্ষার কাব্য।
– এই কাব্যের বিভিন্ন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের  কবি জীবনের পরবর্তী সম্ভাবনা ও প্রবণতাগুলি প্রায় আত্মশক্তিসম্পন্ন হয়ে উঠেছে।
– প্রেম, যৌবন, সৌন্দর্য বিষয়ে তাঁর ভবিষ্যৎ ধারণাগুলো এখানেই ধীরে ধীরে বিশিষ্টতা অর্জন করেছে।
– রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমচেতনার মধ্যে বিচ্ছিন্নতা ও নেতিবাচকতার চেয়ে বরং প্রেমগত সংযোগময়তার সাধনাই বেশি অভিব্যক্ত।

উৎস: মানসী কাব্যগ্রন্থ ও বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।

প্রশ্ন ৫. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
ক) পণ্ডিত
খ) বিদ্যাসাগর
গ) শাস্ত্রজ্ঞ
ঘ) মহামহােপাধ্যায়

সঠিক উত্তর: ঘ) মহামহােপাধ্যায়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 85%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 8%

ব্যাখ্যা: হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের ইতিহাসে এক স্মরণীয় নাম।
– তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক, বহুভাষাবিদ, দার্শনিক, পন্ডিত, প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক।
– তার উপাধি ছিলো – মহামহোপাধ্যায়। ১৮৯৮ সালে তাকে এই উপাধি প্রদান করা হয়।
– তিনি ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে বাংলা সাহিত্যের আদিগ্রন্থ চর্যাপদ আবিস্কার করেন।
– ১৯১৬ সালে ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে তার সম্পাদনায় ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে চর্যাপদ প্রকাশিত হয়।

তার রচিত সাহিত্যকর্ম:
– বেণের মেয়ে (উপন্যাস)
– বাল্মীকির জয়
– মেঘদূত
– প্রাচীন বাংলার গৌরব

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

প্রশ্ন ৬. ক্ষুদ্র জাতিগােষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
ক) ‘তেইশ নম্বর তৈলচিত্র’
খ) ‘ক্ষুধা ও আশা’
গ) ‘কর্ণফুলি’
ঘ) ‘ধানকন্যা’

সঠিক উত্তর: গ) ‘কর্ণফুলি’

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭. ‘নীল লােহিত’ কোন লেখকের ছদ্মনাম?
ক) অরুণ মিত্র
খ) সমরেশ বসু
গ) সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ) সমরেশ মজুমদার

সঠিক উত্তর: গ) সুনীল গঙ্গোপাধ্যায়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 85%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 11%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮. বাগযন্ত্রের অংশ কোনটি?
ক) স্বরযন্ত্র
খ) ফুসফুস
গ) দাঁত
ঘ) উপরের সবকটি

সঠিক উত্তর: ঘ) উপরের সবকটি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 14%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
ক) করণ কারক
খ) সম্প্রদান কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক

সঠিক উত্তর: খ) সম্প্রদান কারক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 55%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০. কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
ক) হিত্তিক ও তুখারিক
খ) তামিল ও দ্রাবিড়
গ) আর্য ও অনার্য
ঘ) মাগধী ও গৌড়ী

সঠিক উত্তর: ক) হিত্তিক ও তুখারিক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 13%, ভুল উত্তরদাতা: 29%, উত্তর করেননি: 56%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১. ‘রুখের তেন্তুলি কুমীরে খাই’–এর অর্থ কী?
ক) তেজি কুমিরকে রুখে দিই
খ) বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গ) গাছের তেঁতুল কুমিরে খায়
ঘ) ভুল থেকে শিক্ষা নিতে হয়

সঠিক উত্তর: গ) গাছের তেঁতুল কুমিরে খায়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 16%, ভুল উত্তরদাতা: 21%, উত্তর করেননি: 61%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?
ক) ১৮৬০
খ) ১৮৬১
গ) ১৮৬৫
ঘ) ১৮৬৭

সঠিক উত্তর: গ) ১৮৬৫

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 14%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?
ক) বেগম রােকেয়া
খ) কাদম্বরী দেবী
গ) স্বর্ণকুমারী দেবী
ঘ) নূরুন্নাহার ফয়জুন্নেসা

সঠিক উত্তর: গ) স্বর্ণকুমারী দেবী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 81%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 12%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
ক) মওলানা ভাসানী
খ) আবুল ফজল
গ) শহীদুল্লা কায়সার
ঘ) শেখ মুজিবুর রহমান

সঠিক উত্তর: ঘ) শেখ মুজিবুর রহমান

Question Analytics:সঠিক উত্তরদাতা: 88%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 9%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
ক) ‘মনসামঙ্গল’
খ) ‘মনসাবিজয়’
গ) ‘পদ্মপুরাণ’
ঘ) ‘পদ্মাবতী’

সঠিক উত্তর: গ) ‘পদ্মপুরাণ’

Question Analytics:সঠিক উত্তরদাতা: 34%, ভুল উত্তরদাতা: 40%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬. ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’- কে রচনা করেন এই কাব্যাংশ?
ক) সুধীন্দ্রনাথ দত্ত
খ) প্রেমেন্দ্র মিত্র
গ) সমর সেন
ঘ) জীবনানন্দ দাশ

সঠিক উত্তর: ঘ) জীবনানন্দ দাশ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 12%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 85%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭. দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপােষকতা লাভ করেন?
ক) সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
খ) কোরেশী মাগন ঠাকুর
গ) সুলতান বরবক শাহ
ঘ) জমিদার নিজাম শাহ

সঠিক উত্তর: ঘ) জমিদার নিজাম শাহ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 10%, ভুল উত্তরদাতা: 53%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮. চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
ক) বাংলাদেশ
খ) নেপাল
গ) উড়িষ্যা
ঘ) ভুটান

সঠিক উত্তর: খ) নেপাল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 90%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 8%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক) কাঁদো নদী কাঁদো
খ) ‘নেকড়ে অরণ্যে’
গ) রাঙা প্রভাত
ঘ) ‘প্রদোষে প্রাকৃতজন’

সঠিক উত্তর: খ) ‘নেকড়ে অরণ্যে’

Question Analytics:সঠিক উত্তরদাতা: 77%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 14%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২০. ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?
ক) রফিক আজাদ
খ) শঙ্খ ঘােষ
গ) শক্তি চট্টোপাধ্যায়
ঘ) শামসুর রাহমান

সঠিক উত্তর: খ) শঙ্খ ঘােষ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 12%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 82%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২১. আসমান কোন ভাষা থেকে আগত শব্দ?
ক) পর্তুগিজ
খ) ফরাসি
গ) আরবি
ঘ) ফারসি

সঠিক উত্তর: ঘ) ফারসি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 43%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২২. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
ক) আ
খ) ই
গ) এ
ঘ) অ্যা

সঠিক উত্তর: ক) আ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 21%, ভুল উত্তরদাতা: 27%, উত্তর করেননি: 50%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৩. ‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী?
ক) জীবননাশের ইচ্ছা
খ) বেঁচে থাকার ইচ্ছা
গ) জীবনকে জানার ইচ্ছা
ঘ) জীবন-জীবিকার পথ

সঠিক উত্তর: খ) বেঁচে থাকার ইচ্ছা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 80%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৪. বড় > বড্ড – এটি কোন ধরনের পরিবর্তন?
ক) বিষমীভবন
খ) সমীভবন
গ) ব্যঞ্জনদ্বিত্ব
ঘ) ব্যঞ্জন-বিকৃতি

সঠিক উত্তর: গ) ব্যঞ্জনদ্বিত্ব

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৫. ‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারার অর্থ কী?
ক) রামায়ণের সাত পর্ব
খ) রামায়ণে বর্ণিত বৃক্ষ
গ) রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
ঘ) বৃহৎ বিষয়

সঠিক উত্তর: ঘ) বৃহৎ বিষয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৬. ‘Attested’ শব্দের বাংলা পরিভাষা কী?
ক) প্রত্যায়িত
খ) সত্যায়িত
গ) প্রত্যয়িত
ঘ) সত্যয়িত

সঠিক উত্তর: খ) সত্যায়িত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৭. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’-এ বাক্যে ‘’ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
ক) অসহায়ত্ব
খ) বিরক্তি
গ) কালের বিস্তার
ঘ) পৌনঃপুনিকতা

সঠিক উত্তর: ঘ) পৌনঃপুনিকতা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৮. ভুল বানান কোনটি?
ক) ভূবন
খ) অন্তঃসার
গ) মুহূর্ত
ঘ) অদ্ভুত

সঠিক উত্তর: ক) ভূবন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৯. ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।’-এটি কোন ধরনের বাক্য?
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) খণ্ড বাক্য

সঠিক উত্তর: খ) জটিল বাক্য

Question Analytics:সঠিক উত্তরদাতা: 81%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 11%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩০. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?
ক) কর্মধারয়
খ) বহুব্রীহি
গ) অব্যয়ীভাব
ঘ) তৎপুরুষ

সঠিক উত্তর: ক) কর্মধারয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 45%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
ক) চৌবেরিয়া গ্রাম, নদীয়া
খ) কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা
গ) বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
ঘ) দেবানন্দপুর গ্রাম, হুগলি

সঠিক উত্তর: গ) বীরসিংহ গ্রাম, মেদিনীপুর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩২. ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়
ক) ১৯ ফেব্রুয়ারি ১৯২৬
খ) ১৯ জানুয়ারি ১৯২৬
গ) ১৯ মার্চ ১৯২৬
ঘ) ২৬ মার্চ ১৯২৭

সঠিক উত্তর: খ) ১৯ জানুয়ারি ১৯২৬

Question Analytics:সঠিক উত্তরদাতা: 15%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 71%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৩. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?
ক) এস. ওয়াজেদ আলী
খ) আবুল হাসেম
গ) আবুল মনসুর আহমদ
ঘ) আবুল হুসেন

সঠিক উত্তর: গ) আবুল মনসুর আহমদ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 81%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 14%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৪. “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামাল ছেলে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) কামাল পাশা
গ) চিত্তরঞ্জন দাস
ঘ) সুভাষ বসু

সঠিক উত্তর: খ) কামাল পাশা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 20%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 67%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৫. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
ক) ‘শনিবারের চিঠি’
খ) রবিবারের ডাক
গ) বিজলি
ঘ) বঙ্গদর্শন

সঠিক উত্তর: ক) ‘শনিবারের চিঠি’

Question Analytics:সঠিক উত্তরদাতা: 23%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 72%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৬. What is the antonym for the word ‘deformation’?
ক) distortion
খ) contortion
গ) wholeness
ঘ) disfigurement

সঠিক উত্তর: গ) wholeness

Question Analytics:সঠিক উত্তরদাতা: 37%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 50%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৭. Words inscribed on a tomb is an-
ক) epitome
খ) epithet
গ) episode
ঘ) epitaph

সঠিক উত্তর: ঘ) epitaph

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৮. The phrase ‘dog days’ means-
ক) hot weather
খ) cold shower
গ) rain-soaked streets
ঘ) ice storm

সঠিক উত্তর: ক) hot weather

Question Analytics:সঠিক উত্তরদাতা: 79%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৯. Which gender is the word ‘orphan’?
ক) neuter
খ) feminine
গ) common
ঘ) masculine

সঠিক উত্তর: গ) common

Question Analytics:সঠিক উত্তরদাতা: 77%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 16%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪০. Who wrote the play “The Way of the World”?
ক) William Shakespeare
খ) William Congreve
গ) Ben Jonson
ঘ) Oscar Wilde

সঠিক উত্তর: খ) William Congreve

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪১. “Better to reign in Hell, than serve in Heav’n.” –Who wrote this?
ক) Geoffrey Chaucer
খ) Christopher Marlowe
গ) John Milton
ঘ) P. B. Shelley

সঠিক উত্তর: গ) John Milton

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪২. Who is not an Irish writer?
ক) Oscar Wilde
খ) James Joyce
গ) Jonathan Swift
ঘ) D. H. Lawrence

সঠিক উত্তর: ঘ) D. H. Lawrence

Question Analytics:সঠিক উত্তরদাতা: 22%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 60%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৩. ‘A herd of cattle is passing.’ The underlined word is a/an –
ক) adverb
খ) adjective
গ) collective noun
ঘ) abstract noun

সঠিক উত্তর: গ) collective noun

Question Analytics:সঠিক উত্তরদাতা: 68%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৪. What is the adjective form of the word ‘people’?
ক) populous
খ) popular
গ) popularity
ঘ) popularize

সঠিক উত্তর: ক) populous

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৫. ‘He contemplated marrying his cousin.’ Here ‘marrying’ is a/an-
ক) present participle
খ) gerund
গ) verb
ঘ) infinitive

সঠিক উত্তর: খ) gerund

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 24%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৬. ‘No Second Troy’ is a-
ক) short story
খ) novel
গ) poem
ঘ) drama

সঠিক উত্তর: গ) poem

Question Analytics:সঠিক উত্তরদাতা: 17%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 76%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৭. Who is not a modern poet?
ক) W. B. Yeats
খ) W. H. Auden
গ) John Keats
ঘ) T. S. Eliot

সঠিক উত্তর: গ) John Keats

Question Analytics:সঠিক উত্তরদাতা: 66%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৮. Who is the author of the novel ‘The God of Small Things’?.
ক) Thomas Hardy
খ) Jhumpa Lahiri
গ) R. K. Narayan
ঘ) Arundhati Roy

সঠিক উত্তর: ঘ) Arundhati Roy

Question Analytics:সঠিক উত্তরদাতা: 70%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৯. Which of the following novels is not written by an English writer?
ক) A Passage to India
খ) Sons and Lovers
গ) One Hundred Years of Solitude
ঘ) Pride and Prejudice

সঠিক উত্তর: গ) One Hundred Years of Solitude

Question Analytics:সঠিক উত্তরদাতা: 36%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 46%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫০. A speech full of too many words is-
ক) a big speech
খ) maiden speech
গ) a verbose speech
ঘ) an unimportant speech

সঠিক উত্তর: গ) a verbose speech

Question Analytics:সঠিক উত্তরদাতা: 80%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 16%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫১. Who is the poet of the poem “Ozymandias”?
ক) P. B. Shelley
খ) William Wordsworth
গ) S. T. Coleridge
ঘ) John Keats

সঠিক উত্তর: ক) P. B. Shelley

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫২. ‘Moby Dick’, a novel, was written by –
ক) Herman Melville
খ) Nathaniel Hawthorne
গ) Mark Twain
ঘ) William Faulkner

সঠিক উত্তর: ক) Herman Melville

Question Analytics:সঠিক উত্তরদাতা: 28%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 64%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৩. ‘If Winter comes, can Spring be far behind?’ – Who wrote this?
ক) William Blake
খ) S. T. Coleridge
গ) Lord Byron
ঘ) P. B. Shelley

সঠিক উত্তর: ঘ) P. B. Shelley

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৪. O’ Henry was from –
ক) Canada
খ) America
গ) England
ঘ) Ireland

সঠিক উত্তর: খ) America

Question Analytics:সঠিক উত্তরদাতা: 38%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 52%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৫. Where is the setting of the play ‘Hamlet’?
ক) England
খ) Italy
গ) France
ঘ) Denmark

সঠিক উত্তর: ঘ) Denmark

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৬. The word ‘to genuflect’ means –
ক) to be genuine
খ) to reflect
গ) to bend the knee
ঘ) to be flexible

সঠিক উত্তর: গ) to bend the knee

Question Analytics:সঠিক উত্তরদাতা: 9%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 86%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৭. Fill in the blank: She went to New Market _____.
ক) on foot
খ) on feet
গ) by foot
ঘ) by walking

সঠিক উত্তর: ক) on foot

Question Analytics:সঠিক উত্তরদাতা: 66%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৮. Fill in the gap:
Birds fly ___ in the sky.

ক) random
খ) at large
গ) at a stitch
ঘ) are long

সঠিক উত্তর: খ) at large

Question Analytics:সঠিক উত্তরদাতা: 60%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৯. Who is the author of ‘Jane Eyre’?
ক) Charlotte Brontë
খ) Emily Brontë
গ) Jane Austen
ঘ) Mary Shelley

সঠিক উত্তর: ক) Charlotte Brontë

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 44%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬০. The most famous romantic poet of English literature is –
ক) John Dryden
খ) Alexander Pope
গ) William Wordsworth
ঘ) T. S. Eliot

সঠিক উত্তর: গ) William Wordsworth

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬১. Identify the correct synonym for the word ‘magnanimous’.
ক) unkind
খ) generous
গ) revengeful
ঘ) friendly

সঠিক উত্তর: খ) generous

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬২. Choose the right form of verb:
It is high time we (act) on the matter.

ক) are acting
খ) acted
গ) have acted
ঘ) could act

সঠিক উত্তর: খ) acted

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৩. What is the noun form of the word ‘laugh’?
ক) laughing
খ) laughable
গ) laughter
ঘ) laughingly

সঠিক উত্তর: গ) laughter

Question Analytics:সঠিক উত্তরদাতা: 66%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৪. Identify the word which is spelt incorrectly:
ক) fluctuation
খ) remission
গ) ocassion
ঘ) decision

সঠিক উত্তর: গ) ocassion

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৫. Change the voice: ‘Nobody trusts a traitor.’
ক) A traitor is trusted..
খ) A traitor should not be trusted.
গ) Everybody hates a traitor.
ঘ) A traitor is not trusted by anybody.

সঠিক উত্তর: ঘ) A traitor is not trusted by anybody.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 68%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৬. ___ was both a poet and a painter.
ক) John Keats
খ) Spenser
গ) William Blake
ঘ) John Donne

সঠিক উত্তর: গ) William Blake

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৭. Identify the correct sentence:
ক) The girl burst out tears.
খ) The girl burst into tears.
গ) The girl burst with tears.
ঘ) The girl bursted out tears.

সঠিক উত্তর: খ) The girl burst into tears.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৮. The phrase ‘sine die’ means –
ক) half-heartedly
খ) doubtfully
গ) fixed
ঘ) uncertain

সঠিক উত্তর: ঘ) uncertain

Question Analytics:সঠিক উত্তরদাতা: 31%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 55%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৯. What kind of play is ‘Julius Caesar’?
ক) romantic
খ) anti-romantic
গ) comedy
ঘ) historical

সঠিক উত্তর: ঘ) historical

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭০. Do you have any money ___ you?
Fill in the blank with appropriate preposition:

ক) to
খ) over
গ) in
ঘ) on

সঠিক উত্তর: ঘ) on

Question Analytics:সঠিক উত্তরদাতা: 16%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 58%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭১. 
ক) 8
খ) 2
গ) 15
ঘ) 10

সঠিক উত্তর: গ) 15

Question Analytics:সঠিক উত্তরদাতা: 23%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 66%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭২. 
ক) {∅}
খ) {1}
গ) {-1}
ঘ) {2}

সঠিক উত্তর: ক) {∅}

Question Analytics:সঠিক উত্তরদাতা: 28%, ভুল উত্তরদাতা: 30%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৩. A = {x ∈ IN | 2 < x ≤ 8}
B = {x ∈ IN | x বিজোড় এবং x ≤ 9} হলে, A ∩ B = কত?

ক) {3, 5, 8}
খ) {4, 5, 7}
গ) {3, 4, 5}
ঘ) {3, 5, 7}

সঠিক উত্তর: ঘ) {3, 5, 7}

Question Analytics:সঠিক উত্তরদাতা: 70%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৪. একটি অনুষ্ঠানে কিছু লােক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লােক ছিল?
ক) ২৪
খ) ২৫
গ) ৩০
ঘ) ৬০

সঠিক উত্তর: খ) ২৫

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 53%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৫. A এবং B দুটি ঘটনা যেন, P(A) = 1/2, P(A∪B) = 3/4, P(Bc) = 5/8 হলে, P(Ac ∩ Bc) = কত?
ক) 1/8
খ) 1/6
গ) 1/4
ঘ) 1/2

সঠিক উত্তর: গ) 1/4

Question Analytics:সঠিক উত্তরদাতা: 8%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 85%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৬. বাস্তব সংখ্যায় 1/(3x – 5) < 1/3 অসমতাটির সমাধান-
ক) – ∞ < x < 5/3
খ) 8/3 < x < ∞
গ) – ∞ < x < 5/2 অথবা 8/3 < x < ∞
ঘ) – ∞ < x < 5/2 এবং 8/3 < x < ∞

সঠিক উত্তর: খ) 8/3 < x < ∞

Question Analytics:সঠিক উত্তরদাতা: 34%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 61%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৭. একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারাে জন গােয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?
ক) 522
খ) 252
গ) 225
ঘ) 155

সঠিক উত্তর: খ) 252

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 57%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৮. 5x – x2 – 6 > 0 হলে, নিচের কোনটি সঠিক?
ক) x > 3, x < 2
খ) 2 > x > 3
গ) x < 2
ঘ) 2 < x < 3

সঠিক উত্তর: ঘ) 2 < x < 3

Question Analytics:সঠিক উত্তরদাতা: 39%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৯. 4x + 41 – x = 4 হলে, x = কত?
ক) 1/4
খ) 1/3
গ) 1/2
ঘ) 1

সঠিক উত্তর: গ) 1/2

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮০. 1/4 – 1/6 + 1/9 – 2/7 + ………. ধারাটির অসীম পদের সমষ্টি কত?
ক) S = 20/3
খ) S = 3/20
গ) S = 20
ঘ) S = 3

সঠিক উত্তর: খ) S = 3/20

Question Analytics:সঠিক উত্তরদাতা: 30%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 67%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮১. একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
ক) ৩০°
খ) ৬০°
গ) ৯০°
ঘ) ১২০°

সঠিক উত্তর: খ) ৬০°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮২. ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
ক) ১২
খ) ১১
গ) ১০
ঘ) ৯৭

সঠিক উত্তর: খ) ১১

Question Analytics:সঠিক উত্তরদাতা: 16%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 72%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৩. x = √4 + √3 হলে, x3 + 1/x3 এর মান কত?
ক) 5√3
খ) 52
গ) 5√2
ঘ) 2√5

সঠিক উত্তর: খ) 52

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 44%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৪. একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?
ক) ৯ ফুট
খ) ৮ ফুট
গ) ৫ ফুট
ঘ) ৪ ফুট

সঠিক উত্তর: গ) ৫ ফুট

Question Analytics:সঠিক উত্তরদাতা: 15%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 79%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৫. O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত?

ক) 54°
খ) 72°
গ) 108°
ঘ) 126°

সঠিক উত্তর: ঘ) 126°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 26%, ভুল উত্তরদাতা: 36%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৬. সালােকসংশ্লেষণে সূর্যের আলাের রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলাে-
ক) ০%
খ) ১০ – ১৫%
গ) ৩ – ৬%
ঘ) ১০০%

সঠিক উত্তর: গ) ৩ – ৬%

Question Analytics:সঠিক উত্তরদাতা: 12%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 75%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৭. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়-
ক) অ্যানােডে
খ) ক্যাথােডে
গ) অ্যানােড এবং ক্যাথােড উভয়টিতে
ঘ) বর্ণিত কোনটিতেই নয়

সঠিক উত্তর: ক) অ্যানােডে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৮. পানির অণু একটি-
ক) প্যারাচুম্বক
খ) ডায়াচুম্বক
গ) ফেরােচুম্বক
ঘ) অ্যান্টিফেরােচুম্বক

সঠিক উত্তর: খ) ডায়াচুম্বক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 28%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 58%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৯. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রােধ কত?
ক) শূন্য
খ) অসীম
গ) অতিক্ষুদ্র
ঘ) যে কোনাে মান

সঠিক উত্তর: ক) শূন্য

Question Analytics:সঠিক উত্তরদাতা: 32%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 59%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯০. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলাে-
ক) হাইড্রোজেন
খ) নাইট্রোজেন
গ) মিথেন
ঘ) ইথেন

সঠিক উত্তর: গ) মিথেন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 80%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯১. 
ক) ৮
খ) ১৭
গ) ৯
ঘ) ২৫

সঠিক উত্তর: গ) ৯

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯২. প্রােটিন তৈরি হয়-
ক) ফ্যাটি এসিড দিয়ে
খ) সাইট্রিক এসিড দিয়ে
গ) অ্যামিনাে এসিড দিয়ে
ঘ) অক্সালিক এসিড দিয়ে

সঠিক উত্তর: গ) অ্যামিনাে এসিড দিয়ে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 78%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৩. কোভিড-১৯ যে ধরনের ভাইরাস-
ক) DNA
খ) DNA + RNA
গ) mRNA
ঘ) RNA

সঠিক উত্তর: ঘ) RNA

Question Analytics:সঠিক উত্তরদাতা: 25%, ভুল উত্তরদাতা: 35%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৪. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-
ক) ডায়াস্টল
খ) সিস্টল
গ) ডায়াসিস্টল
ঘ) উপরের কোনটিই নয়

সঠিক উত্তর: খ) সিস্টল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৫. নিম্নের কোন রােগটি DNA ভাইরাসঘটিত?
ক) ডেঙ্গুজ্বর
খ) স্মলপক্স
গ) কোভিড-১৯
ঘ) পােলিও

সঠিক উত্তর: খ) স্মলপক্স

Question Analytics:সঠিক উত্তরদাতা: 10%, ভুল উত্তরদাতা: 21%, উত্তর করেননি: 68%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৬. RFID বলতে বােঝায়-
ক) Random Frequency Identification
খ) Random Frequency Information
গ) Radio Frequency Information
ঘ) Radio Frequency Identification

সঠিক উত্তর: ঘ) Radio Frequency Identification

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৭. কোন মাধ্যমে আলাের পালস্ ব্যবহৃত হয়?
ক) তামার তার
খ) কো-এক্সিয়াল ক্যাবল
গ) অপটিক্যাল ফাইবার
ঘ) ওয়্যারলেস মিডিয়া

সঠিক উত্তর: গ) অপটিক্যাল ফাইবার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৮. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়ােজন?
ক) ২৬.৫° সে.
খ) ৩৫° সে.
গ) ৩৭.৫° সে.
ঘ) ৪০.৫° সে.

সঠিক উত্তর: ক) ২৬.৫° সে.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 26%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 65%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৯. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?
ক) Oracle
খ) McAfee
গ) Norton
ঘ) Kaspersky

সঠিক উত্তর: ক) Oracle

Question Analytics:সঠিক উত্তরদাতা: 80%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০০. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
ক) $
খ) #
গ) &
ঘ) @

সঠিক উত্তর: ঘ) @

Question Analytics:সঠিক উত্তরদাতা: 84%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০১. Keyboard এবং CPU-এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?
ক) Simplex
খ) Duplex
গ) Half duplex
ঘ) Triplex

সঠিক উত্তর: ক) Simplex

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 43%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০২. Blockchain-এর প্রতিটি block কী তথ্য বহন করে?
ক) A hash pointer to the previous block
খ) Timestamp
গ) List of transactions
ঘ) উপরের সবগুলাে

সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলাে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 18%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 79%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০৩. নিচের কোনটি Bluetooth-এর IEEE standard?
ক) IEEE 802.15
খ) IEEE 802.1
গ) IEEE 802.3
ঘ) IEEE 802.11

সঠিক উত্তর: ক) IEEE 802.15

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০৪. ১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?
ক) ৪৬
খ) ১৬
গ) ২৪
ঘ) ৫৪

সঠিক উত্তর: ক) ৪৬

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০৫. DNS সার্ভারের কাজ হচ্ছে _____ কে _____ address-এ পরিবর্তন করা।
ক) Email, DNS
খ) MAC Address, IP
গ) Domain name, IP
ঘ) Email, IP

সঠিক উত্তর: গ) Domain name, IP

Question Analytics:সঠিক উত্তরদাতা: 34%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 57%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০৬. নিচের কোনটি Open Source DBMS?
ক) MySQL.
খ) Microsoft SQL Server
গ) Microsoft Access
ঘ) Oracle

সঠিক উত্তর: ক) MySQL.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 17%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 63%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০৭. নিচের Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত?
ক) Priority Scheduling
খ) Shortest Job First
গ) Youngest Job First
ঘ) Round-robin

সঠিক উত্তর: ঘ) Round-robin

Question Analytics:সঠিক উত্তরদাতা: 13%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 84%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০৮. নিচের কোন প্রযুক্তি Face Recognition System-এর সহায়ক ভূমিকা পালন করে?
ক) Applied Artificial Intelligence (AI)
খ) Applied Internet of Things (IoT)
গ) Virtual Reality
ঘ) উপরের কোনটিই নয়

সঠিক উত্তর: ক) Applied Artificial Intelligence (AI)

Question Analytics:সঠিক উত্তরদাতা: 33%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 58%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০৯. নিচের কোনটি output device নয়?
ক) monitor
খ) microphone
গ) printer
ঘ) speaker

সঠিক উত্তর: খ) microphone

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১০. নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
ক) http
খ) www
গ) URL
ঘ) HTML

সঠিক উত্তর: গ) URL

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১১. নিচের কোন প্রযুক্তি ‘Pay as You Go’ সার্ভিস মডেল অনুসরণ করে?
ক) Internet of Things (IoT)
খ) Cloud Computing
গ) Client-Server Systems
ঘ) Big Data Analytics

সঠিক উত্তর: খ) Cloud Computing

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১২. যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরােধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত?
ক) Phishing
খ) Man-in-the-Middle
গ) Denial of Service
ঘ) উপরের কোনটিই নয়

সঠিক উত্তর: গ) Denial of Service

Question Analytics:সঠিক উত্তরদাতা: 9%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 76%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১৩. নিচের কোন মেমােরিটিতে Access Time সবচেয়ে কম?
ক) Registers
খ) SSD
গ) RAM
ঘ) Cache memory

সঠিক উত্তর: ক) Registers

Question Analytics:সঠিক উত্তরদাতা: 12%, ভুল উত্তরদাতা: 51%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১৪. নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?
ক) Router
খ) Switch
গ) Modem
ঘ) HUB

সঠিক উত্তর: গ) Modem

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১৫. নিচের কোনটি multi-tasking operating system নয়?
ক) Windows
খ) Linux
গ) Windows NT
ঘ) DOS

সঠিক উত্তর: ঘ) DOS

Question Analytics:সঠিক উত্তরদাতা: 46%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১৬. এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্ৰাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
ক) ৮ মাইল
খ) ১৫ মাইল
গ) ১২ মাইল
ঘ) উপরের কোনটিই নয়

সঠিক উত্তর: ঘ) উপরের কোনটিই নয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১৭. লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবােধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?

ক) 30 পাউন্ড
খ) 25 পাউন্ড
গ) 40 পাউন্ড
ঘ) 35 পাউন্ড

সঠিক উত্তর: ঘ) 35 পাউন্ড

Question Analytics:সঠিক উত্তরদাতা: 23%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 65%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১৮. ‘ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর কী হবে?
ক) ঠ
খ) ম
গ) ন
ঘ) র,

সঠিক উত্তর: গ) ন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 76%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 16%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১৯. ‘A’ ‘B’-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ‘A’ একা কাজটি কতদিনে করতে পারবে?
ক) ১২ দিনে
খ) ২৪ দিনে
গ) ২১ দিনে
ঘ) ১৫ দিনে

সঠিক উত্তর: গ) ২১ দিনে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 46%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 49%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২০. ‘DRIVE is to LICENCE as BREATHE is to ______.’ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?
ক) OXYGEN
খ) ATMOSPHERE
গ) WINDPIPE
ঘ) INHALE

সঠিক উত্তর: ক) OXYGEN

Question Analytics:সঠিক উত্তরদাতা: 60%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২১. একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পােস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?
ক) ১৮০
খ) ২৪০
গ) ৩০০
ঘ) ৩৬০

সঠিক উত্তর: ক) ১৮০

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 45%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২২. যদি ROSE-কে লেখা হয় 6821, CHAIR-কে লেখা হয় 73456 এবং PREACH-কে লেখা হয় 961473, তাহলে SEARCH-এর কোড কত?
ক) 246173
খ) 214673
গ) 214763
ঘ) 216473

সঠিক উত্তর: খ) 214673

Question Analytics:সঠিক উত্তরদাতা: 68%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২৩. প্রশ্নবােধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?

ক) 20
খ) 26
গ) 30
ঘ) 25

সঠিক উত্তর: খ) 26

Question Analytics:সঠিক উত্তরদাতা: 61%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২৪. DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবােধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
ক) DE
খ) ED
গ) FG
ঘ) GF

সঠিক উত্তর: গ) FG

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২৫. ‘প্রতিযােগিতা’য় সবসময় কী থাকে?
ক) topic
খ) examination
গ) party
ঘ) participant

সঠিক উত্তর: ঘ) participant

Question Analytics:সঠিক উত্তরদাতা: 79%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২৬. একটি ছবি দেখিয়ে তিন্নী বললাে, ‘সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’ ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?
ক) ভাই
খ) চাচা
গ) ছেলে
ঘ) কোন সম্পর্ক নেই

সঠিক উত্তর: ক) ভাই

Question Analytics:সঠিক উত্তরদাতা: 80%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২৭. নিচের ক, খ, গ ও ঘ বিকল্প নকশা ৪টির মধ্যে কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে বসবে?

ক) ক
খ) খ
গ) গ
ঘ) ঘ

সঠিক উত্তর: ক) ক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 77%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২৮. নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
ক) চাঁদ
খ) প্লুটো
গ) মঙ্গল
ঘ) পৃথিবী

সঠিক উত্তর: ক) চাঁদ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 77%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২৯. নিচের ক, খ, গ ও ঘ এই ৪টি বিকল্প নকশার মধ্যে চিত্রের প্রশ্নবােধক চিহ্নের ঘরে কোন নকশাটি বসবে?

ক) ক
খ) খ
গ) গ
ঘ) ঘ

সঠিক উত্তর: ক) ক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩০. নিচের শব্দগুলাের মধ্যে ৩টি সমগােত্রীয়। কোন শব্দটি আলাদা?
ক) Conventional
খ) Peculiar
গ) Conservative
ঘ) Traditional

সঠিক উত্তর: খ) Peculiar

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩১. বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
ক) হাশেম খান
খ) এ.কে.এম আব্দুর রউফ
গ) আবুল বারক আলভী
ঘ) সমরজিৎ রায় চৌধুরী

সঠিক উত্তর: খ) এ.কে.এম আব্দুর রউফ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩২. বাংলাদেশে কোনটি ব্যাংক নােট নয়?
ক) ২ টাকা
খ) ১০ টাকা
গ) ৫০ টাকা
ঘ) ১০০ টাকা

সঠিক উত্তর: ক) ২ টাকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 80%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩৩. ‘সেকেন্ডারি মার্কেট’ কিসের সাথে সংশ্লিষ্ট?
ক) শ্রম বাজার
খ) চাকুরি বাজার
গ) স্টক মার্কেট
ঘ) কৃষি বাজার

সঠিক উত্তর: গ) স্টক মার্কেট

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 44%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩৪. বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
ক) আয়কর
খ) ভূমিকর
গ) আমদানি-রপ্তানি শুল্ক
ঘ) মূল্য সংযােজন কর

সঠিক উত্তর: ঘ) মূল্য সংযােজন কর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 79%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 16%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩৫. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
ক) মহাভারত
খ) রামায়ণ
গ) গীতা
ঘ) বেদ

সঠিক উত্তর: ঘ) বেদ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 78%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩৬. বাংলার প্রাচীন জনপদ কোনটি?
ক) পুণ্ড্র
খ) তাম্রলিপ্ত
গ) গৌড়
ঘ) হরিকেল

সঠিক উত্তর: ক) পুণ্ড্র

Question Analytics:সঠিক উত্তরদাতা: 83%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩৭. মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
ক) তাজউদ্দিন আহমদ
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) এম. মনসুর আলী
ঘ) এ.এইচ.এম. কামরুজ্জামান

সঠিক উত্তর: ক) তাজউদ্দিন আহমদ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 16%, ভুল উত্তরদাতা: 62%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩৮. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
ক) ২৯ (২)
খ) ২৮ (২)
গ) ৩৯ (১)
ঘ) ৩৯ (২)

সঠিক উত্তর: খ) ২৮ (২)

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩৯. কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
ক) বেক্সিমকো
খ) স্কয়ার
গ) ইনসেপটা
ঘ) এক্‌মি

সঠিক উত্তর: গ) ইনসেপটা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 24%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪০. বাংলাদেশ কত সালে OIC-এর সদস্যপদ লাভ করে?
ক) ১৯৭৩
খ) ১৯৭৪
গ) ১৯৭৫
ঘ) ১৯৭৬

সঠিক উত্তর: খ) ১৯৭৪

Question Analytics:সঠিক উত্তরদাতা: 76%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪১. বাংলাদেশে ভােটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
ক) ১৮
খ) ১৯
গ) ২০
ঘ) ২১

সঠিক উত্তর: ক) ১৮

Question Analytics:সঠিক উত্তরদাতা: 84%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 14%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪২. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-
ক) আইনমন্ত্রী
খ) আইন সচিব
গ) অ্যাটর্নি জেনারেল
ঘ) প্রধান বিচারপতি

সঠিক উত্তর: গ) অ্যাটর্নি জেনারেল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪৩. ‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
ক) হিন্দুধর্ম
খ) বৌদ্ধধর্ম
গ) খ্রিষ্টধর্ম
ঘ) ইহুদীধর্ম

সঠিক উত্তর: খ) বৌদ্ধধর্ম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 48%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪৪. প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’ বলতে কী বােঝায়?
ক) ক্যাবিনেট
খ) বিরােধী দল
গ) সুশীল সমাজ
ঘ) লােকপ্রশাসন বিভাগ

সঠিক উত্তর: খ) বিরােধী দল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪৫. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?
ক) আনিসুল হক
খ) সাঈদ খােকন
গ) সাদেক হােসেন খােকা
ঘ) মােহাম্মদ হানিফ

সঠিক উত্তর: ঘ) মােহাম্মদ হানিফ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪৬. বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
ক) ১৯৯৫
খ) ১৯৯৬
গ) ১৯৯৭
ঘ) ১৯৯৮

সঠিক উত্তর: ঘ) ১৯৯৮

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪৭. একনেক (ECNEC)-এর প্রধান কে?
ক) প্রধানমন্ত্রী
খ) অর্থমন্ত্রী
গ) বাণিজ্যমন্ত্রী
ঘ) পরিকল্পনা মন্ত্রী

সঠিক উত্তর: ক) প্রধানমন্ত্রী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 82%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 16%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪৮. ‘বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
ক) ধান
খ) গম
গ) পাট
ঘ) টমেটো

সঠিক উত্তর: খ) গম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪৯. তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
ক) ২০০২
খ) ২০০৬
গ) ২০০৯
ঘ) ২০১১

সঠিক উত্তর: গ) ২০০৯

Question Analytics:সঠিক উত্তরদাতা: 45%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 43%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫০. ‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন-
ক) জেরেমি চুয়া
খ) আবদুল্লাহ মােহাম্মদ সাদ
গ) রাজীব মহাজন
ঘ) আজমেরী হক বাঁধন

সঠিক উত্তর: খ) আবদুল্লাহ মােহাম্মদ সাদ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫১. নিপাের্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?
ক) জনসংখ্যা গবেষণা
খ) নদী গবেষণা
গ) মিঠাপানি গবেষণা
ঘ) বন্দর গবেষণা

সঠিক উত্তর: ক) জনসংখ্যা গবেষণা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 78%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫২. ওরাওঁ জনগােষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
ক) রাজশাহী-দিনাজপুর
খ) বরগুনা-পটুয়াখালী
গ) রাঙামাটি-বান্দরবান
ঘ) সিলেট-হবিগঞ্জ

সঠিক উত্তর: ক) রাজশাহী-দিনাজপুর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 43%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫৩. ১৯৬৬ সালের ৬ দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি

সঠিক উত্তর: ক) ৩টি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 47%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫৪. প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
ক) ঢাকা ও কুমিল্লা
খ) ময়মনসিংহ ও নেত্রকোণা
গ) কুমিল্লা ও নােয়াখালী
ঘ) ময়মনসিংহ ও জামালপুর

সঠিক উত্তর: গ) কুমিল্লা ও নােয়াখালী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 79%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫৫. ‘Untranquil Recollections: The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক কে?
ক) আনিসুর রহমান
খ) রেহমান সােবহান
গ) নুরুল ইসলাম
ঘ) রওনক জাহান

সঠিক উত্তর: খ) রেহমান সােবহান

Question Analytics:সঠিক উত্তরদাতা: 14%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 83%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫৬. ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
ক) ৬ নম্বর
খ) ৭ নম্বর
গ) ৮ নম্বর
ঘ) ৯ নম্বর

সঠিক উত্তর: গ) ৮ নম্বর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 35%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 57%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫৭. নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?
ক) ১৯৭৭
খ) ২০০৮
গ) ২০১৫
ঘ) ২০১৯

সঠিক উত্তর: গ) ২০১৫

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 42%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫৮. ‘ম্যানিলা’ কোন ফসলের উন্নত জাত?
ক) তুলা
খ) তামাক
গ) পেয়ারা
ঘ) তরমুজ

সঠিক উত্তর: খ) তামাক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫৯. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘বার্ষিক আর্থিক বিবৃতি’-এর কথা উল্লেখ করা হয়েছে?
ক) ৮১
খ) ৮৫
গ) ৮৭
ঘ) ৮৮

সঠিক উত্তর: গ) ৮৭

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 48%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬০. কোনটি সাংবিধানিক পদ নয়?
ক) প্রধান নির্বাচন কমিশনার
খ) চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
গ) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
ঘ) কনট্রোলার ও অডিটর জেনারেল

সঠিক উত্তর: গ) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬১. ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
ক) UNIMOG
খ) UNIIMOG
গ) UNGOMAP
ঘ) UNICEF

সঠিক উত্তর: খ) UNIIMOG

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬২. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
ক) ১৫ সেপ্টেম্বর
খ) ১৫ অক্টোবর
গ) ১৫ নভেম্বর
ঘ) ১৫ ডিসেম্বর

সঠিক উত্তর: ক) ১৫ সেপ্টেম্বর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 18%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 72%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬৩. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়?
ক) ফ্রান্স
খ) জার্মানি
গ) নেদারল্যান্ড
ঘ) হাঙ্গেরি

সঠিক উত্তর: খ) জার্মানি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬৪. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবােজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
ক) কিলাে-ক্লাস
খ) মিং-ক্লাস
গ) ডলফিন-ক্লাস
ঘ) শ্যাং-ক্লাস

সঠিক উত্তর: খ) মিং-ক্লাস

Question Analytics:সঠিক উত্তরদাতা: 11%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 78%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬৫. জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
ক) এডেন উপসাগরের পাশে
খ) প্রশান্ত মহাসাগরে
গ) দক্ষিণ আমেরিকায়
ঘ) দক্ষিণ চীন সাগরে

সঠিক উত্তর: ক) এডেন উপসাগরের পাশে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 45%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 43%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬৬. নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
ক) আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
খ) আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
গ) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
ঘ) খাদ্য ও কৃষি সংস্থা (FAO)

সঠিক উত্তর: ক) আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)

Question Analytics:সঠিক উত্তরদাতা: 79%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬৭. United Nations Framework Convention on Climate Change-এর মূল আলােচ্য বিষয়-
ক) জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
খ) গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
গ) সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
ঘ) বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন

সঠিক উত্তর: খ) গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬৮. World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
ক) UNDP
খ) World Bank
গ) IMF
ঘ) BRICS

সঠিক উত্তর: খ) World Bank

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬৯. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
ক) মালয়েশিয়া
খ) ইন্দোনেশিয়া
গ) চীন
ঘ) ইংল্যান্ড

সঠিক উত্তর: খ) ইন্দোনেশিয়া

Question Analytics:সঠিক উত্তরদাতা: 11%, ভুল উত্তরদাতা: 53%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭০. ‘The lady with the Lamp’ নামে পরিচিত-
ক) হেলেন কেলার
খ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
গ) মাদার তেরেসা
ঘ) সরােজিনী নাইডু

সঠিক উত্তর: খ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 81%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 16%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭১. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম –
ক) এনএলডি সরকার
খ) ন্যাশনাল ইউনিটি সরকার
গ) বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
ঘ) অং সান সু চি সরকার

সঠিক উত্তর: খ) ন্যাশনাল ইউনিটি সরকার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 21%, ভুল উত্তরদাতা: 44%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭২. কোন রাষ্ট্রটি বিরােধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
ক) মালয়েশিয়া
খ) ফিলিপাইন
গ) ভিয়েতনাম
ঘ) কম্বােডিয়া

সঠিক উত্তর: ঘ) কম্বােডিয়া

Question Analytics:সঠিক উত্তরদাতা: 25%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 55%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭৩. নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
ক) ভারত-নেপাল
খ) ভারত-পাকিস্তান
গ) ভারত-চীন
ঘ) ভারত-ভুটান

সঠিক উত্তর: গ) ভারত-চীন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 17%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 68%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭৪. বাংলাদেশ কোনটির সদস্য নয়?
ক) BCIM-EC
খ) OAS
গ) OIC
ঘ) BIMSTEC

সঠিক উত্তর: খ) OAS

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭৫. চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গােষ্ঠীর নাম-
ক) তুর্কমেন
খ) উইঘুর
গ) তাজিক
ঘ) কাজাখ

সঠিক উত্তর: খ) উইঘুর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 82%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭৬. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
ক) ১১
খ) ১৫
গ) ১৭
ঘ) ২১

সঠিক উত্তর: গ) ১৭

Question Analytics:সঠিক উত্তরদাতা: 80%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭৭. বিশ্ব মানবাধিকার দিবস-
ক) ৮ ডিসেম্বর
খ) ১০ ডিসেম্বর
গ) ১১ ডিসেম্বর
ঘ) ১৩ ডিসেম্বর

সঠিক উত্তর: খ) ১০ ডিসেম্বর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭৮. আকাবা একটি-
ক) সমুদ্র বন্দর
খ) বিমান বন্দর
গ) স্থল বন্দর
ঘ) নদী বন্দর

সঠিক উত্তর: ক) সমুদ্র বন্দর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 70%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭৯. Trafalgar Square-এর অবস্থান-
ক) রাশিয়ায়
খ) ইংল্যান্ডে
গ) ফ্রান্সে
ঘ) চীনে

সঠিক উত্তর: খ) ইংল্যান্ডে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮০. মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়-
ক) উত্তর আমেরিকায়
খ) দক্ষিণ আমেরিকায়
গ) মধ্য আফ্রিকায়
ঘ) মধ্য আমেরিকায়

সঠিক উত্তর: ঘ) মধ্য আমেরিকায়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 24%, ভুল উত্তরদাতা: 44%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮১. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
ক) পার্বত্য বন
খ) শালবন
গ) মধুপুর বন
ঘ) ম্যানগ্রোভ বন

সঠিক উত্তর: ঘ) ম্যানগ্রোভ বন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 81%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮২. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?
ক) নিঝুমদ্বীপ
খ) সেন্ট মার্টিনস
গ) হাতিয়া
ঘ) কুতুবদিয়া

সঠিক উত্তর: খ) সেন্ট মার্টিনস

Question Analytics:সঠিক উত্তরদাতা: 83%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮৩. বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সােপান দেখা যায়?
ক) বান্দরবান
খ) কুষ্টিয়া
গ) কুমিল্লা
ঘ) বরিশাল

সঠিক উত্তর: গ) কুমিল্লা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮৪. নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
ক) চীন
খ) পাকিস্তান
গ) থাইল্যান্ড
ঘ) মায়ানমার

সঠিক উত্তর: ঘ) মায়ানমার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 82%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 16%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮৫. বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
ক) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
খ) পশ্চিমাঞ্চল
গ) উত্তর-পশ্চিমাঞ্চল
ঘ) উত্তর-পূর্বাঞ্চল

সঠিক উত্তর: ঘ) উত্তর-পূর্বাঞ্চল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 28%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮৬. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?
ক) সিলেট
খ) কুমিল্লা
গ) রাজশাহী
ঘ) দিনাজপুর

সঠিক উত্তর: ঘ) দিনাজপুর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 79%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮৭. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
ক) ভূমিকম্প
খ) ভূমিধস
গ) টর্নেডাে
ঘ) খরা

সঠিক উত্তর: ক) ভূমিকম্প

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮৮. নিম্নের কোন দুর্যোগ ‘hydro-meteorological’ দুর্যোগ হিসেবে পরিচিত?
ক) বন্যা
খ) খরা
গ) ঘূর্ণিঝড়
ঘ) ভূমিধস

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮৯. ‘সােয়াচ অব নাে গ্রাউন্ড’ কী?
ক) একটি দেশের নাম
খ) ম্যানগ্রোভ বন
গ) একটি দ্বীপ
ঘ) সাবমেরিন ক্যানিয়ন

সঠিক উত্তর: ঘ) সাবমেরিন ক্যানিয়ন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯০. নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন-প্রবণ?
ক) বােয়ালমারী
খ) নড়িয়া
গ) আলমডাঙ্গা
ঘ) নিকলি

সঠিক উত্তর: খ) নড়িয়া

Question Analytics:সঠিক উত্তরদাতা: 16%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 73%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯১. নৈতিক মূল্যবােধের উৎস কোনটি?
ক) সমাজ
খ) নৈতিক চেতনা
গ) রাষ্ট্র
ঘ) ধর্ম

সঠিক উত্তর: খ) নৈতিক চেতনা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 30%, ভুল উত্তরদাতা: 28%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯২. ‘On Liberty’ গ্রন্থের লেখক কে?
ক) ইমানুয়েল কান্ট
খ) টমাস হবস্
গ) জন স্টুয়ার্ট মিল
ঘ) জেরেমি বেন্থাম

সঠিক উত্তর: গ) জন স্টুয়ার্ট মিল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 23%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 66%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯৩. উৎপত্তিগত অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) ল্যাটিন
খ) গ্রিক
গ) হিব্রু
ঘ) ফারসি

সঠিক উত্তর: খ) গ্রিক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 20%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 60%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯৪. ‘কর্তব্যের জন্য কর্তব্য’-ধারণাটির প্রবর্তক কে?
ক) ইমানুয়েল কান্ট
খ) হার্বার্ট স্পেন্সার
গ) বার্ট্রান্ড রাসেল
ঘ) অ্যারিস্টটল

সঠিক উত্তর: ক) ইমানুয়েল কান্ট

Question Analytics:সঠিক উত্তরদাতা: 15%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 80%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯৫. ‘Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?
ক) প্লেটো
খ) রুসাে
গ) বার্ট্রান্ড রাসেল
ঘ) জন স্টুয়ার্ট মিল

সঠিক উত্তর: গ) বার্ট্রান্ড রাসেল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 11%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 84%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯৬. ‘শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়ােজন, আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর’-এটি কে বলেছেন?
ক) সক্রেটিস
খ) প্লেটো
গ) অ্যারিস্টটল
ঘ) বেনথাম

সঠিক উত্তর: খ) প্লেটো

Question Analytics:সঠিক উত্তরদাতা: 32%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 56%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯৭. সুশাসনের মূল ভিত্তি কী?
ক) মূল্যবােধ
খ) আইনের শাসন
গ) গণতন্ত্র
ঘ) আমলাতন্ত্র

সঠিক উত্তর: খ) আইনের শাসন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯৮. কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?
ক) আত্মস্বার্থবাদ
খ) পরার্থবাদ
গ) পূর্ণতাবাদ
ঘ) উপযােগবাদ

সঠিক উত্তর: ঘ) উপযােগবাদ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 24%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 61%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯৯. বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?
ক) ২০১০
খ) ২০১১
গ) ২০১২
ঘ) ২০১৩

সঠিক উত্তর: গ) ২০১২

Question Analytics:সঠিক উত্তরদাতা: 28%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 65%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২০০. বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?
ক) ৩টি
খ) ৫টি
গ) ৪টি
ঘ) ৬টি

সঠিক উত্তর: ঘ) ৬টি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।